নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

এলো ৷৷৷। মেলো

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২২

কাদাময় ব্লগ,
লিখার যে মানষিকতা তা নষ্ট হয়ে যাচ্ছে।
মুখ ফিরিয়ে নিচ্ছে জমে থাকা শব্দরা, অভিমানে,
বলছে, এই অসুস্থ প্রতিযোগিতার দৌড় কিছুটা কমলে
না হয় আমাদের সাজিয়ে নিও গাথুনী দিয়ে।
ধর্ম, অধর্ম, বিদ্বেষ এরা থাক না যার যার মনে,
মনের গোপন আস্তানায়, মনের এক কোনে।




মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে লজিক্যাল আলোচনা হয়; ফলে, মতের পার্থক্য ও তর্ক হবে।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ, চালিয়ে যান স্যার।

২| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মিরোরডডল বলেছেন:




কি হয়েছে?
মেজাজ গরম কেনো?



১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মায়াস্পর্শ বলেছেন: প্রথম প্রথম যখন ব্লগে লিখলাম, পরিবেশ টা সুন্দর ছিল। আশা করছি আবার সুন্দর হবে। ইদানিং বেশির ভাগ পোস্টই অহেতুক তর্কমুলক মনে হয়।

৩| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:




ধর্ম, অধর্ম, বিদ্বেষ এরা থাক না যার যার মনে,
মনের গোপন আস্তানায়, মনের এক কোনে।


মার্শ না সেদিন আমাকে বললো যে এরকম হয়, অল্প কয়দিন পর সব ঠিক, তাহলে এখন এ কথা কেনো!
এ সবই পার্ট অভ ব্লগিং। চলছে চলবে, এর মাঝেই লিখবে।
খুব বেশি সমস্যা হলে, সেইসব পোষ্ট পড়ার দরকার নেই।

সামনেই একটা সেইরকম সুন্দর লেখা চাই মার্শর কাছ থেকে।


১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মায়াস্পর্শ বলেছেন: সামনেই একটা সেইরকম সুন্দর লেখা চাই মার্শর কাছ থেকে
জ্বী, অবশ্যই।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

মায়াস্পর্শ বলেছেন: খুব বেশি সমস্যা হলে, সেইসব পোষ্ট পড়ার দরকার নেই।
তাই ভালো মনে হচ্ছে।

৪| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৭

মিথমেকার বলেছেন: কবিদের এত সহজেই আশাহত হতে নেই..

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ মিথ। আশাহত নয়, কেমন যেন এলোমেলো।

৫| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অভিমানি মন
ধৈর্য সারাক্ষণ-
প্রশান্তি এসে যাবে আপন!
ভাল থাকবেন কবি

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২০

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর বলেছেন। আপনিও ভালো থাকবেন অনেক অনেক।

৬| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:




মার্শ কেমন আছে?
ব্লগে দেখছি নাহ যে!!!


১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫১

মায়াস্পর্শ বলেছেন: ভাল আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
সময় হয়ে উঠেনি। অফিসিয়াল ওয়ার্ক প্রেশার বেশি চলছে কয়েকদিন। আবার একজন প্রিয় মানুষের মন খারাপ।

৮| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:




যাক, ভালো আছে জেনে ভালো লাগলো।
ওকে তাহলে, প্রিয় মানুষটাকে সময় দেয়া হোক।
ওটা আগে প্রায়োরিটি।
তার মন ভালো করে দিয়ে, তারপর না হয় ফ্রি হয়ে ব্লগে আসবে।
তখন কথা হবে, ভালো থাকবে মার্শ।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৫

মায়াস্পর্শ বলেছেন: ভালো থাকবে মার্শ।
আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.