নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ভিসুভিয়াস

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২০



প্রতিটি প্রহর যাযাবর , বিনিদ্র দিবা স্বপ্নে বিভোর ,
হাসছি খেলছি আপন মনে, পথ ভুলানো খেলাঘরে।
অগোচরে ,
বিভীষিকায় ডুবে মরছি
এক সমুদ্র জলরাশির মহা উচ্ছ্বাসে।
প্রতিটি স্বপ্ন মৃতদের সাথে সখ্যতায় পারদর্শী,
বুকের আলিঙ্গনে তারা সর্বনাশী, সর্বগ্রাসী,
হয়ে উঠছে চোখ ধাঁধানো উগ্রতার বেদি।
অগ্নিস্ফুলিঙ্গের আতশবাজিতে ঘুমিয়ে গেছে
নগরীর এক তৃতীয়াংশ ভিসুভিয়াস জীবন ।
প্রেম বলে যা কিছু বেঁচে আছে , তা উগ্র মেজাজে
হারিয়ে যাচ্ছে খুন হয়ে, পালিয়ে বেড়াচ্ছে খুনি হয়ে।
মাঝে মাঝেই নোংরা পানির ঝাপটায়,
জীবন কিছুটা সবুজ হয়ে যায় ; পরক্ষণেই
রূপ নিচ্ছে বিষাক্ত সুচালো তীরের ফলা হয়ে
ঠিক যেমন রেড সিগন্যালের লাল লাইট , কেউ মানছে ,
কেউ ব্যারিকেড বার ভেঙে ১২০ স্পিডে ভেদিয়ে যাচ্ছে।
দিন শেষে ঘুমায় , সবাই
ইচ্ছায়, অনিচ্ছায় , চিন্তায় , নির্দ্বিধায়।

মন্তব্য ৩৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৭

মায়াস্পর্শ বলেছেন: সাধারণভাবে ভেবে দেখুন ভাই , নিজের পরিপার্শ্ব দেখতে পারবেন।

২| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন এমনই
যাচ্ছে কোনো না কোনো ভাবে

সুন্দর হয়েছে

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯

মায়াস্পর্শ বলেছেন: জীবন এমনই , যাচ্ছে কোনো না কোনো ভাবে
হুম , এর মাঝেও আনন্দ আছে , গোপন অভিসার আছে।
ধন্যবাদ আপু।

৩| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৩

পুরানমানব বলেছেন: জটিল করিয়া লিখিয়াছেন। সহজবোধ্য হইতে পারিত।

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১০

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ অনেক অনেক।

৪| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভিসুভিয়াস পড়ে প্রয়াত খালিদের যদি হিমালয় হয়ে গানটার কথা মনে পড়ে গেল৷

কবিতার শব্দচয়ন চমৎকার হয়েছে।

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩

মায়াস্পর্শ বলেছেন: আমিও সত্যিই প্রথমে অন্য শিরোনাম দিয়েছিলাম। পরে এটা দিয়েছি। লিখার সময় তার গানটি মনের মধ্যে চলছিল। ধন্যবাদ অনেক অনেক।

৫| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: অপূর্ব!

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৭

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৬| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৯

মিথমেকার বলেছেন: প্রতিটি স্বপ্ন মৃতদের সাথে সখ্যতায় পারদর্শী,
বুকের আলিঙ্গনে তারা সর্বনাশী, সর্বগ্রাসী,
হয়ে উঠছে চোখ ধাঁধানো উগ্রতার বেদি।


পঙক্তি গুলো অসাধারণ লিখেছেন কবি!
সব মানুষের বুকেই ভিসুভিয়াস থাকে, কিন্তু কবিদের বুকের ভিসুভিয়াস কবিতা হয়ে বাইরে আসে..

কবিতা খুবই সুন্দর হয়েছে।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১২

মায়াস্পর্শ বলেছেন: কবিদের বুকের ভিসুভিয়াস কবিতা হয়ে বাইরে আসে
আপনি কত সুন্দর করে মন্তব্য করলেন। ধন্যবাদ মিথ। sotto hok গানটা শুনবেন।
আমাদের প্রিয় ডল পোস্টে এলে উনিও শুনবেন আশা করছি।

৭| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৫

মিথমেকার বলেছেন:

কবি, এই গান আগেই আপনার শুনে থাকার সম্বাভনা প্রায় শতভাগ। তারপরও নিজেকে আটকাতে পারলাম না, শুনুন আবার গানটা।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০১

মায়াস্পর্শ বলেছেন: Thank you, its not a song only, its a magic.

৮| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ভিসুভিয়াস নামে একটা পর্বত আছে ইটালীতে।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৭

মায়াস্পর্শ বলেছেন: জানতে পারলাম ভাই। ধন্যবাদ অনেক অনেক।

৯| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

মিরোরডডল বলেছেন:




প্রেম বলে যা কিছু বেঁচে আছে , তা উগ্র মেজাজে
হারিয়ে যাচ্ছে খুন হয়ে, পালিয়ে বেড়াচ্ছে খুনি হয়ে।


এইতো এলোমেলো থেকে বের হয়ে এসেছে।
ভালো লিখেছে।



২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:




প্রিয় মানুষের মন নিশ্চয়ই ভালো হয়েছে?
তাইতো কবি আবার লেখায় মনোযোগী হয়েছে।

২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০২

মায়াস্পর্শ বলেছেন: প্রিয় মানুষের মন নিশ্চয়ই ভালো হয়েছে?
কোনও খবর পাইনি।

১১| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...

২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫১

মায়াস্পর্শ বলেছেন: অনেকদিন পরে দাদার মন্তব্য পেলাম। ভালো আছেন?

১২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা
অবারিত হোক নির্মল বোধ
সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়
পৃথিবী হোক নির্ভয় আশ্রয়
পূর্ণ হোক সব নির্মোহ হৃদয়
শুদ্ধ হোক আমার পৃথিবী
সমাপ্ত হোক সব অসমাপ্ত কান্না
সত্য হোক আমার এই প্রার্থনা


Nice lyrics
thanks for sharing.

১৩| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:২৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কোনও খবর পাইনি।

খবর পায়নি, তাহলে খবর নিবে।
খবর না নিলেতো তার আরও বেশি মন খারাপ হবে।

এ কেমন প্রিয়!!!


২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫২

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা অব্যাহত। =p~
মেঘের সাথে আড়ি করে কতক্ষণ সইবে,
বৃষ্টি তোমায় ভিজিয়ে দিবে, তখন কি করবে?

১৪| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।

১৫| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫২

ইসিয়াক বলেছেন: আপনার কবিতার ভক্ত আমি। দুর্দান্ত কবিতা।
শুভেচ্ছা রইলো।

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১১

মায়াস্পর্শ বলেছেন: এভাবে লজ্জায় ফেলে দিলেন কবি?
অনেক অনেক ধন্যবাদ জানবেন।

১৬| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ‌।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৪

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ কবি।

১৭| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৭

তপ১ বলেছেন: শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা
সত্য হোক আমার এই প্রার্থনা

২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক। ভালোবাসা নিবেন।

১৮| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৩

মিরোরডডল বলেছেন:




মেঘের সাথে আড়ি করে কতক্ষণ সইবে,
বৃষ্টি তোমায় ভিজিয়ে দিবে, তখন কি করবে?


এই দুই লাইন কি নিজের লেখা, নাকি কোন কোট?
কথাগুলো সুন্দর।


২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

মায়াস্পর্শ বলেছেন: এই দুই লাইন কি নিজের লেখা
নিজের লেখা। আপনার মন্তব্য পেয়ে লিখেছিলাম প্রিয় মানুষের জন্য।

১৯| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১৫

মিরোরডডল বলেছেন:




কেমন আছে মার্শ?
প্রিয় কেমন আছে?

নতুন লেখা হবে নাহ?

২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৮

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছে মার্শ?
আলহামদুলিল্লাহ ভালো আছি ?
আপনিও আশা করছি ভালো আছেন।
নতুন লেখা মাত্র পোস্ট করেছি।

২০| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:




প্রিয়র কথাটা স্কিপ করে গেলো যে!!!
ঠিক আছে, আর জানতে চাইবো না।


২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

মায়াস্পর্শ বলেছেন: প্রিয়র কথাটা স্কিপ করে গেলো যে!!! B-)
ভালো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.