নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

রোদেলা ভ্রমণ

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৬




এই জ্বালাও পোড়াওয়ের ভেতর খানিকটা ভালোবাসার কথা বলে যাই তোমাদের

তপ্ত দুপুর,কাঠফাটা রোদের তীব্রতায়
তোমার ওড়না অথবা শাড়ির আঁচল খুব প্রয়োজন।
এসো আজ যোগ বিয়োগ বাদ দিয়ে
একটা কচি ডাব ভাগ করে দুজনে খেয়ে ফেলি।
কদম এখনো ফুটে নি ,
না হয় বকুলের মালা দিয়েই
সাজিয়ে দিবো বুনো খোঁপার ওপরে।
আজ রিক্সায় হুড উঠানোর কথা ভুলে যাব
ভুলে যাব তৃষ্ণা, আমাদের প্রস্থানের কথা।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ সাইফ ভাই।

২| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮

মিরোরডডল বলেছেন:




চরম রোম্যান্টিক হয়েছে!
একই সাথে সুইট।

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ভালোবাসা নিবেন।
কবিতার সাথে বাস্তব মিলে না , গতকাল অনেক গরম পড়েছিল। আজকেও প্রচন্ড রোদ।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিকাছে

সুন্দরইছে

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা ঠিকাছে সুন্দরইছে
অনেক অনেক ধন্যবাদ আপু ।
আজকেও বাহিরে প্রচন্ড গরম । সাবধানে থাকবেন ।

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৮

মিষ্টি লবণ বলেছেন: ভালো হয়েছে।

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এই গরমে হোক না আর কত কি
ডাব ছাড়াও আছে তরমুজ
আসছে আম রসে ভরপুর--------------

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৩

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর বলেছেন , খেজুরের গুর দিয়ে বাংগির জুস দারুন লাগে আমার ।

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২১

মিরোরডডল বলেছেন:




নেক্সট দুই তিনদিন আরও বেশি গরম হবে।
বুঝতে পারি অনেক কষ্ট।

আমার সামারে যখন এক্সেসিভ গরম থাকে, আমি তখন ঢাকা চলে যাই, ওখানে তখন উইন্টার।

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৪

মায়াস্পর্শ বলেছেন: আমার সামারে যখন এক্সেসিভ গরম থাকে, আমি তখন ঢাকা চলে যাই, ওখানে তখন উইন্টার।
প্রকৃতির সাথে ফাঁকিবাজি করেন আপনি ? =p~ =p~

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৮| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০

ইসিয়াক বলেছেন: দারুণ প্রেমময় কাব্য।

০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৬

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৯| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গতকাল আমি গরমে ঘুমাতে পারি নাই। এত গরম পড়েছে---। আর কারেন্টের যে অবস্থা।
কবিতাতো সুন্দর হয়েছে। হুমমম ভীষণ সুন্দর হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৩

মায়াস্পর্শ বলেছেন: কিচ্ছু করার নাই। সহ্য করতে হবে। বেশি বেশি পানি খেতে হবে।অনেক অনেক ধন্যবাদ আপু।

১০| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মিরোরডডল বলেছেন:




প্রকৃতির সাথে ফাঁকিবাজি করেন আপনি ?

হুম একদম ঠিক, আবার এখানে যখন জুলাইয়ে ফ্রিজিং কোল্ড, তখনও ঢাকা যাই :)


০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মায়াস্পর্শ বলেছেন: হে হে, আজ গরম আমায় কাবু করে ফেলেছে। ইফতারে শুধু শরবত খাওয়া হয়েছে।
ভালো আছেন?

১১| ০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:




এইতো আছি আর কি।
এখানে অনেক বৃষ্টি হচ্ছে।



০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

মায়াস্পর্শ বলেছেন: কিছু বৃষ্টি ধার দিও বন্ধু, যদি বৃষ্টি আমায় চিনতে পারে,
কিছু কবিতা উপহার নিও, যদি খরা আমায় ছাড়তে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.