নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা আমার পরিচয়

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪



উৎসর্গ-সকল মুক্তিযোদ্ধাকে

আমরা যুদ্ধশিশু কেউ বা বলে ভিন্ন সুরে যুদ্ধের ফুল
যে নামেই ডাকুকনা কেন জীবন যুদ্ধে বুঝে গেছি-
জন্মের দায় কেউ নিবেনা, মোদের পৃথিবীতে আসাই ভুল।

আমার প্রাণের অঙ্কুরোদগমে আমারতো অপরাধ নয়
নষ্ট সমাজে অনাদর আর কষ্টের নোনা জলে মুছে যায়-
রক্তে লাল সেই স্বাধীনতা আমার-আমাদের আসল পরিচয়।

তবুও জীবন থেমে নেই বয়ে যাচ্ছে নিরবধি বহতা নদীর মত
অজানায় অন্ধকারে হারিয়ে গেলেও খোঁজার কেউ নেই-
মুছে দিবেনাতো পরম যত্নে এ রক্তাক্ত হৃদয়ের গভীর ক্ষত।

মৃত্যু এলেও বলবো হাসি মুখে ‘যুদ্ধের ফুল’ নেইতো ভয়
স্বাধীনতাই আমার জন্ম বৃত্তান্ত, আমার আসল পরিচয়।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: বিজয়ের মাসে আমি এই ধরনের কবিতাই আশা করছি।

ভাল কাজ করেছেন মাইদুল।

++++

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ বিজনদা ।

আসলে স্বাধীনতার মাসে প্রত্যেকেরই উচিৎ এ নিয়ে কিছু না কিছু লেখা।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



সুন্দর কবিতা।

ছবিটাও দারুন। কোথা থেকে তোলা এমন মনোমুগ্ধকর ছবি?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নকিব ভাই

ছবিটা বাসার বারান্দা থেকে মোবাইলে তোলা।

কবিতা ও ছবিটার প্রশংসায় কৃতজ্ঞতা।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর একটা কবিতা। মনোমুগ্ধকর

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামুন ভাই

আপনার সুন্দর মন্তব্যটিও কবিতাটিকে আরও সুন্দর করলো।

ধন্যবাদ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ !

আসলেই তো ! স্বাধীনতা আমার আসল পরিচয়....

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিজয়ের মাসে স্বাধীনতার কথা বলতে হবে সবার লিখনীতে

কি বলেন ভায়া ?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: জন্ম নেওয়াটা বড় কথা নয়।
জন্মের পর কর্ম কি করেছেন সেটাই বড় কথা।

কবিতা সুন্দর হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা তো বটেই । কিন্তু জন্মই যাদের আজন্ম পাপ তাদের কি বলবেন?

ধন্যবাদ নুর ভাই।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই :)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই হোক।

ভাল থাকুন অনেক ভাল।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নীল আকাশ বলেছেন: ভাই, অজনায় না হয়ে হবে অজানায়।
বিজয়ের মাসে এই কবিতা মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে গেল।
স্বাধীনতাই আমাদের আসল পরিচয়
জন্ম যাই হোক মোদের আমরা বাংলাদেশী,
এই দেশে তে মরি বাঁচি
সোঁদা মাটির গন্ধে ভরা এই দেশ কেই ভালোবাসি।
শুভ কামনা রইল।


০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক করে দিয়েছি।

কবিতার সুরে কথাবলা ও মন্তব্যে অনুপ্রাণিত করায় ধন্যবাদ।

স্বাধীনতা আমার স্বাধীনতা।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ডিসেম্বর মাসের কবিতা। স্বাধীনতার চেতনার কবিতা।।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাধীনতার কবিতা পাঠে কবিকে ধন্যবাদ।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম।
প্রিয় মাইদুল ভাই।
যুদ্ধ মানেই গণহত্যা যুদ্ধ মানেই ধর্ষন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও
১৯৭১ সালের মহান মুক্তযুদ্ধে এদেশের নারীদের উপর নির্যাতননের পরিধি ছিলো ব্যাপক।

কত শিশু যে জন্ম নিয়েছে তার হিসাব কোথায়?
এই যুদ্ধের ফুল- বিজয় শিশুদের নিয়ে মমতার আক্ষেপে ভরপুর
কবিতাখানায় শ্রদ্ধা জনিয়ে গেলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়ালাই কুম আস সালাম।
প্রিয় ভাই
আশা করি ভাল আছেন।

এ জাতীর ইতিহাস যুদ্ধের ইতিহাস
এ জাতীর ইতিহাস রক্তের ইতিহাস
এ জাতীর ইতিহাস ভাষার ইতিহাস।

কবিতায় মতামত ও শ্রদ্ধা জ্ঞাপনে ধন্যবাদ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: এক কথায় চমৎকার ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই চমৎকার কথাটি নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ কফু আপু।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

আলমগীর কাইজার বলেছেন: সুন্দর কবিতা।

একটা সময় ছিলো জন্ম-বংশ পরিচয় বড় করে দেখা হতো কিন্তু এখন মানুষের কাজকেই বড় করে দেখা হয়। বদলে গেছে মানুষ, আরো বদলাবে।
কবির জন্য শুভকামনা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম কাইজার ভাই

আসলেই সময় সব বদলে দেয়।

ধন্যবাদ।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

আরোগ্য বলেছেন: দুর্দান্ত কবিতা লিখেছেন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতটা প্রশংসা আশা করিনি।

আরোগ্য ভায়ার মন্তব্যে ফুলেল শুভেচ্ছা।

সামনে সামুর সব তারকাদের নিয়ে রম্য আসছে।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

অয়ি বলেছেন: ১৯৭১ সাল নিয়ে কবিতা ভাল লাগে, যে সাহস অমর।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
১৯৭১ কভু ভুলিবার নয়।

ধন্যবাদ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো..++

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্যারের প্লাস বলে কথা।

হুম তাহলে কাব্য মনে ধরেছে।

ধন্যবাদ।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: মৃত্যু এলেও বলবো হাসি মুখে ‘যুদ্ধের ফুল’ নেইতো ভয়
স্বাধীনতাই আমার জন্ম বৃত্তান্ত, আমার আসল পরিচয়।


চমৎকার লিখেছেন ! ভালোলাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় কবি

আপনার এই ভাললাগার মূল্য
অমূল্য দলিল হয়ে থাক কবিতাটার জন্য।

ধন্যবাদ।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৩

চিত্রাভ বলেছেন: মুক্তিযুদ্ধ -- এক সময়ের দর্পণ । যে দর্পণে ভাসে দুই দেশ, বহু যোদ্ধা ও সহযোগী সাধারণ মানুষ । দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে গ্রাম ও শহর গুলিতে সেই স্মৃতি আজও অমলিন । কয়েকদিন সীমানা বলে কিছু ছিল না দুই দেশের মধ্যে -- এক অসাধারণ ভালবাসা সবাইকে করেছিল এক -- গল্প নয় সত্যি । মানুষ কি সত্যি সীমানায় থাকে বন্দী হয়ে ?

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ভাবনা, কথামালা যেন একটি কাব্য।

১৯৭১ বাঙালির চিরকালের এক স্মৃতি, দুঃখ, পরিতাপ, কষ্ট, ভয়াবহতা, রক্ত অবশেষে মুক্তি।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

বলেছেন: আমার আসল পরিচয় ---- মুগ্ধ

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই মুগ্ধতার রেশ
থাকুক অনিশেষ।

ধন্যবাদ।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত সময়োপযোগী কবিতা। অনুভবে মুগ্ধতা ++

শুভকামনা প্রিয় মাইদুলভাইকে ।



১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাধীনতা মানে না ভুলার এক অধ্যায়
স্বাধীনতা মানে বেঁচে থাকা মু্ক্তির উপায়।

ধন্যবাদ।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




কী কঠিন উচ্চারণ - জন্মের দায় কেউ নিবেনা, মোদের পৃথিবীতে আসাই ভুল।

মনে হয় এদেশের পরিমন্ডলে এ কথা সবারই মনের গোপন কথা। এই তিমিরাবরণ সরিয়ে কবির মতো কবে যে আমরা বলতে পারবো - স্বাধীনতাই আমার জন্ম বৃত্তান্ত, আমার আসল পরিচয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

জী এস ভাই,

স্বাধীনতার এতটা বছর পরও এভাবে আমরা বলতে পারিনা-এটা কি কম লজ্জার?

ধন্যবাদ এভবে ভাবতে পেরে মন্তব্য করার জন্য।

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তা তো বটেই । কিন্তু জন্মই যাদের আজন্ম পাপ তাদের কি বলবেন?
ধন্যবাদ নুর ভাই।

মহৎ কর্ম দিয়ে পাপকে ধুয়ে দিতে হবে।

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবারও আগমনে ধন্যবাদ।

কিন্তু বাস্তব বড়ই কঠিন তাইতো অনেকে হারিয়ে গেছে কালের কালো গহ্বরে।

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মুক্তা নীল বলেছেন: রক্তে লাল সেই সাধীনতা আমার আমাদের আসল পরিচয়,,,,, , আপনি অনেক সুন্দর করে লিখেছেন। এদের জন্মটাই তো হয়েছে কিছু নারীর মৃত্যুর (যারা বেচে থেকেও মৃত) তাদের অবদান অনেক এই সাধীনতা দিবসে। শুভ কামনা রইলো।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম
অনেক দিন পর আপনাকে দেখলাম।

ঠিক বলেছেন এমন পরিস্থিতেতেই অনেকের জন্ম তাই বলা যায়-

স্বাধীনতা আমার পরিচয়।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.