নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
‘আসকে আমার মন বালো নেই’ কিংবা ‘মন আমার কেমন কেমন করে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই সংলাপ সম্বলিত অডিও ক্লিপস। বিভিন্ন প্ল্যাটফরমে এতোটাই ছড়িয়ে পড়ে যে, ফেসবুক, ইউটিউব খুললেই কানে ভেসে আসছিল, ‘আসকে আমার মন ভালো নেই। ’ মূলত এটি একটি ফোনালাপ ধরনের কন্টেন্ট ছিল। অডিও ক্লিপস আকারে যেটি ফেসবুক ও ইউটিউবে ছাড়া হয়েছিল। এটি রীতিমত ভাইরাল হয়েছে আবার ‘মন আমার কেমন কেমন করে’ সংলাপিটিও ভাইরাল।
এই অডিও ক্লিপ এর পেছনে রয়েছে চট্টগ্রামের দুই তরুন। তারা মজার এই ফানি কনটেন্ট বানিয়েছেন। কাজী হান্নান আহমেদ উৎস নামের তরুণের কণ্ঠ-এ সংলাপগুলো বিনোদন হিসেবে মানুষের মন জয় করেছে। উৎস চিটেইঙ্গা নামের একটি ফেসবুক পেইজ ও ইউটিউব নিয়ন্ত্রণ করেন। সেখানে মজার মজার ভিডিও বানিয়ে প্রকাশ করেন। এরই একটি অংশ ছিল ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপসটি।
আজকে অফিসে, বাজারে, দোকানে, রাস্তায় সবখানে শুধু এই দুটি সংলাপ শুনছি
funny audio
০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই তাতো নয়। এটা যাস্ট ফান, শুধু অডিও সংলাপও যে ভাইরাল হতে পারে সেটাই চট্টগ্রামের তরুনেরা দেখিয়েছে।
ধন্যবাদ।
২| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। বুজেছেন তাহলে।
৩| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একেক এলাকায় একেক প্রথা চালু আছে।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজার ফোনালাপ। ধন্যবাদ।
৪| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৫
বিটপি বলেছেন: ্নগদ এখন এইসব ফালতু কাজে পয়সা ঢালছে?
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবায় নিজের প্রচার প্রসার চায়।
৫| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ এখন দিশেহারা । এই তরুন গুলো সাময়িক সময়ের জন্য সবাইকে আনন্দ দিতে চাইছে। এদের ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ভালই লেগেছে। ধন্যবাদ।
৬| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪২
খায়রুল আহসান বলেছেন: "আমার মন বালো নেই" সংলাপের অডিওটি আমি শুনেছি। বিনোদনহীন জনগণের কাছে চিত্তবিনোদনের একটু সামান্য প্রচেষ্টা আর কি।
১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত । ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: চট্টগ্রামে র লোকজন ফজিল টাইপ নাকি?