নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফান

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫০




গান করতে করতে কেউ কেউ ফান করে। আবার কেউ ফান করে গান গায়। উপরের ছবিতে যারা ফান করেছেন তারা কি জানেন তাদের এই ফান মূহুর্তেই ভেঙ্গে দিতে পারে একটি পিপড়ার কামড়।

আচ্ছা পিপড়া বাদ দিলাম। মৌমাছি, ভিমরুল কিংবা ভল্লার একটা হুল ফুটলেই কেল্লা ফতে।

এক গ্লাস পানিতেই ভেঙ্গে পড়বে এই মনুষ্য মূর্তি। একটা বোমের মত আওয়াজ যথেস্ট এটা ভাঙ্গতে।

কিন্তু আইডিয়াটা কড়া। মাঝে মাঝে মানুষ শয়তানকেও হাড় মানায় শয়তানিতে। বাদরকে হার মানায় বাদড়ামীতে।


স্যারের কথা মনে পড়ে গেল-মানুষ পারেনা এমন কোন কাজ নেই। কিন্তু স্যার আপনি কি জানেন না মানুষ অনেক কিছুই পারেনা। সবার আগে মানুষ যা পারে না সেটা হচ্ছে মানুষ ডিম পারতে পারেনা।


আরেকটু সরেশ করে বলা যায়-মনুষ্য জাতী লেজ নাড়তে পারেনা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৯

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
হাহাহাহাহাহা..... তবে প্রথম লাইনটাতে কি কারেকসন হবে? না আমার পড়ার ভুল?
আর মানুষ ডিম পারতে না পারলেও ডিম পারার কষ্ট উপলব্ধি করতে পারে। বিশ্বাস না হলে কোনো কোষ্ঠকাঠিন্যের রোগীকে প্রশ্ন করে দেখুন =p~
আর লেজ নাড়তে কি লেজ থাকা অপরিহার্য? বরং মানুষ চাইলেও অদৃশ্য লেজ গুটাইয়া রাখিতে পারে না :P

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা যা বলেছেন জটিলবাদ।

ধন্যবাদ ভাল থাকবেন।

১ম লাইনে গান কর এই কর শব্দটা বাদ দিলাম।

২| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো লিখেছেন।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি !

থ্যাঙ্কু ভাই।

৩| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০১

জুল ভার্ন বলেছেন: শয়তান মানুষের রুপ ধরে থাকে।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই। আবার মানুষও শয়তান হইবার খায়েশ না মিটাইতে পাইরা শয়তানি করে।

ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:


আপনাদের কোম্পানীর উৎপাদন ইত্যাদি ঠিক আছে?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোথাও কোন সমস্যা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.