নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৭

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৪




ভেবেছিলাম এই সিরিজটা আর কন্টিনিউ করবোনা। আজ আবার শুরু করলাম।

আমার কন্যা জাফরিন মালিহা শিশিু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ২য় স্থান পেয়ে। তার ভর্তি রুল নং ছিল ০২। এবার সে চট্টগ্রামে একটি ভালো স্কুলে প্রথম শ্রেণীতে চান্স পয়েছে। সেখানেও ১২০ জন ছাত্র ছাত্রীর মধ্যে তার রুল নং হেয়েছে ০২। এই যে সব জায়গায় তার স্থান ২য় হচ্ছে এই ব্যাপারটাতে সে বেশ আনন্দীত।

এক তারিখে যদিও বই উৎসব ছিল। দেশের বেশির স্কুলে জানুয়ারীর ০১ তারিখে বই দেওয়া হয়েছে। ভর্তি কার্যক্রমের জন্য জাফরিনদের বই দেওয়া হয়েছে ০৪ তারিখে।

নতুন স্কুল ও বই পেয়ে সে খুবই খুশী। সাথে কলনীর ২/১ জন বন্ধু/বান্ধবী ক্লাশে পেয়ে আরও খুশি।

প্রথম কয়েকদিন আমরা সবাই মিলে তার স্কুলে গেলাম। কয়েকজন অভিবাকের সাথে পরিচিত হলাম। কন্যা বেশ আনন্দিত তার ছোট ভাইকে নিয়ে প্রথম দিন ক্লাশ করেছে। তার ভাইও ক্লাশ বেশ উপভোগ করেছে।

এভাবে সুন্দর ও সুস্থ্যভাবে প্রত্যেক শিশুর স্কুলজীবন শেষ হোক।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬

বাকপ্রবাস বলেছেন: জাফরিনকে শুভেচ্ছা।

০৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। আশা করি আপনার মেয়েরা ভালো আছে।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৯

অপলক বলেছেন: গল্প লেখার মত সবার কলিজার টুকরা এক একটা দিন উপহার দেয় না। ইতিহাসের পাতায় কোথাও গিয়ে থেমে থাকে।

Congratulations to Both of you.

২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.