| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মনের ভেতর কেমন এক অজানা হীম শীত নেমে পড়ে
ঠিক কুয়াশা নয়, একটা আতঙ্ক যেন খামচে ধরে বুকের বা পাশে
বাতাসে ফিসফিস করে মনে হয় কেউ ডাকছে নাম ধরে
অথচ আমাকে ডাকার মত এখন কেউ নেই, কখনো কি কেউ ছিল ?
মাঝে মাঝে এই প্রশ্নের উত্তর পাইনা, কিন্তু অতীত বেদনার অন্ধকার ফুড়ে
তোমার মুখের মৃদু হাসি সমস্ত ভাবনা আড়াল করে দেয়
তখন এই সব প্রশ্ন অবান্তর মনে হয় আর বড্ড হাসি পায়,
হলুদ পাতা ঝড়ে গেলে পাশে থাকা সবুজ পাতার অনুভূতির মত।
তোমাকে হারানোর পর কবে কোথায় ঠিক কিভাবে যেন আমার আলো নিভে গেছে-
নিঃশব্দে শিশির ঝড়ে পড়ার মত বুঝতে পারিনা,
সেই দিনটি স্মরণে এলে মনে পড়ে কিছু কথা, কিছু গান, কবিতা, রং, পাতা, গন্ধ ......
আমাকে দূরাগত অতীতে নিয়ে যায় আমি তখন অন্ধ কূপে পতিত হই।
উফ! নিশ্বাস নিতে পারিনা আর কোন পথ পাই না ফিরে আসার,
আতঙ্কটা তখন ঘাপটি মেরে বসে থাকে আমাকে মৃত্যুর প্রহর গুনতে বাধ্য করে ।
একটি নারী এভাবেই কি পুরুষ জীবন ধ্বংস করে, মস্তিষ্কর ভিতর এই প্রশ্ন তোলপাড় করে,
নাহ! এখনও সময় আছে সব ঝেড়ে মুছে নতুন পথের পথিক হওয়ার,
সাফল্য ছিনিতে আনতে আবার ঝড়ের মুখোমুখি হওয়ার।
ছবি-নিজের তোলা।
১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুন্দর, সুচিন্তিত মতামত প্রদানের জন্য। ভালো থাকুন।
২|
১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। +
পড়ে মনে হলো, এটা অন্যান্য অনেক পাঠকের মনেও ভালো লাগবে।
১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। সামুতে এখন পাঠক খড়া ও মন্তব্য খড়া চলছে।
৩|
১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
শেষের লাইনটা কি ঠিক আছে?
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি নারী এভাবেই কি পুরুষ জীবন ধ্বংস করে,
...............................................................................
অসম্ভব, আমাদের দেশের নারীরা এখনো পুরুষ নির্ভর
তাই সে সর্বদিকে সহায়তা চায়,
আমরা বুঝিনা বা পর্যাপ্ত আশা আকাঙাখার বাস্তবায়ন করতে পারিনা
উপরন্ত নিজ উন্মাদনা তার উপর চাপায়ে দেই ।
তখনই নারী , পুরুষের প্রতি সন্দিহান হয়ে উঠে,
অন্য পুরুষের হাত ধরে পালায়ে বাচঁতে চায় ।