| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মঈনুদ্দিন
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
ভয়!
ইসলামিক রেনেসাঁর অভ্যুদয়ে
আতংক, ভয়,ঘৃণা আজ জনমনে।
কানাকানি,ফিসফিসানি,দলাদলি
এখানে-সেখানে মিটিং, সেমিনার
সিম্পোজিয়াম,আলোচনা,সমালোচনা সভা
চলছে অবিরাম।পোস্টার,ফেস্টুন আর
ব্যানারে ছেয়ে গেছে দেশ।
ইসলামপন্থী দল আর ইসলামিক মাইন্ডেড সকলকে
নির্মূল কর।ব্যান করে দাও সংগঠন আর
জনমনে ঘৃণা ছড়িয়ে দাও তাদের সম্পর্কে;
এই এসেছে হাই কমান্ডের নির্দেশ।।
কারণ,
হাই কমান্ড ভয় পেয়েছে বেশ।
ঘন ঘন ঘামছে আর ঘামছে পক্ক কেশ,
এত স্বাধের রসজ্ঞ এই দুনিয়া
কোরান-হাদিসের অনুপ্রবেশে
শেষ হয়ে যাবে, এক্কেবারে শেষ।
আনন্দ বিনোদনের সব আখড়ায়
জ্বলবেনা হাজার তারার বাতি,
নাচবেনা উর্বশিরা ন্যাংটো হয়ে,
থাকবেনা সুরা-সাকির লেশ।।
অবৈধ আয়ের উৎসে গড়া,
আঁধারের মহল আর অফুরন্ত খায়েশ,
মিটে যাবে। নিভে যাবে মহলের ঝাড়বাতি
যান্ত্রিকদের মাতাল করা সুরের মুর্ছনা
ষোড়শীর নৃত্যে আলু থালু বেশ;
মসৃণ কালো কেশ,
সব শেষ।।
টিভি,সিনেমা থাকবেনা!!
থাকবেনা রিসোর্ট, অডিটোরিয়াম;
থাকবেনা উর্বশিদের আনাগোনা,
আর,
পানশালায় পড়বে তালা!!
আসবেনা যখন তখন অবৈধ টাকার
বড় বড় বান্ডিল ফ্রেশ,
শেষ! সব শেষ?
আহাহা! পর নারী!
গায়ে মসলিন শাড়ি,
কী অপরূপ দৃশ্য! নয়ন ভোলানো,
মাতাল করা আবেশ।
হাত বাড়ালেই কাছে আসে বসে,
গায়ে পড়া ভাব।
চেয়ে থাকার বাধা নেই কোন ,তাই
চেয়ে থাকি নির্ণিমেষ।।
না, না, না, এ হতে পারেনা?
ঠেকাও মৌলভি-মোল্লা
বন্ধ কর কোরান হাদিস আর
তাদের অনুসারী বশংবদ সব-
জ্বালাও-পোড়াও ফাঁসিকাঠে চড়িয়ে
নিঙড়ে প্রাণ বায়ু কর নিঃশেষ।।
মোল্লার দল ক্ষমতায় এলে,
সব শেষ?সর্বনাশ!
তাড়াও মোল্লা, ছাড়া কর এদেশ।।
নোটঃ কবিতাটির টাইটেল চেঞ্জ করে কবিতার স্থলে "মৌলবাদের অভ্যুদয়ঃ ফলাফল-ভয়!" রাখা হলো।
১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ কবি হাফিজ আহমেদ ভাই আপনার সপ্রতিভ মতামতের জন্যে। আপনার ভালোলাগা আমার জন্য প্রেরণা। ভালো থাকুন।
২|
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:০৯
Ahsan mir বলেছেন: কাউকে আগাত করার আগে একবার বেভে দেখুন।
এমনি আগাত যদি আপনাকে করে।
ভাই আপনাকে বলছি আপনার রাস্তায় আপনি চলুন ।
আগাত করে অর্জন করা যায় না বর্জন হয়।ধন্যবাদ
১৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাই আহসান মির, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এ অধমের লেখা পড়ে মন্তব্য করেছেন বলে। আমি কাউকে আঘাত দেয়ার মানসিকতায় কবিতাটি লিখিনি। এটা জাস্ট একান্তই আমার মতামত, আমার চিন্তা,আমার ভাবনা। হয়তো আমার এ ভাবনার সাথে অনেকের ভাবনার মিল থাকতেও পারে। আবার দেখা যাবে অনেকের গায়ে আঘাতও লাগবে। যারা এটাকে সহজভাবে নিতে পারবেনা তারা মুক্তমনা হওয়ার অধিকার রাখেনা। আর এ ব্লগ মুলতঃ মুক্তমনাদেরই। সংকির্ণ বা ক্ষুদ্রমনারাও আছে। থাকবেও। কারণ, সবাই একই মতের, একই পথের হবে তেমনটি আশা করা বৃথা। আসল কথা হচ্ছে আমার কবিতার দায়ভার একান্তই আমার। এতে কেউ আঘাত পেয়ে পালটা আঘাত করতে এলে। সে আঘাত বইবার ক্ষমতা যেন আল্লাহ্ তা'আলা আমাকে দেন আমি সেই প্রার্থনাই করি।
অবশেষে, আপনার সমালোচনাধর্মী মতামতের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। হ্যাপি ব্লগিং এন্ড হ্যাপি মাহে রমজান মোবারক।
৩|
১৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৩
Ahsan mir বলেছেন: সুন্দর সমাপনির জন্য অশেষ ধন্যবাদ
১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার প্রত্যাবর্তন ও পূণঃমন্তব্যে আপনার ভালোলাগা জ্ঞাপনের জন্যে। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হাই কমান্ড ভয় পেয়েছে বেশ।
ঘন ঘন ঘামছে আর ঘামছে পক্ক কেশ,
এত স্বাধের রসজ্ঞ এই দুনিয়া
কোরান-হাদিসের অনুপ্রবেশে
শেষ হয়ে যাবে, এক্কেবারে শেষ।
আনন্দ বিনোদনের সব আখড়ায়
জ্বলবেনা হাজার তারার বাতি,
নাচবেনা উর্বশিরা ন্যাংটো হয়ে,
থাকবেনা সুরা-সাকির লেশ।।
অবৈধ আয়ের উৎসে গড়া,
আঁধারের মহল আর অফুরন্ত খায়েশ,
মিটে যাবে। নিভে যাবে মহলের ঝাড়বাতি
যান্ত্রিকদের মাতাল করা সুরের মুর্ছনা
ষোড়শীর নৃত্যে আলু থালু বেশ;
মসৃণ কালো কেশ,
সব শেষ।।
ভালো লাগলো কবি।