| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মঈনুদ্দিন
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
সত্যের জয় অনিবার্য কিন্তু মিথ্যার চালে চলে সব তেলেসমাতী। মিথ্যাকে ছেড়ে দিব যদিও যায় প্রাণ; আসুন দেখুন মিথ্যার জয়গান??
মিথ্যার জয়??
মিথ্যা বল মুক্তি পাবে
সত্য বললে শাস্তি,
এই চলছে নিত্য এখন
চারদিকে তাই স্বস্তি!
সত্যবাদীরা যাচ্ছে রসাতলে
মিথাবাদীরা খুব তুঙ্গে;
মিথ্যাবাদী আর ফন্দিবাদী, সবে
আছে খুবই রঙ্গে!
মিথ্যা বলে, চাতুরী করে,
করে যাবে মাস্তি!
সত্য বলে; ভুল ধরলে
হারাবে ভিটে-বস্তি!
তাইতো বলি- এসো মিলি,
সরল রেখে গরল গিলি
মিথ্যাবাদের জয়ে মজে
করি গলায় গলায় দোস্তি??
ছবিঃ গুগল।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অক্ষম ক্ষোভ। এই আশা করতেই পারি, সত্যের হোক জয়। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
২|
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: দুনিয়াটাই চলছে মিথ্যার উপরে।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই। এটা ধ্রুব সত্য। আফসোস!
৩|
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
মাহমুদুর রহমান বলেছেন: মিথ্যার মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এই মিথ্যা মানুষকে ক্রমান্বয়ে বড় পাপীতে রুপান্তর করে। কিন্তু তারপরও মানুষ মিথ্যার গোলামী করে।
৪|
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: মিথ্যার রাজত্বে আমরা সবাই রাজা।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী ভাই, মিথ্যার রাজ্যে আমরা সবাই রাজা। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৫|
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
হাবিব বলেছেন: মিথ্যার রাজত্বে আমরা সবাই প্রজা
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মীর সাজ্জাদ ভাই রাজা উপরে আছে আর আমি আপনি সবাই প্রজা। চলুন মিথ্যার ব্যবসা ফেঁদে খেয়ে সাবাড় করি রাজ্যের সব খাজা নিমকি গজা!! ![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
নজসু বলেছেন:
লেখায় ক্ষোভ লক্ষ্য করা গেল।
সত্যের জয় হোক।
মিথ্যার পতন হোক।