নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

নেতার ধান কাটা

২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০

আপনি উদার
তাই বলে কৃষকের মাঠে গিয়ে দু গোছা ধান কাটার কি এমন দরকার?
কাটেন ধান আপনি একা
আপনাকে ঘিরে দাঁড়িয়ে থাকে ফটোগ্রাফার কয়েকজনা ।
যতটুকু ধান কেটে উপকার করেন কৃষকের
তার চেয়ে বেশি করেন ক্ষতি পাকা ফসলের।
একটি দুটি ধান কেটে এগুতে থাকেন আপনি
আপনার সাথে এগুতে থাকে ফটোগ্রাফারের দলটি
ওদের হাঁটায় ধান মাড়িয়ে ঝরে পড়ে মাঠে
আপনি নেতা কিন্তু হুশ নেই আপনার তাতে।

আপনি নেতা, আপনি উদার
বরং দাঁড়িয়ে থাকুন ক্ষেতের এককোণে
এবার ক্যামেরাগুলো তুলে নিন যত্নে নিজের হাতে
তুলে দিন কাস্তে প্রিয় আলোকচিত্রীদের হাতে
এবার জোর নির্দেশ করুণ...
জওয়ান,বেলা ডোবার আগে
ধানের মাঠ শূন্য করে কৃষকের উঠান ভরে দে ...।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯

মীর আবুল আল হাসিব বলেছেন: খুব কমন একটা বিষয় বেশ ইউনিক স্টাইলে তুলে ধরেছেন। দারুন লাগলো।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: যারা ধান কাটা নিয়ে এরকম নাটক করছে এরা নির্বোধ।

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১২

নেওয়াজ আলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.