নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

Ekranoplan রাশিয়ার নতুন কূটনৈতিক হাতিয়ার

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫



রাশিয়ার চমক দেখানোর শেষ নেই। এবার সে সফল পরীক্ষার শেষে বিশ্বকে দেখিয়ে দিল একরানোপ্ল্যান (Ekranoplan), যেটা হলো এক ধরনের গ্রাউন্ড-ইফেক্ট ভেহিকল (Ground-Effect Vehicle বা GEV) যা জাহাজ ও বিমানের সংমিশ্রণ, যা সমতল পানির পৃষ্ঠ থেকে ৫-২৫মিটার উপর দিয়ে ৬০০-৮০০কিমি গতিতে এগিয়ে যেতে পারে ৬০০টনের বেশি ওজন নিয়ে। মানে হল, একটা আমেরিকান যুদ্ধ জাহাজ যে কয়টি যুদ্ধ বিমান বা যুদ্দাস্ত্র নিতে পারে, রাশিয়ার একরানোপ্ল্যানও তাই পারে। ভয়ের কথা এটাই যে, আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ নিয়ে যে পথ ৪ দিনে যেতে পারে, রাশিয়া এখন পারে কয়েক ঘন্টায়।



সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় মূলত ১৯৬০-১৯৭৫ এর সময়ে এই যুদ্ধজাহাজ তৈরীর কাজ শুরু হয়। '৮০র দশকে গিয়ে আরও কিছুটা উন্নয়ন ঘটানোর পর আর্থিক সংকটে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। পুতিন ২০১৯ র পর গোপনে আবার প্রজেক্টটি চালু করে এবং বর্তমানে সফল হয়। একদম শুরুতে Lun-class একরানোপ্ল্যান, যা ক্যাস্পিয়ান সাগরে উপকূল রক্ষা এবং শত্রুর নৌবহরের বিরুদ্ধে ব্যবহ্রত হচ্ছিল, যা "ক্যাস্পিয়ান সি মনস্টার" নামেও পরিচিত ছিল। আর এখন আরও আধুনিক এবং অপ্রতিরোধ্য এই যানকে অন্য পরাশক্তি গুলোকে দমিয়ে রাখতে বা মানকা চিপায় রাখতে ব্যবহার হবে।



Ekranoplan গঠন এবং সুবিধা:
এতে হাইড্রডায়নামিক নীতি কে এরোডায়নামিক নীতিতে সামজ্ঞস্য করা হয়। সোভিয়েত ইউনিয়ন শুরুতে হাইড্রফয়েল নীতি প্রয়োগ করে যে জাহাজ তৈরী করে, সেটার সর্বোচ্চ গতি ছিল ১০০কিমি প্রতি ঘন্টা। পরবর্তীতে বায়ুগতিবিদ্যার "গ্রাউন্ড ইফেক্ট" নামক নীতি ব্যবহার করে দ্রুত চলাচল এবং বেশি ভার বহনের উপযুক্ত করে গড়ে তোলে রাশিয়া। বর্তমানে আমেরিকা বা চীনের হাতে এমন কোন রাডার নেই অর্থাৎ সারা দুনিয়াতে এমন কোন রাডার নেই যা এই যুদ্ধ জাহাজ কে ধরতে পারে। কারন, এটা পানির সামান্য উপর দিয়ে খুব দ্রুত চলে, ফলে সমূদ্র রাডার ধরতে পারে না। অন্যদিকে আকাশ দিয়ে চলে না, তাই আকাশের রাডারও ধরতে পারে না। এটা শুধু সাগরেই নয়, কম গভীর নদী নালাতেও যেতে পারে।





Ekranoplan দেখতে কেমন?
- দেখতে অনেকটা বিমানের মতো, তবে বিশাল আকৃতির বড় ডানা থাকে এবং অনেকগুলো জেট ইঞ্জিন থাকে। কিছু ইঞ্জিন পানির পৃষ্ঠে বল প্রয়োগে পানির ওপর ভাসিয়ে রাখে, কিছু ইঞ্জিন সামানের দিকে এগিয়ে নিয়ে যায়, আর কিছু ইঞ্জিন ভার ধরে রেখে বাহনটিকে ব্যালেন্স নিশ্চিত করে।





Ekranoplan এর সীমাবদ্ধতা:
- অপারেশনের জন্য শান্ত জলের প্রয়োজন হয়।
- বিশালাকৃতি ঢেউ বা খারাপ আবহাওয়া যেখানে বাতাসের গতি ঝড়ের গতির মত, সেখানে Ekranoplan এর স্থিতিশীলতা মেনটেইন করা সম্ভব হয় না।
- রক্ষণাবেক্ষণ খরচ খুব বেশি।
- যেহেতু বহু ইঞ্জিনের উপর নির্ভর করে, তাই জ্বালানীও লাগে প্রচুর। সর্বোচ্চ কত দুর পর্যন্ত একবার জ্বালানী ভরে যেতে পারে, তা জানা যায়নি।
- খরচের তুলনায় প্রয়োগের স্থান বা প্রয়োজনের মাত্রা কম হওয়ায়, রাশিয়া পারমানবিক জ্বালানি বিশিষ্ট যুদ্ধ বিমান ও ড্রোন উৎপাদন বেশি সুবিধাজনক ও বাস্তবসম্মত বলে মনে করে।

সোভিয়েত আমলের Lun-class ekranoplan কে বর্তমানে ট্যুরিস্ট মিউজিয়ামে রেখে দিয়েছে পুতিন। কারন সেটা আর কোন কাজের নয়। কিন্তু অন্য দেশ কি করছে?

-চীনা সরকার: রাশিয়ার এই আইডিয়া বা টেকনোলজিকে গুরুত্ব দিয়ে ৪ ইঞ্জিন বিশিষ্ট একটা বিশালাকার জেটইঞ্জিন -চালিত প্রোটোটাইপ আবিষ্কার করেছে, যার ডাকনাম দিয়েছে "বোহাই সাগর দানব" (Bohai Sea Monster). গ্রাউন্ড-ইফেক্ট যান বলতে চীনের কাছে এটাই বৃহত্তম। ভবিষ্যতে এটাই হয়ত ekranoplan যুদ্ধ যানে পরিণত করবে, সাথে থাকবে AI.

-U.S. DARPA Project: 'লিবার্টি লিফটার' (Liberty Lifter) নামক একটি বিশালাকার গ্রাউন্ড-ইফেক্ট যান তৈরি করছিল, যা মূলত ভারী পণ্য পরিবহনের জন্য ডিজাইন করা। তবে ২০২৫ সালের জুন মাসে 'ডারপা' (DARPA) এই প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণা করেছে এবং কোনো পূর্ণাঙ্গ প্রোটোটাইপ বা পরীক্ষামূলক যান না বানানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত এটি নকশা ও সিমুলেশন পর্যায়েই সীমাবদ্ধ আছে। অন্য একটা সূত্র বলছে, DARPA প্রকল্পের বাহনটি ডিজাইন ফেজে আছে এবং ২০২৮ সালের ভেতরে তারা প্রদর্শনীতে তুলবে।

এক কথায় রাশিয়া ছাড়া আর কারও হাতে Ekranoplan যুদ্ধযান নেই।


For more info:
When Boats Fly: 5 Remarkable Ekranoplans You Need To Know About

What Happened To Giant Ekranoplans? (2019)

Lun-class ekranoplan





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

রাসেল বলেছেন: হয়তোবা বিশ্ব শাসন ও শোষণ করতে পারবে। কিন্তু তাদের দেশে কি অর্থনৈতিক শৃঙ্খলা, স্বচ্ছলতা আছে; যা জীবনের জন্য একান্ত প্রয়োজন।

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

অপলক বলেছেন: আমি যে স্কুলে পড়তাম, অনেক স্বচ্ছল পরিবার থেকেও পড়তে আসতো। কিন্তু আমি তাদের মধ্যে অস্বচ্ছল পরিবার থেকে আসা এক ক্লাসমেট ছিলাম। আমার জুতার বা মুজার বুড়া আঙ্গুলে সারা বছরই ফুটা থাকত। কিন্তু এসেম্বেলিতে যখন আমি ৭০০ স্ট্যুডেন্টের শপথ বাক্য পাঠ করাতাম, সেটার অনুভূতি আলাদা। যখন ক্যাপ্টেন হিসেবে আমি ৫০ জন স্ট্যুডেন্টের পক্ষে একা প্রতিনিধিত্ব করতাম, তার সন্মান এবং অনুভূতি আলাদা।

আর্থিক শৃঙ্খলা-স্বচ্ছলতার সাথে নিরাপত্তা ও সার্বভৌমত্ব অনেক গুরুত্বপুর্ন। সেই দায়িত্বের জায়াগায় না দাঁড়ালে আপনি আমি , কেউ ঠিকঠাক বুঝব না।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

আহলান বলেছেন: চমৎকার

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

অপলক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.