নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

সিগারেট ছাড়ার আগের রাতে যে হিসাব করেছিলাম

২৭ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

হিসাব সোজা। সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিলাম। যতবার ধরাতে হত, ততবার নিজের অজান্তেই বলে উঠতাম, আই হেইট ইট! আই হেইট ইট! তারপর, কোয়ান্টাম মেথড রিকোরস করার সময় ছাড়ার আগের রাতে হিসাব করলাম।



প্রথম হিসাব: আমি সিগারেট নিই কখন?

• যখন টেনশন ফিল করি- অর্থাৎ নিজেকে জানিয়ে বসে আছি, টেনশন হলে এই হল তোমার অষুধ।

• যখন দারুণ কোন ভাবনা/কথা মাথায় আসে বা বলতে চাই- তার মানে, তুমি ধরেই নিয়েছ, তোমার মেধা সিগারেট-নির্ভর।

• যখন প্রিয় কোন বন্ধুর সাথে আড্ডায়- তুমি ধরেই নিয়েছ, তোমার কোন দাম নেই, ধোঁয়া দিয়ে একটা আবহ দেখতে ভাললাগবে।

• যখন সিগারেট নেয়ার সময় আসে- এই ১২/১৪ বার ১০/১৫ মিনিট করে নষ্ট করার সময় তোমার প্রতিদিন আসে।

• যখন অন্যের হাতে দেখি- ...হুম! তাহলে আফগানিস্তানে থাকলে তুমিও পপির চাষ করতে, ভেগাসে থাকলে দালাল হতে, ইউরোপে থাকলে সেলারে হুইস্কি রাখতে, বস্তিতে জন্মালে কোন মেয়ের মুখ চেপে ঘরে নিয়ে যেতে, ঢাবিতে পড়লে ছাত্র শিবির/ লীগ/ দলে নাম লেখাতে, একাত্তরে থাকলে রাজাকার হতে, তখন পাকিস্তানি মিলিটারিতে থাকলে... তুমিও চোখের দেখার বাই-প্রোডাক্ট?



দ্বিতীয় হিসাব: সিগারেটে স্বাস্থ্যক্ষতি কতটুকু?

[এই হিসাবটা করতে নিয়েও করিনি, নিতান্ত অপ্রয়োজনীয়।]



তৃতীয় হিসাব: টাকার হিসাবে ক্ষতি কতটুকু?

১. আমি দিনে ১০-১৫ টা। সপ্তাহে? মাসে? বছর? গত ১০+ বছর? মোট টাকা?

২. আমার এই প্রতিটা সিগারেটের পিছনে গড়ে ১০ মিনিট (সিগারেটের উদ্দেশে রওনা হওয়া এবং এজন্য সব কাজ বন্ধ করার সময় সহ)। গত ১০+ বছরে কতক্ষণ? এ সময়ের টাকা সংশ্লিষ্ট মূল্য কত?

৩. আমার এই পরিমাণ আরথিক মূল্যের অপচয় হয়ে থাকলে বাংলাদেশের প্রায় ৭০% পুরুষ ও ৫% নারীর কতটুকু অপচয়?

৪. প্রতিটা সিগারেট তৈরি হয় কাঠ পুড়িয়ে তামাক পোড়ানোর মাধ্যমে। বাংলাদেশের ৪০% কাঠ পোড়ানো হয় এইভাবে। এই কাঠটা উৎপাদন খাতে লাগলে কী হত?

৫. সিগারেট প্যাকেজিং হয় পুরোই বিদেশি এলিমেন্ট দিয়ে। এই প্যাকেট-ফয়েল-কাগজ-আঠার পিছনে কতটুকু যাচ্ছে?

৬. বাংলাদেশের প্রতিটা শহর-গ্রামের প্রতিটা মোড়ে সিগারেট বিক্রি করতে লোকজন বসে আছে, এই মানুষগুলোর এই পরিমাণ শ্রম যদি সত্যিকার প্রোডাকশনে যেত?

৭. সিগারেট দোকানগুলো, গাড়ি, ফ্যাক্টরি- এই সবকিছুর পিছনে যে পরিমাণ বিদ্যুৎ-জ্বালানী যায়, থিংকেবল?

৮. যে জমিতে তামাক চাষ হচ্ছে, বিপরীতে খাদ্য হলে কী পরিমাণ হত?



... আরও কী কী যেন হিসাব করেছিলাম, এখন মনেও নেই। তবে, কারো হাতে সিগারেট দেখলেই মনে হয়, লোকটাকে দেখে তো সুস্থ-স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? ... খোদার কসম, আমার শরীর কেঁপে ওঠে, আক্ষরিক অর্থেই, বাঁচালে আমাকে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: সিগারেট একবার ধরলে ছাড়া টা খুব কঠিন,আমার আব্বুকে দেখেছি।প্রায় ই ছেড়ে দেন আবার ৫-৬ মাস গেলে লুকিয়ে ১ টা ২ টা খেয়ে ফেলেন।এভাবেই চলছে:) তবে আমি সিগারেট লাইক করিনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা... নোটিফিকেশনের সিস্টেমের গুষ্টি কিলাই। আপনারা যে কমেন্ট করে গেছেন তাতো আমি জানিই না।

থ্যাঙ্কু থ্যাঙ্কু ভাই।

২| ২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন: @চেয়ারম্যান ভাই
তবু ও তো নাকের ডগায় একটা সিগারেট ঝুলিয়ে রেখেছেন। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কী করবে বলেন? নাকটাই এমন, একটা কিছু না ঝুলল চলে না।

৩| ২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন: সুন্দর ও গভীর চিন্তাধারা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

৪| ২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৭

স্পেলবাইন্ডার বলেছেন: :| :| :|

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনকার উপর্যপরি ইমু দেখিয়া স্পেলবাউন্ড হইয়া গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.