| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাফসি ইসলাম
https://mobile.facebook.com/arifulislam.rafsi
জনতা এক্সপ্রেসের ইনভিজিবল ট্রেন
অন্ধকারে ছুটে চলছে। খালি কেবিনে বসে
আছে শুভ্র। বাতাসের ছিটেফোঁটাও নেই,
অসহায় গরম ঘর্মাক্ত ভাব। মনে হচ্ছে কেউ
একজন আছে এই কেবিনে...
- কে?
- হুঁ
- কে ভাই?
- চোখে দেখো না, অন্ধ?
- দেখি তো। অন্ধকারে কিছু দেখা যায় না।
- হাহাহ
- হাসেন কেনো?
- বোকা, আমিই তো অন্ধকার।
- আচ্ছা। কেমন আছেন?
- ভালোই তো থাকি। তুমি?
- আমি মৃত। আমার কোনো অবস্থা নেই।
- আছে
- কি?
- অদৃশ্য, ইনভিজিবল।
- ওহ তাও ঠিক।
পকেট হাতালো শুভ্র। জলের খোঁজে নয়,
মোমের খোঁজে। অন্ধকারে সে মোমের
আলোয় থাকতে পছন্দ করে। এখানে মোমের
ব্যবস্থা নেই...
- কি খুঁজছো শুভ্র?
- মোমবাতি
- কেনো?
- জ্বালাবো
- কেনো পছন্দ হচ্ছে না আমাকে?
- না, তা হবে কেনো। কামরা টা দেখবো।
- ইনভিজিবল রে
- দেখা যাবে না?
- নাহ। এখন আর দেখার সময় নেই।
- কি করবো?
- ঘুমাও
- সকালে ডেকে দিবে কে? ঘড়ি তো নেই।
- এদেশে সকাল বলতে কিছু নেই, শুধুই আমি।
অজানা ভয়ে চুপসে গেলো শুভ্র। মৃত্যুভয়টা এর
আগে কখনো তাকে ছুতে পারেনি। সবই
সময়ের খেলা। আগেই সকালটা দেখে নেওয়া
উচিত ছিলো। আলোর বিচরণ শুধুই Earth নামক
জায়গাটাতে। অদৃশ্যজগতে নয়...
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
রাফসি ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: শেষ লাইনটার প্রেক্ষিতে বলি, বিজ্ঞানের ভাষায় অদৃশ্য বলে কিছু নেই। এটা মানুষের ভাবনার অগোচরে, তাই অদৃশ্য।
লেখাটা মোটামুটি লাগলো।