নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মাত্র কয়েক লাইন

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

১৯৭১ :

-ঠক্! ঠক্! ঠক্!
-কে?
-স্যার, একটু বাইরে আসবেন? কথা ছিল! --- সংগ্রহ



দরজায় কড়া নাড়ে কতিপয় হিংস্র শূকর
হায়েনা গুলো লকলকে জিহবা বের করে ডেকে উঠে , উল্লাস করে।
নরকের শয়তান কেঁপে উঠে শ্বাপদ ক্রূর হাস্যে
হেলে পরে সমস্ত পাপের ভীত ।
ইতিহাস রচিত হয় বুলেটে আর বেয়োনেটে
রক্তে আর লাশে , আর্তনাদে
সমস্ত সৃষ্টি লুটিয়ে পরে ধ্বংসের সম্মুখে।




ছবি : ইন্টারনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার এই পোস্টটি দেখতে পারেনঃ
এক লোকমা

ঠিক আপনার এই পোস্টের মতোই কিছুটা !


ঐতিহাসিক বাস্তবতা !

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার পোস্ট পড়ে এলাম। অসাধারণ।
আমার উপরের বোল্ড করা লাইন গুলো কিন্তু সংগ্রহ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্যালুট জানাই

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট পোস্টে বেশ দ্রোহের আগুন পেলাম।
পোস্টে লাইক।
শুকর, ক্রুর হবে কিনা একটু ভাবতে বলবো।

শুভকামনা প্রিয় সৌরভ ভাইকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুটোই হয় দেখলাম। যদিও হাতে কাছে অভিধান নেই। অনলাইন ই ভরসা।
ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিরন্তর।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: এই ভাবেই ওরা হত্যা করেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কতোইনা নির্মম। :(

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

হাবিব বলেছেন:




হায়েনারা ভেবেছিল সেদিন
শেষ করে দিবে বাংলার সব বুদ্ধিজীবীদের
পঙ্গু করে দেবে আমাদের মেরুদন্ড ভেঙে!
কিন্তু ওরাই হয়ে গেছে শেষ
নিশানা মুঁছে গেছে ওদের।।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার, ওদের উদ্দেশ্য সফল। জাতির মেরুদন্ড ভেঙে দিয়ে গেছে। আজও মাজা সোজা করে দাঁড়াতে পারিনি নি। :(

মন্তব্যে ধন্যবাদ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

ইসিয়াক বলেছেন: কি নির্মম !!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কতোইনা নির্মম।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্যার, একটু বাইরে আসবেন? কথা ছিল!
- ১৯৭১ বুঝাতে এতোটুকুই যথেষ্ট। এই আতঙ্ক মৃত্যু আতঙ্ক থেকেও বেশী।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যারা ডেকে নিয়ে গেছে তারা আমাদের পরিচিত জন , একই দেশের মানুষ। বাংলাতেই কথা বলতো। কি মর্মান্তিক !

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০

রূপম রিজওয়ান বলেছেন: পোস্টের বিষয়ে কমপ্লিমেন্ট করে ছোট করতে চাই না। সাত লাইনের আগুন। ভালো আছেন আশা করি।
হানাদার হায়েনা আর ওদের দোসরেরা অল্প কটা দিনের মধ্যে জাতির মস্তিষ্ককে কিভাবে গুড়িয়ে দিয়েছিল! ওনাদের অভাব গোটা একটা প্রজন্মকে ভুগতে হয়েছে!
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা......

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন ।
==== এই অসহায় জাতির কান্ডারী ছিলেন উনারা। কান্ডারী বিনা জাতি পিছিয়ে গেলো হাজার বছর। কি কূটপরিকল্পনা !

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান আপু।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কতোইনা নির্মম।
এই নির্মমতার কথা ভাবলে খুব কষ্ট হয়।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরে আসায় ভালোবাসা।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




স্মৃতির চৌকাঠে ঠক.. ঠক...ঠক করে নাড়া দিয়ে যাওয়া কবিতা।

এভাবেই দরজায় কড়া নেড়ে যায় আমাদের কিছু কিছু অনুভব!

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার খুব অল্প কথায় কিছু বলতে চেয়েছিলাম।
আপনার মন্তব্য আমার অনুভূতির দরজায় কড়া নাড়লো।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিসেম্বর মানেই স্মৃতীর ভির।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন। ভয়াবহ সময়।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

শিখা রহমান বলেছেন: কবিতাটা স্ফুলিঙ্গের মতো।

শুভকামনা স্বপ্নবাজ কবি। ভালো থাকুন ভালোবাসায় ও দ্রোহে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবিয়াপু। অনেক ভালো থাকবেন। দ্রোহ আর ভালোবাসা বেঁচে থাকুক , পাশাপাশি থাকুক।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন: সত্যিই মর্মান্তিক !

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম মর্মান্তিক। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.