নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হোম কোয়ারেন্টিন : দেশে পিকনিক করতে আসা প্রবাসীরা

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১



মহামারীতে তারা কি পিকনিক করতে এসেছে? তারা হোম কোয়ারেন্টিন মানেনা না। দেশে তাদের অনেক কাজ। আধা কেজি চমচম কিনে পাশের বাড়িতে দেখা করতে হবে।হুন্ডা চালিয়ে বাজারে যেতে হবে। বিকট হর্ণে জানিয়ে দিতে হবে আমি বিদেশ ফেরত। কফিল ঘটক কে ডাকতে হবে মেয়ে খুঁজতে। কনে দেখতে যেতে হবে। বিয়ে করতে যেতে হবে। তারা বিদেশ ফেরত , তাদের অনেক কাজ। অকাজের ঢেঁকি হচ্ছে এই দেশের মানুষ। কম নাই কাজ নাই , পাছা ভরা ভয়।

পরিবারের জন্য তাদের ভালোবাসার অন্ত নেই। সবাই কে জড়িয়ে ধরতে হবে , কোলাকুলি করতে হবে। অনেকদিন পর বৌ কে পেয়েছি , কি আছে জীবনে।
এতো ভয় পেলে কি চলে। একদিন তো মরতেই হবে।

বন্ধুদের জন্য কয়েক প্যাকেট দামি সিগারেট আনা হয়েছে। এই দেশের মানুষ এই সিগারেট পাবে কোই ? সিগারেট গুলো বিলি করতে হবে। সিগারেটের সুবাদে বন্ধুরা কয়েকদিন পিছু পিছু ঘুরবে। একসাথে বসে টানতে হবে। সিগারেটের পাছা কয়েকজন একসাথে টানার সাথে আলাদা আমেজ আছে। একসাথে না টানলে কিসের বন্ধুত্ব ?

প্রবাসীরা দেশে এসে অনেক ব্যস্ত। ছেলের হাত ধরে বাড়ি বাড়ি ঘুরতে হবে।বাজারে নিয়ে যেতে হবে , মেলায় নিয়ে যেতে হবে। মসজিদে হাজিরা দিতে হবে। পবিবার নিয়ে সৈকতে যেতে হবে , ভ্রমনে বেরোতে হবে।

মহামারীতে তারা দেশে এসেছে পিকনিক করতে। হাজার হাজার প্রবাসীরা কোথায় আছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে কেউ জানে না !কোন হিসাব নেই। অদৃশ্য ভাইরাস খালি চোখে দেখা যায়না। আর দৃশ্যমান প্রবাসীরা দিব্যি অদৃশ্য হয়ে গেল ? দৃশ্যমান প্রবাসীরা অদৃশ্য ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে। সম্ভবত এটাই দেশের নিয়তি ! :(


আর এই বালের দেশ কিসের 'হোম কোয়ারেন্টিন' ? গোনার টাইম আছে ?

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


এগুলোর দায়িত্ব সরকার প্রতিটি বিদেশ-ফেরতদের পরিবার, প্রতিটি প্রতিবশী ও স্হানীয় সরকারকে দিলে, এগুলো ম্যানেজ করা সম্ভব হতো।

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব আতঙ্কবোধ করছি স্যার। আপনার কি খবর ? ভয় হয়।
প্রবাসীদের পরিবারের আর আত্মীয়দের একটা দায়িত্ব ছিল। তারা যেই কাজটা করেছে ,ভেবেছে অনেক চালাকি করেছে। চালাকি এক অর্থে নির্বুদ্ধিতা। মাসুল দিতে হবে আমাদের। :(

২| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন:

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি মধুর বাণী !

৩| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

জুন বলেছেন: মীরজাদি সেব্রিনা আসল কাজ শুরু করার আগেই অসুস্থ পড়লাম একটু আগে এক পত্রিকায়। ছায়ার সাথে লড়াই করেই যদি অসুস্থ হয় তাহলে কায়া আসলে কি হবে তাই ভাবছি :(

১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জুন আপু , আমি নিজে ভীষণ আতঙ্কিত।
করুণাময়ের সীমাহীন করুনার অপেক্ষায় আছি।
মীরজাদি সেব্রিনা অসুস্থতার সাথে বড় একটা ধাক্কা খেলাম।

৪| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি এখনো ভালো আছি। আমেরিকা আরো ২ মাস আগে পদক্ষেপ নিলে ভালো হতো, বেশ দেরী করে পদক্ষেপ নিয়েছে। ডাক্তার, নার্সেরা করোনা পজেটিভ হয়ে যাচ্ছে এখানে।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেশে ডাক্তার নার্স দের প্রয়োজনীয় সরঞ্জামাদি আছে কি ?
নিজেরে বাঁচবে কি ভাবে ?

৫| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইরাস সম্পর্কে ভালোভাবে জানালে প্রবাসীরা হোম কোয়ারেন্টিন পালন করতো।

প্রবাসী যারা দেশে গেছেন, অনেকের আগে থেকেই পরিকল্পনা করা ছিলো, ছুটি নিয়ে দেশে গিয়ে বিয়ে করবেন, মজা করবেন..... ইত্যাদি। ভাইরাসের কারণে অনেকেই সমস্যায় পড়েছেন।

প্রতিদিন গড়ে কতজন মানুষ ইউরোপ, মধ্যপ্রাচ্য বা আমেরিকা থেকে দেশে ফেরেন- এই তথ্য জানা গেলে বুঝতে সুবিধে হতো। এইসব তথ্য জানা না থাকায় মনে হচ্ছে, ভয়ে প্রবাসীরা দেশে ফিরছে। বাস্তবতা কিন্তু ভিন্ন।

যাইহোক, সবার সতর্কতা কাম্য।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

প্রবাসী যারা দেশে গেছেন, অনেকের আগে থেকেই পরিকল্পনা করা ছিলো, ছুটি নিয়ে দেশে গিয়ে বিয়ে করবেন, মজা করবেন..... ইত্যাদি। ---- ওরা কি পরিস্থিতি বুঝতে পারেনি !! আজব।

৬| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নীল আকাশ বলেছেন: সেদিন কোথায় যেন পড়লাম ৯ থেকে ১২ই মার্চের মধ্যে ১ লক্ষ ৪ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। এখনও লাগাতার ফিরছেন। ফিরতেই থাকবেন। কারণ বাইরে এখন আর কোথাও নিরাপদে থাকার জায়গা নেই।
আর দেশে ফিরে আমাদের একমাত্র নিরাপদ থাকার জায়গা'টার বারোটা বাজিয়ে দিচ্ছেন।
আর সরকার বসে বসে.......ছিড়ছে। সাবাস বাংলাদেশ।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রথম থেকেই অব্যবস্থাপনা। এখন সেনাবাহিনীর তত্বাবধানে দিয়েছে। আবার সিল মারছে ! এতো কেরামতি ছিল কোথায় ??

৭| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই, ১,৫৫,০০০+ প্রবাসী বাংলাদেশে এসেছেন শুধুমাত্র বাই এয়ারে। এছাড়া বৈধ অবৈধ ভাবে ল্যান্ডপোর্ট দিয়ে প্রবেশ অনুপ্রবেশ কতোজন করেছেন তার হিসাব উল্লেখ নাই, হবেও না।

স্বপ্নবাজ সৌরভ ভাই, বাংলাদেশের মানুষ শত সহস্র বছর পূর্বেও ছিলো নষ্ট মনের মানুষ এখনো নষ্ট মনের মানুষ হয়ে আছে। এই দেশের মানুষের প্রিয় কাজ যাত্রা গান, পুতুল নাচ, ভ্যারাইটি শো, ফেসবুকিং লাম্পট্য, যেই সেলফোন দিয়ে ধর্ম প্রচার করে সেনই সেলফোনে নষ্ট ভিডিও ক্লিপে সয়লাব। আর প্রচার করে বাবাদের রাজনীতি প্রচার।

সব প্রবাসী দেশে এসে নিজের রোগ ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় করে যাচ্ছে। যেই অমানুষ “মরতে হবে একদিন” কথাটি বলে সে কিন্তু নিজে মরতে চায় না - সে অন্যকে মরতে প্ররোচনা দেয়।


২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খবরে পেলাম , হোম কোয়ারান্টাইন না মানায় পিটুনি দিয়েছে এলাকাবাসী!
মানুষ অসহ্য হয়ে গেছে ।

৮| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষের জীবনের মুল্য আছে কি?

প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে বাংলাদেশীরা অভ্যস্থ তাই এই অদৃশ্য করোনাতে তেমন ভীত হচ্ছেনা দেশের লোক জন।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সমস্যা হচ্ছে দেশের মানুষ সচেতনতা আর ভয়ের মধ্যে পার্থক্য জানেনা।

৯| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

একাল-সেকাল বলেছেন:
সিইসি চট্টগ্রামে নির্বাচন দিতে পারে, সরকার তাতে সায় দিতে পারে, ছুটি পেয়ে শিক্ষার্থীরা আর প্রবাসীরা পিকনিক করতে পারে।আমরা আতসবাজি ফুটাতে পারি।
করোনা বিভ্রান্ত হয়ে যাবে, আমাদের পাগলামি দেখে।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ভালো বলেছেন। আজব এক দেশে এসে করোনা বিভ্রান্ত হয়ে তার আচরণ বদলাতেও পারে। :)

১০| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে। আর আমাদেরকে অবশ্যই নিজে এবং প্রতিবেশী যাতে সতর্কতা অবলম্বন করে সেটা নিশ্চিৎ করতে হবে, যেটা আমাদের সামাজিক দায়িত্ব।


২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সরকারের ছিল রাষ্ট্রীয় দ্বায়িত্ব আমাদের ছিল সামাজিক দ্বায়িত্ব।
বাস্ববতা হলো , কেউই দ্বায়িত্ব পালন করেনি।

১১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আছেন সেখানে থাকেন। আপনাদের থেকেই করোনা ছড়ালো বাংলাদেশে। নিজে বাঁচুন। পরিবার,সমাজ ও রাষ্টকে বাঁচান। মনে রাখবেন আপনিই আপনার পরিবারের প্রিয় লোকটির হত্যাকারী বনে যাচ্ছেন । তবুও কেন আপনারা চেক আপ করে করোনা পজিটিভ শুনলে হাসপাতাল হতে পালিয়ে যাচ্ছেন। সচেতন হউন। সাবধান হউন।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এটাই অনুরোধ ছিল। আমাদের দায়িত্ব ছিল।

১২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫২

করুণাধারা বলেছেন: আমাদের বাড়ির এক ফ্ল্যাটে পরশুদিন বোনের বিয়ে উপলক্ষে এক মেয়ে বিদেশ থেকে এসেছে। ও এয়ারপোর্টে লিখিত দিয়ে আসে যে, ঘরে কোয়ারেন্টাইনে থাকবে, অথচ ঘরে পা দিয়েই সে বিয়ের শপিং আর ঘোরাঘুরি শুরু করে। এটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করছে, তাই ভাবলাম যথাযথ কর্তৃপক্ষকে জানাবো ব্যবস্থা নেবার জন্য। কিন্তু কোথাও কোন ফোন নম্বর পেলাম না। পত্রিকায় প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর গণ বিজ্ঞপ্তি ছাপাচ্ছে বিদেশাগতদের কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা আর না মানলে তার শাস্তি কী হবে তা জানিয়ে, সেখানে স্বাস্থ্য সেবা নেবার জন্য ফোন নম্বর আছে কিন্তু যারা কোয়ারেন্টাইন মানছে না তাদের তথ্য জানাবার কোন ব্যবস্থা নেই। এরপর এই মেয়ে বিউটি পার্লারে যাবে সাজতে, তার ব্যবহৃত লিপস্টিক আর আই লাইনার আরেকজন ব্যবহার করবে...

মা-বাবা, মেয়ে সবাই শিক্ষিত। শুধু হাত ধুয়ে রক্ষা হবে না, আমি বয়স্ক এবং হাঁপানি আছে...

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভয়াবহ।

১৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৬

শের শায়রী বলেছেন: আপনার পোষ্টের শেষ লাইনেই আমদের মানসিকতা নিহিত আছে প্রিয় ভাই।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আসলেই তাই। :(

নিয়ম না মানাকে আমরা বীরত্ব হিসেবে দেখি।

১৪| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়লাম।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ ভাই। আজ আমি গা ছাড়া ভাবে প্রতিউত্তর দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.