নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একদিন বৃষ্টিতে বিকেলে

১৫ ই মে, ২০২২ রাত ১২:৪১



দৃশ্যপট : ১

মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো মানুষটি উঠে দাঁড়িয়ে বললেন,
আম্মা বসো। কিশোরী মেয়েটি অবলীলায় বসে পড়লো সিটে, সংকোচহীন... যেনো এটাই তার প্রাপ্য ছিলো।
উপেক্ষা করলো বয়স্ক দাঁড়িয়ালা বাবার বয়সী মানুষটাকে।
বলা যেত, না চাচা আপনিই বসুন।কানে ইয়ারফোন লাগিয়ে ধন্যবাদ জানানো হয়ত
বেমানান...মিউজিকের তাল কেটে যায়!

আমি ঠিক পেছনের সিটে। বুড়ো মানুষটিকে বসতে বললাম।
তিনি বললেন, 'না বাবা থাক...তুমি বসো, আমি সামনেই নেমে যাবো'।
আমি আর মাথা না ঘামিয়ে ঝাল মাখানো চিনাবাদাম খাওয়ায় মন দিলাম।
নিয়ন আলোয় ঢাকা শহর... একটার পর একটা ল্যাম্পপোস্ট পেরিয়ে যাচ্ছি,
দশ টাকার চিনাবাদাম শেষ হওয়ার পথে।

বুড়ো মানুষটা দাঁড়িয়েই আছেন। ভার্সিটি পড়ুয়া মেয়েটির
কানে ইয়ারফোন... প্রতিটি তাল ধরার চেষ্টারত! আজকালকার হিন্দি মিউজিক গুলো 'সেইরকম জোস'।

আমি বললাম, চাচা বসুন! একরোখা বুড়ো মানুষটির একই উত্তর। সামনেই নেমে যাবে...
কপাল বেয়ে ঘাম গড়িয়ে দাঁড়ির অগোচরে মুখ ঢাকে... হয়ত লজ্জায়।

গন্তব্যের বেশ কিছুটা আগেই আমি নেমে পড়লাম। ঝিরিঝিরি কয়েক ফোটা বৃষ্টি...খারাপ না। নিয়ন আলোয় আলোকিত রাস্তা... আমার যান্ত্রিক শহর... কখনো আবেগময়।

আমি হাঁটছি...হাঁটাটা জরুরী,মেদ জমেছে। এই বয়সে বুড়িয়ে গেলে চলবে না, মাজা শক্ত করে দাঁড়াতে হবে... সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

আমি বরং হাঁটি... হাঁটতে হাঁটতে ফেসবুকের জন্য স্ট্যাটাস রেডি করি।
বুড়ো মানুষটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে... হয়ত সামনেই নেমে যাবেন। মেয়েটার কানে হেডফোন...জোশ জোশ সব গান একের পর এক বেজেই চলেছে। হয়ত মুঠোফোন সংসার সাজাচ্ছে... সংসার ভাঙ্গছে। টিভি, ফ্রীজ, পিসি, আলমারী, এটাচড বাথরুম...গোলাপী রংয়ের বেডসীট, আকাশী বেডরুম... ছোট বাবু, বাবুর বাবার লাল টাই, চকচকে জুতো... হাতাকাটা মেক্সি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, কিচেন,সোফা.... সুন্দর পরিপাটি সংসার। যে সংসারে সব ই থাকবে, শুধু বাবার বয়সী কোন বাবা থাকবে না!


দৃশ্যপট : ২


(আসুন এবার দৃশ্যপট পাল্টে ফেলি। যে দৃশ্য গুলো অহরহ ঘটে ,কিন্তু আমরা দেখিনা কিংবা লিখিনা।)

"বুড়ো মানুষটিকে দাঁড়িয়ে থাকতে দেখে কানে হেডফোন লাগানো মেয়েটি , কান থেকে হেডফোন খুলে রেখে বললো,
চাচা বসুন।
বুড়ো মানুষটি বসতে চাইনা। মেয়ের বয়সী মেয়ে কে উঠিয়ে তিনি কিভাবে বসেন?
নাছোড়বান্দা মেয়েটি দাঁড়িয়ে পড়ে। বাবার বয়সী মাসুষটা কে সে কিভাবে দাঁড়িয়ে রাখবে ?
অতঃপর বুড়ো মানুষ টি বসে পড়েন সিটে। বসে মেয়েটিকে বলেন, 'মা .... তোমার হাতের ব্যাগটি আমার কাছে দাও।'
মেয়েটি ব্যাগ টি দিয়ে কানে হেডফোন লাগিয়ে দেয়। তার খুব পছন্দের গান বাজছে ... "আমার এই দেহখানি তুলে ধরো,. তোমার ওই দেবালয়ের প্রদীপ করো--. নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥"

মেয়েটির চোখ ভিজে ওঠে। বুড়ো মানুষ ব্যাগটা কোলে রেখে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার চোখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। একের পর এক ল্যাম্পপোস্ট পোষ্ট পার হয়ে যাচ্ছে, নিয়ন আলোর ল্যাম্পপোস্ট। নিয়ন আলোর এই শহরটা একেবারেই কি যান্ত্রিক? যারা এই দৃশ্যটা দেখেছে তাদের অজান্তেই চোখ ছলছল করে। নোনতা জলের কান্না। সব কান্নার জলের স্বাদই তো এক ‘নোনতা’..... কিন্তু এই নোনতা জল কে আমরা বলি আনন্দজল!

আমি চাইলেই নিজের সীটটি মেয়েটাকে ছেড়ে দিতে পারি। সব সময়ই আমি সেটাই করি। আজ কেন জানি ইচ্ছা হচ্ছে না। আজ থাক, মেয়েটি বরং আজ আগুনের পরশমনি ছোঁয়াক প্রাণে আর আমরা না হয় আজ আনন্দজলে ভিজি ।

বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আমি সীট ছেড়ে উঠে দাঁড়ালাম। ঠিকই ধরেছেন। গন্তব্যের আগেই নেমে যাবো, বৃষ্টির ভেতর হাঁটবো।
আমার ভীষণ আবেগময় শহরের সমস্ত রাস্তাঘাট অঝোর ধারায় ভিজতে থাকে, ভিজতে থাকি আমি। ভিজতে থাকে নিয়ন আলোয় ল্যাম্পপোস্টে বসে থাকা নাগরিক কাকটা।


ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: কলম আপনার হাতে। এখন আপনি যাখুশি তাই করতে পারেন।

১৫ ই মে, ২০২২ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কলম আমার কল্পনাকে লিখতে পারছে না ইদানীং।

২| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ১ কল্পনা
২ বাস্তবতা

এমন হোক সবসময়।

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম।

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৩৩

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন সৌরভ

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

৪| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: একটু ইচ্ছায় দৃশ্যপট কিভাবে সুন্দর হয়!!! সুন্দর সুন্দর সুন্দর!

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মন্তব্যটা পোষ্টের মূল কথা !
অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই জুন, ২০২২ সকাল ৭:২৩

মিরোরডডল বলেছেন:




অনেক বছর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত হয়না ।
স্টুডেন্ট লাইফে যাওয়া হতো, বয়স্ক মানুষকে দেখলে মাস্ট জায়গা ছেড়ে দাড়িয়ে যেতাম ।
আমি বসে থাকবো আর সামনে মুরুব্বী কেউ একজন দাড়িয়ে যাবে এটা ভাবতেই খারাপ লাগে ।


১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দৃশ্যপট ২ এর মেয়েটা সম্ভবত আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.