নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:২১



১।
অন্ধকার রাত। বাইরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে অন্ধকারে বিদ্যুতের ঝলকানি। বাইরে আলো বলতে এটুকুই। রনি এগিয়ে চলেছে পথে। সামনে তার অনেক বাধা। কখনো জোরে ছুটছে আর কখনো ধীরে। আসলে পরিস্থিতিই এমন। তার থেকে আগে চলেছে রাজীব আর শাহেদ। হটাৎ প্রচন্ড বজ্রপাত। একমূহুতের জন্য থমকে গেল সব। আবার চলার শুরু কিন্তু হটাৎ একটা বড় বিষধর সাপ কাটল তাকে। সে কিছুটা পিছিয়ে গেলো। পিছিয়ে গেলেও থামল না সে। আবার সেই পথে চলতে শুরু করলো। রাজীব আর শাহেদ এগিয়ে চলেছে , তাদের সামনেও সাপ। না কোন স্বপ্ন দৃশ্য না।
বলতে হবে বিষধর সাপ কাটার পরেও সে কী করে পথ চলছে?

২।
বাংলার রাজ্যে ছিল ৩৯টি রাজপুত্র। সবার ছিল গলায় গলায় ভাব। সবাই খুব সুন্দর। রাজপুত্ররা তো সুন্দরই হয় । এরপরেও তাদের মধ্যে ছোট ভাইটি ছিল চাঁদের মত। যেন চাঁদের ফোঁটা। ভাইয়েরা তাকে খুব আদর করতো। আদরে আদরে লাই দিয়ে মাথায় তুলে দিলো। বেশি আদরে যা হয় , সে হল এক অপদার্থ। কোন কাজই সে আর একা করতে পারে না। সে হল ভাইদের মাথার বোঝা। তার আর দুঃখের সীমা রইল না। কিন্তু বাকি ভাইয়েরা বললো , দুঃখ করিস না। সবাই একা কিছু করতে পারেনা। তুই একা নোশ , তোর মতো আরো আছে।
যখন পোস্টটা লিখছি তখন বাজে ১টা তিরিশ। আর রাশানপুত্রের খাওয়ার সময় হয়েছে।
এখন বলতে হবে রাজ্যের ওই ছোট রাজপুত্রটির নাম কি?

৩।
ডিটেকটিভ ব্যোমকেশ বকশী একটা চিরকুট পাঠিয়েছেন। ইন্সপেক্টর পরমব্রত চিরকুটটা কয়েকবার পড়লেন। গতকাল তেল স্মাগলার সন্দেহে ৩ জন কে এরেস্ট করা হয়েছে। তাদের নাম টম(TOM), বিল (BILL) আর রবিন ( RABIN) । বিদেশী নাম।
কিন্তু এদের মধ্যে একজন বড় তেল স্মাগলার। বস বলা চলে। কিন্তু কে সে ?
ডিটেকটিভ ব্যোমকেশ যদিও বলেছে তাঁর চিরকুটের নাকি স্মাগলারের নাম লেখা আছে। ইন্সপেক্টর আরেকবার চিরকুটটা পড়লেন। কিন্তু তাতে কয়েকটি DIGIT ছাড়া কিছুই লেখা নেই।
710 57735 34 5508 51 7718.
ইন্সপেক্টর পরমব্রত বিষয়টা সামুর গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছেন।
কে সেই তেল স্মাগলার বলুন ?


৪।
একটি বিড়াল পঁচিশ ফুট উঁচু থেকে লাফ দিতে পারে। কিন্তু সে দশ ফুট উঁচু একটি জানালা দিয়ে লাফ দিতে পারে না। আবার দশ ফুট লম্বা দড়ি দিয়ে বাঁধা গরু ঠিকই পঁচিশ ফুট দূরের ধান ক্ষেতের ধান খেতে পারে।

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন।

৫।
কোন শব্দটি দুই অক্ষরে লেখা যায়, প্রায়ই লেখা যায় তিন অক্ষরে, আবার মাঝেমাঝে লেখা যায় চার অক্ষরে।

আমি যদি প্রশ্ন করে থাকি তবে চাইলে উত্তর দিতে পারেন।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩৫

মিরোরডডল বলেছেন:




ইংরেজিতে তিনটাই একই শব্দ রাইটিং (writing) অর্থ
• লেখা (দুই অক্ষর)
• লেখন (তিন অক্ষর)
• লেখালেখি (চার অক্ষর)



২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি বুদ্ধিমতী মাশা। কিন্তু ৫ নং টা একেবারেই সোজা।

২| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩৯

মিরোরডডল বলেছেন:

২. ইভানুস্কা ? :)

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাহ ! রাশান না বাংলার রাজ্য !!

৩| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথা খাটাইতে ইচ্ছে করে না :(

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি মাথা খাটাবেন এবং একটা উত্তর দিবেন। আমি শিওর।

৪| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৪৮

মিরোরডডল বলেছেন:




৫ নং উত্তর :

• কোন
• প্রায়ই
• মাঝেমাঝে

:)

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেছিলাম না বুদ্ধিমতী মাশা।

৫| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৫৫

মিরোরডডল বলেছেন:

৪. জানালা বন্ধ ।

২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গরু কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে। ঐটার উত্তর?

৬| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:০০

মিরোরডডল বলেছেন:
গরুটা দড়ি দিয়ে বাঁধা যার অপরপ্রান্ত কোথাও বাঁধা নেই তাই গরু যতদূর খুশী যেতে পারে ।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাহলে আর কি। ধানক্ষেতে ধান শেষ।

৭| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ১। পায়ে বুট জুতা পড়া ছিলো।
২। আপনি।
৩।
৪। জানালা বন্ধ, গরু খুটিতে বাধা নেই।
৫। কোন, প্রায়ই, মাঝে মাঝে।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রায় সবই তো হয়ে গেল!
১নং টা আরেকবার পড়ুন। জুতা পায়ে নাই। আর জুতা পায়ে থাকলেও সাপ দেখে পিছিয়ে যাবার কথা। তবুও চলছে।
আমার মনে হয় পেড়েছেন এবার।

২ নং টা আমি না। আমি কেন জানতে ইচ্ছা হচ্ছে। কেন ধারণা করলেন।
আমার ধারণা এইটার সঠিক উত্তর আমরা কাছে আছে।

ধন্যবাদ ভাই। চমৎকার সময় ছিল।

৮| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ নাম্বার বলবো না, বললে বিল ধরা খেয়ে যাবে।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিলকে বাঁচানোর কোন উপায় আছে ?

৯| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ২। চন্দ্রবিন্তু

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগের রিপ্লাই দেয়ার আগেই সঠিক উত্তর দিলেন। জানতাম।

১০| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭

বিটপি বলেছেন: ১। সাপ পাশ কেটে গেল
২। ঁ
৩। BILL
৪। আপনি কোন প্রশ্ন করেননি, তাই আমি উত্তর দিতে পারিনা।
৫। তিন

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১. সাপে কেটেছে এবং বাকিদেরও কাটতে পারে।
৪ আর ৫। ব্যাপার তো কিছু একটা আছেই

ধন্যবাদ আপনাকে। প্রায় সব উত্তর পাওয়া গেছে।

১১| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১। সাপ লুডু খেলছিলো।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খেলা শেষ। কি আর করা।

১২| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
২ নং টা আমি না। আমি কেন জানতে ইচ্ছা হচ্ছে। কেন ধারণা করলেন।
যখন পোস্টটা লিখছি তখন বাজে ১টা তিরিশ। আর রাশানপুত্রের খাওয়ার সময় হয়েছে।
এইটার কারণে পেচে পরে গেছিলাম।

লেখক বলেছেন: বিলকে বাঁচানোর কোন উপায় আছে ?
নাই, কোনো উপায় নাই। উল্টায়া নিলেই বেচারা ধরা খেয়ে যাবে।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সব গুলোতেই প্যাঁচ লাগাতে চেয়েছি। বাংলার এক রাজ্যে ছিল ৩৯ জন রাজপুত্র। এটা দিয়েছিলাম সহজ করতে।

ভালো থাকবেন।
আগামীতে কিছু নিয়ে আসবো। এই পোষ্ট গুলোর অনুপ্রেরণা সাড়ে চুয়াত্তুর।

১৩| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নাহ আপনি আর শান্তিতে থাকতে দিবেনা না। :(

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি আবার লেট। সব উত্তর দেয়া শেষ।

১৪| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোর বলে দিসেন।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগেই মন্তব্য পড়েন ক্যা ?? :)

১৫| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ধাঁধা উপস্থাপনার কৌশল চমকপ্রদ ও বুদ্ধিদীপ্ত। ২ নাম্বারটা তো খুবই বুদ্ধিদীপ্ত ধাঁধা।

মিস্টার জলদস্যু সাহেব ধাঁধার উত্তর দানে খুব পটু। তার ট্যালেন্টে মুগ্ধ।

৪ নাম্বারটা ছাড়া আমি একটাও পারি নাই। ডিটেক্টিভের উত্তরটা এখনো বুঝি নাই।

১ নাম্বারটায় আমি গামবুট পরাইতে গেছিলাম রনিকে :)

মতির মা'র ৩ ছেলে- যদু আর মদু। আরেকটার নাম কী?

If যদি is হয় but কিন্তু what কি
প্রশ্ন যদি করে থাকি উত্তর দেবেন কী?


২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিজেতো ধাঁধা বানাতে পারি না। তাই নিজের মত করে উপস্থাপন করার চেষ্টা করি।
দেখুন তো BILL কে পেলেন কিনা ! জলদস্যু ভাই একটা ট্যালেন্ট বৈকি।

১৬| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ঠিক মতো উলটাতে পারেন নাই গুরু।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাড়াহুড়ার কাম আরকি।

১৭| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: E অবস্থান বদলাইছে

১৮| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংখ্যাটা সেইক্ষেত্রে একটু কারেকশন করতে হবে :

710 57735 34 5508 51 7718 < 710 53775 34 5508 51 7718
BIL IS BOSS HE SELLS OIL

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাইরেট ভাই থাকলে ভয় নাই।

১৯| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও না, সংখ্যা ঠিকই আছে। বানান ভুল হয়েছিল।

710 57735 34 5508 51 7718

BIL IS BOSS HE SELLS OIL

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যা ভাই ঠিকই আছে।

২০| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ছবির প্রশ্নের মধ্যে উত্তর দেয়া আছে। শব্দগুলি হোল;
১। কোন
২। প্রায়ই
৩। মাঝেমাঝে

বাকিগুলি চেষ্টা করছি। এখনও মন্তব্যগুলি দেখেনি।

২৬ শে জুন, ২০২২ রাত ১০:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম।

২১| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশ মজার ধাঁধা দিয়েছেন। আমাদের আনন্দ দেয়ার জন্য ধন্যবাদ।

১ নং পারলাম না। মন্তব্য দেখে মনে হচ্ছে সাপ লুডু খেলা। তবে তারা যে ঘরের মধ্যে আছে এটা বুঝেছিলাম। আমার মাথায় এসেছিল কম্পিউটার গেমের কথা। লুডুর কথা মাথায় আসেনি।

২ নং পারলাম না। মন্তব্য থেকে জানলাম রাজপুত্রের নাম চন্দ্রবিন্দু। এটা পারা উচিত ছিল।
৩ নং টা কখনই পারতাম না। জলদস্যু কিভাবে পারলো বুঝলাম না।
৪ নং - গরুরটা পারতাম আগেই। তবে বিড়ালের ক্ষেত্রে জানালা বন্ধ ছিল এটা মাথায় আসেনি। পারা উচিত ছিল।
৫। এটার উত্তর আমার কাছে সহজ মনে হয়েছে। আগের মন্তব্যেই উত্তর দিয়েছি।

ব্লগারদের ঝগড়া করার চেয়ে ধাঁধায় অংশ নেয়া উত্তম। ভালো থাকবেন।

২৬ শে জুন, ২০২২ রাত ১০:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম প্রশ্নের উত্তর গেমস বললেই ভুল হতো না।
চন্দ্রবিন্দুর মত সব ধাঁধাতেই এক ভিন্ন আবহ আনতে চেয়েছিলাম। ৩ নংটা জটিল ছিল কিছুটা। জলদস্যু মাথা খাটিয়েছে। বুদ্ধি আছে অনেক।


ঠিক বলেছেন। ঝগড়া করার চেয়ে ধাঁধা ভালো। আপনার ধাধা পোষ্ট থেকেই অনুপ্রাণিত। ভালো থাকবেন।

২২| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: ৩ং টা চমৎকার।

২৬ শে জুন, ২০২২ রাত ৮:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যাঁ । কঠিন আছে। আমি আবার গল্পের মত লিখতে চেয়েছি।

২৩| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ব্যোমকেশ এর সব গুলো মুভি দেখে ফেলেছি। ভালো লেগেছে আমার কাছে।
যিশু থেকে আবীর চ্যার্টাজির অভিনয় আমার বেশী ভালো লাগে।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবীর কে আমারো ভালো লাগে।

২৪| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: উত্তর দেয়া তো শেষ !
যদিও আমি পারতাম না :P

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি যে অংশগ্রহন করেছেন তাতেই আমি আনন্দিত !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.