নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁ , আপনি ঠিক ধরেছেন

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৪



১.
" স্যার আপনি এতো দেরি করে আসবেন সেটা আগে জানালেই পারতেন। আমি সকাল সাতটা থেকে এখানে অপেক্ষা করছি। "
কথা বলার পর সাইফুজ্জামান তাঁর চাকুরী জীবনে অষ্টম বারের মত চাকুরী হারালেন।

২.
বিয়েবাড়িতে চা খেতে দিয়েছে। নুরুদ্দীন এক চুমুকে অনেকখানি চা মুখে নিয়ে জিহবা পুড়িয়ে অবাক হয়ে বললেন ,আরে ! চা তো গরম !

৩.
দুপুর থেকে অন্ধকার , আকাশে কালো মেঘ। প্রবল বৃষ্টি হলো বিকেল পর্যন্ত। বৃষ্টি শেষ হবার পর মেঘ সরে গেল। আলোকিত হলো চারিদিকে। আরিফ উৎফুল্ল হয়ে বললো , মনে হচ্ছে এখন দিন।

৪.
একজন কবিকে বলা হলো রূপচর্চা বিষয়ক টিপস লিখতে:

"ব্রণের উপর রসুন
খুব ভালো কাজ দেবে ভালো করে ঘষুন।
কনুয়ের কালো দাগে
কি করবেন বলুন ?
লেবুর সাথে চিনি মিশিয়ে
খোসা সহ ডলুন।
পায়ের গোড়ালি ফাটা?
ক্রীম স্ক্রাবের ঝামেলা বাদে
মাখন পেঁয়াজ বাঁটা। "

৫.
কোন পিরিয়ডে স্যার কোন কারণে অনুপস্থিত থাকলে অ্যাসিস্ট্যান্ট হেডস্যার ক্লাস নিতে আসেন। আমাকে পিছনের বেঞ্চে বসে থাকতে দেখে বললেন , আমি যেই দিনই আসি সেইদিনই তুমি পিছনে বসো ?
আমি ভয়ে ভয়ে বললাম , আসলে স্যার ব্যাপারটা তেমন না। আসলে , আমি যেইদিনই পিছনে বসি আপনি সেইদিনই ক্লাসে আসেন।

৬.
বাচ্চা শ্যালিকার পায়জামার বিশেষ অংশ ছেঁড়া দেখে দুলাভাই তাকে সুন্দর দেখে একটা প্যান্ট কিনে দিলেন।
বড় শ্যালিকা ভাবলো , দারুন মজা তো।
যে নিজেই পায়জামার বিশেষ অংশ ছিঁড়ে দুলাভাইয়ের সামনে ঘুরে বেড়ালো।
না , দুলাভাই তাকে পায়জামা কিনে দিলো না। আপনি ঠিক ধরেছেন।



ছবিঃ imgflip

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া
একটা কথা বলি???

এই লেখার শিরোনাম হওটা উচিৎ ছিলো বেক্কল কাকে বলে!!!

হা হা

সবগুলা তো বেক্কলই আর শালীটাও আস্ত বেক্কল...... X((

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অষ্টমবার চাকুরী হারানো লোকটার জন্য আপনার দুঃখ হয় না ?

২| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:

‌আসলেই ঠিক ধরেছিতো ? (!!!)

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিকই ধরেছেন।

৩| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

হ্যা! ঠিক ধরে,হজম করেছি।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ডাবরের হজমি আগে খেতাম। হজম সহায়ক।
যাইহোক ঠিক ধরে হজম করা কঠিন।

৪| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪২

রানার ব্লগ বলেছেন: লাস্টা বেস্ট !!!! B-)

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষেরটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না।

৫| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪৯

অপু তানভীর বলেছেন: তাই তো, বড়জনকে কেন কিনে দিলো না ? :||

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিছু একটা তো কিনে দেয়া উচিত ছিল !
আপনিও ঠিক ধরেছেন।

৬| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বেক্কল , হাসির ইমো খুজে পাচ্ছি না ।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিকই বলেছেন !
শায়মা আপু শিরোনাম বদলাতে বলেছিলেন।

৭| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




ঠিকই ধরতে পারা গেছে যে, আপনার চাকরী নট হয়েছে! সে কারনেই কয়েকদিন যাবৎ চা'য়ের মতো গরম গরম পোস্ট দিয়ে দিনের ভেতরে দিন খুঁজছেন। এ যেন রসুন ঘসে ব্রন সারানোর চেষ্টা। :)
তবে যেদিন আমি থাকিনে সেদিনই আপনি পোস্ট দেন, আজও আমি লেট! তাই পায়জামা কিনে না দেয়ার মতো, ধন্যবাদও দেয়া গেলো না। :| :((

সবক'টিই সুন্দর।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পোষ্টে আপনাকে আশা করিনি কিন্তু। তবে প্রতি পোষ্টের পরে আপনাকে খুঁজি। এতো কষ্ট করে লিখলাম আর জি এস স্যার কোথায় ? মাঝে মাঝে সবুজ বাতি জ্বলছে নাকি সেটাও দেখি।

ধন্যবাদ আপনাকে!

৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:২১

জটিল ভাই বলেছেন:
একদম ঠিকই বলেছেন =p~

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.