নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ৩

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

ছবি নেট।

আমারও তো ইচ্ছে করে কেউ অপেক্ষায় দাঁড়িয়ে থাকুক
খোলা রাখুক দুয়ার কপাট
কেউ সুগভীর নাভীর নীচে শাড়ি পড়ুক
হুশ উড়ে যাক
জ্বালিয়ে মারুক গোটা রাত।

আমারও তো ইচ্ছে করে ভাংগা কাঁচের টুকরোর মতো ভেংগে যাই
কারো কথা বলতে যেয়ে যেন থতমত খাই
আমারও তো ইচ্ছে করে
কারো সনে তর্ক করি
ঝগড়া করি
আবার চুলের মুঠি ধরে ঠোঁট ডুবিয়ে ভাসতে থাকি
যেন কোন পাগলা নাবিক।

খুব সত্যি
এ পৃথিবী ফুরিয়ে যাবে
যদি প্রেম থেমে যায় ।

আমারও তো ইচ্ছে করে
শরীরের ভেতর প্রবাহিত রক্তে
কেউ আগুন লাগিয়ে দিক
ভুলে যাসনা মেয়ে 
আমি তোর প্রেমিক
সেই কাস্তে হাতে ঘামে ভেজা কিষাণ
ফসল ফলাতে করছি কবিতার চাষ
গ্রহণ কর আমায়
ভাবিস মিছে
এ ঠিক নাকি বেঠিক। 

প্রেম মানে কি ক্ষতি ?
তবে এ ক্ষতি শব্দটি
তোর মগজ খাবে
ধীরে ধীরে তোকে ঘুম পাড়াবে
যদিও
ধারে কাছে থাকবেনা কোন মাসী পিসি।

আমারও তো ইচ্ছে করে
তোর সনে পাড়ি দেই অদেখা পুলসিরাত
মিলে যাক ছোট খাটো জান্নাত
আমারও তো ইচ্ছে করে মিশিয়ে দিতে
সমস্ত দুরত্ব
থেমে যাক এসকল একাকীত্ব
এবং
বিছানার গড়াগড়ি
এ কাইত থেকে ও কাইত।

আমারও তো ইচ্ছে করে কইতে

" মেয়ে তুই নতুন গুড়ের সন্দেশ
আমার পছন্দের তালিকায় শীর্ষে
মুখ দিলে
কেমন তুই গলে যাস ! "

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শেষ পর্যন্ত তারা সন্দেশ হয়ে গেল?!

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

স্প্যানকড বলেছেন: হা হা হা :)

২| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম...

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) খুব ভালো থাকবেন :)

৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

Meghna বলেছেন: ভালো লাগলো

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

আরোগ্য বলেছেন: বাহ্ বেশ হয়েছে তো কবিতা।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আজন্ম ইচ্ছেরা বেঁচে থাকুক, পূর্ণতা পাক প্রিয় মানুষের ছোঁয়ায়।

সন্দেশের মতন গলে যাক, তবু মিঠে স্বাদ হয়ে লেগে থাকুক ঠোঁটে মুখে মনে সারাজীবন।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

স্প্যানকড বলেছেন: প্রিয় মানুষ কেউ নাই। মা আছে শুধু। ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন :)

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ইচ্ছে গুলো আজকাল মরে যাচ্ছে, স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে দুঃসপ্নের অতলে।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

স্প্যানকড বলেছেন: এতো হতাশ হবেন না। জীবন সুন্দর। নিজের জীবন নিয়ে ভাবুন। ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

জাহিদ অনিক বলেছেন: উদ্যমী প্রেমের কবিতা। কবি ও কবিতা দুজনেই জানে প্রেম কেমন ও কী।

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) প্রেম সম্পর্কে কম বেশী সকলেই জানে তবে সমস্যা হচ্ছে কেউ করে কেউ পড়ে কেউ প্রেমের নাম খারাপ করে নানাবিধ আচরণ করে। ভালো থাকবেন :)

৮| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

মিরোরডডল বলেছেন:




ভাবিছ মিছে

ভাবিস হবে।


২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

স্প্যানকড বলেছেন: আইচ্ছা ঠিক করতাছি :)

৯| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

মিরোরডডল বলেছেন:




প্রেম মানে কি ক্ষতি ?
তবে এ ক্ষতি শব্দটি
তোর মগজ খাবে
ধীরে ধীরে তোকে ঘুম পাড়াবে
যদিও
ধারে কাছে থাকবেনা কোন মাসী পিসি।


এই কয়টা লাইন কবিতার সাথে যায়নি।
পুরো কবিতা ভালো লেগেছে এই প্যারাটা ছাড়া।

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

স্প্যানকড বলেছেন: দু:খিত, একজনের সাথে যায় তাই লিখেছি...

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

মিরোরডডল বলেছেন:




পোষ্টের ছবিটা অনেক সুন্দর,
স্প্যানকড এই পর্যন্ত যত ছবি দিয়েছে তার মাঝে এটা বেস্ট।


নতুন গুড়ের সন্দেশ

উপমাটা ইয়াম হয়েছে :)


২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

স্প্যানকড বলেছেন: এই ছবি আরও একবার ব্যবহার করেছি। নতুন গুড়ের সন্দেশ। মুখ দিলে গলে যাস। আফসোস কবিতায় পাই তারে বাস্তবতা বড্ড নির্মম । ভালো থেকো :)

১১| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: মানুষের ইচ্ছার শেষ নাই।

কবিতা শেষে এসে গুড়ের মতো হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

স্প্যানকড বলেছেন: হা হা হা :) ধন্যবাদ :)

১২| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এই ছবি আরও একবার ব্যবহার করেছি।

আমিতো সেটা জানি।
স্প্যানকড শুনলে বিশ্বাস করবে কিনা জানিনা, গতকাল এই পোষ্ট দেবার আগেই আমি একবার লিখতে চেয়েছিলাম হার জিত ১ ও ২ এ যে ছবিটা দিয়েছে তা খুব একটা সুন্দর না। ওটা বদলে ড্রাফট পোষ্টের ছবিটা দিবে কিনা, যেটা অনেক সুন্দর ছিলো।


কি আশ্চর্য যখন দেখলাম পোষ্টে এই ছবিটা, ভাবলাম এ আবার কোন টেলিপ্যাথি কিনা!
টেলিপ্যাথি আমার সাথে আগেও হয়েছে, যা ভেবেছি তাই হয়েছে যদিও বলা হয়নি।
তারপর আর লগইন করিনি, কাল একটু সিক ছিলাম, কিন্তু অফলাইন থেকে পড়েছি।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন: আইচ্ছা, জেনে বহুত খুশী লাগতাছে। একটু সিক ক্যামনে হয় ? আর কি হয়েছে শুনতে চাই প্লিজ ?

১৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:




বিজনের সাথে অনেকদিন কথা হয়না।

প্রিয় বিজন,
গুড়ের সন্দেশ আমারও অনেক প্রিয়।
সম্প্রতি ঢাকা থেকে ফিরলাম, সাথে নিয়ে এসেছি, বন্ধুরাও লাইক করে তাদের জন্য।
প্রেমিক প্রেমিকা একে অপরের জীবনে আসলেই কিন্তু প্যারা সন্দেশ :)


১৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আইচ্ছা, জেনে বহুত খুশী লাগতাছে।

স্প্যানকড-এর মুখে সারাক্ষন হাসি লেগেই থাকে, তাহলে এই কমেন্ট করার সময় হাসিটা কোথায় হারিয়ে গেলো।


২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

স্প্যানকড বলেছেন: হাসি হারিয়ে যাবার আছে কারণ উত্তর তোমার জানা। ভালো থেকো :)

১৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

১৬| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:




একটু সিক ক্যামনে হয় ?

একটু সিক মানে ফুল প্যাকেজ ঠাণ্ডা, জ্বর, গলাব্যথা।
ঢাকায় ঠান্ডা ছিলো অনেক কিন্তু আমার ঠান্ডা লাগেনা তাই মেইন্টেইন করেনি।
মায়ের কথা শুনিনি, কোল্ড শাওয়ার নিয়েছি, বাইরে কোন গরম কাপড় পরে যাইনি, লেইট নাইট পর্যন্ত বাইরে থেকেছি।
তারপর বুকে ঠান্ডা লেগে গেছে, সেই থেকে একদম বাজে অবস্থা!!!
ফেরার পর এখন আগের চেয়ে বেটার।


আর কি হয়েছে শুনতে চাই প্লিজ ?

টেলিপ্যাথি??? বাকিটা বলবো তবে এখন না, সময় হয়নি বলার :)


২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

স্প্যানকড বলেছেন: আমার ও ঠান্ডা লাগে কম। একটা হুডি আর শর্টস প্যান্ট পড়ে ঘুরে বেড়াই। ছেলেমেয়ে বড় হলে অনেক কথাই শুনে না। কোল্ড শাওয়ার আমিও করি তবে মনে করি সাথে কেউ আছে :) কে আছে বলতো ? হা হা হা :) সময় দিতে আমার অসুবিধা নাই। না জানি ততদিনে খোদার ধৈর্য্যের বাঁধ না ভাইঙ্গা যায় ! এই যা ডর। তখন বলে কি লাভ? ভালো থেকো :)

১৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: হাসি হারিয়ে যাবার আছে কারণ উত্তর তোমার জানা।

নাহ! সত্যি এর উত্তর আমার জানা নেই। কি হয়েছে?


২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

স্প্যানকড বলেছেন: কিছু হয়নি। হবে যেদিন সেদিন না হয় বলে দিব.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.