নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ৮

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

ছবি নেট।

ইদানীং কিছু কাজ করে না
কারণ ধরতে পারেনা মাথা মগজ
ভুলভাল হয় বেশী
যত ভুল
তত জানা
পাশ থেকে আওয়াজ দেয়
কলিগ মুরুব্বি।

ইদানীং কিছু কাজ করে না
নিজেকে অকেজো মনে হয়
এ ব্যাধি সারাতে
লিখতে থাকি দু'হাতে
হচ্ছে কি কিছু?
হচ্ছে কি?
সদা ভেতরে দৌড়ায়
এই ভয়
এই ভয়।

ইদানীং কাজ এগুতে চায়না তেমন কিছু
সব ভুলতে
শৈশব, কৈশোর,
কাছে ঘেঁষে পুরনো শৃঙ্খলহীন যৌবন
মুখে খলখল হাসি
সেই হাফপ্যান্ট
কার্টুন ছাপা গোল গলার গেঞ্জি
ছুটছি
ছুটছি
যেন ছুটতেই জন্মেছি
জীবন মানে নিভে যাওয়া বাতি
বার্তাটি সেসময় দিয়েছে
কেটে যাওয়া ঘুড়ি
তখন এক্কেবারে থেমে গেছি।

একটা কিছু চাই
অর্থের বিনিময়ে প্রেম, চুমু
কিছু শীৎকার
না,
এ হয় না
অনেকেই করছে
করছে তো
এ বলে
হো হো হাসে
ভেতরের রাবণ গাব্বার!

সত্যি,
কিছু কাজ করে না
কেমন অবশ আলসে
এ ব্যাধি ঠেকাতে ঠেকাতে
জানো না তো মেয়ে
কতটা হয়েছি ছারখার।

অবহেলা কর
অনেকেই করে
ক্ষতি তেমন নাই
আমিই করে যাই
আমার খুব ভালো সৎকার।

কিছুই কাজ করে না
দেশের আইন কানুন, সংবিধান
জঁ ম ফু
মাদারচোদ ! বাক্যটি চিরতরে মুছে ফেলা দরকার।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুখের লাগাম হারাইয়া গেছে গা

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

স্প্যানকড বলেছেন: অনেক কিছু হারায় গেছে.... ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

নয়ন বড়ুয়া বলেছেন: কি হলো কবি? রেগে গেলেন কেন!

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

স্প্যানকড বলেছেন: রেগে যেতে পারি বলে ভালো আছি। মিনমিন করে শয়তানি করতে নাহি জানি। কিছু হয় নাই। কবিতায় বলেছি না, জঁ ম ফু ! ধন্যবাদ :)

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: জঁ ম ফু কি ফ্রেঞ্চ ভাষার শব্দটা বললেন?

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

স্প্যানকড বলেছেন: হুম। ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন সব সময় :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

বিজন রয় বলেছেন: অনেক কিছু নিয়ে একসাথে কাজ করলে মাথা কাজ করে না।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

স্প্যানকড বলেছেন: হুম, সত্য । ধন্যবাদ মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.