| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাক্ত খাবারের রঙয়ের ছড়াছড়ি আমাদের দেশে । আর রঙ্গীন এসব খাবার দেখে যেন লোভ সামলানো দায় হয়ে পড়েছে । তাই বলে কি খাবারে রং ব্যবহার করা বাদ দিতে হবে ? মোটেই না খাবারে অবশ্যই রং ব্যবহার করব তবে সেটা প্রকৃতিক।শিউলি ফুল থেকে পাওয়া যাবে খাবারে বহুল ব্যবহতে কমলা রং টি ।আপনাদেরকে জানাব কিভাবে আমরা প্রকৃতি থেকে এ রং পেতে পারি ।
গাছ থেকে তাজা শিউলি ফুল নিয়ে কড়া রোদে শুকাতে দিন ।ভালভাবে শুকানো হলে শুকনো ফুল থেকে ডাটা গুলো আলাদা করে নিন। এবার ডাটা গুলো ভালকরে পিষে পাউডার করে নিন। রান্নার অন্তত ১ ঘণ্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখুন । দেখবেন পানিতে কমলা রংটি গাঢ় হয়ে উঠছে । ব্যাস তৈরি হয়ে গেল আপনার ফুড কালার। এবার আসুন দেখে নেই এ কালার দিয়ে কি কি করা যাবে ?
চিকেন ফ্রাই বানানোর সময় দিয়ে দিন একটু কালার দেখুন কত লোভনীয় মনে হয় ।
বানাতে পারেন অরেঞ্জ কালার নুডুলস, খাবারে আসবে ভিন্ন লুকস ।
কুলফি তো সাদা ই খেয়েছেন এবার করে নিন কমলা , দেখেই প্রাণ জুড়িয়ে যাবে ।।
লাড্ডু আর জর্দায় ও দিতে পারেন শিউলির মন ও মাতানো কালারটি ।

চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারেন অরেঞ্জ কালার শরবতের স্বাদই পালটে যাবে
জানেন তো খাবারের রং ভিন্ন হলে তা মানুষকে বেশি আকর্ষণ করে ।
খাবারে প্রাকৃতিক রং ব্যবহার করুন সুস্থ্য থাকুন । খুব তাড়াতাড়ি আবারো বিনামূল্যে প্রাকৃতিক আরেকটি রং তৈরির ধারণা দিব ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
তাহমিনা আকতার বলেছেন: কিছুদিনের মধ্যে ফুটতে শুরু করবে শিউলি , আর ঢাকার রমনা পার্কে এ সময় শিউলি ফুল বিছিয়ে থাকে। কষ্ট করে ভোরের দিকে গেলে এত ফুল সংগ্রহ করা সম্ভব যে সারাবছরের চাহিদা মেটানো যাবে অনায়েসে। আপনি ও ভাল থাকুন ।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
তাহমিনা আকতার বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
মানবী বলেছেন: ভয়ংকর ব্যস্ত এক দিন শেষে এই প্রায় রাত দেড়টা্য় প্রচন্ড ক্লান্তি নিয়েএকটু বসার সুযোগ পেয়ে ব্লগের পাতা উল্টাতেই আপনার পোস্টের শিউলি ফুলের ছবি দেখে মন সতেজ হলো! মনে হচ্ছে হাজার হাজার মাইল দুর থেকে এই ফুলের ঘ্রান এসে পৌঁছে গেছে আমার এখানে!!
খুব ভালো লেগেছ ছবিটি দেখে, অনেক ধন্যবাদ তাহমিনা আকতার।
বিষমুক্ত ফুড কালার হিসেবে স্যাফরন বা জাফরান বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়, সমস্যা হলো দুর্লভ বলে প্রচন্ড দাম! এখন প্রশ্ন হলো বাংলাদেশের নগর জীবনে শিউলি ফুলই বা কতোটা সহজলোভ্য!
ছবির ফুলের সৌউন্দরর্য্যে এখনও মুগ্ধ হয়েই আছি! ভালো থাকুন।