| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুম্পা মনি
আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
![]()
এই বিধ্বস্ত নগরীতে ওরা এখন শুধু কামনায় বাঁচে,
রক্তজবার বুকের সব রক্ত চুষে মাতাল ভোমরার দল
গুঞ্জন তোলে শহরের সব ফুল বাগানে।
অর্কিড,ডেফোডিলের লালসায় লাল সব মৌমাছির চোখ!
আমার জানো পথিক বড্ড একলা লাগে
হুতুম পেঁচাদের ভীড়ে প্রজাপতিরা সব শহর ছেড়ে চলে গেছে,
পলাশের দরজায় বসন্তের পয়গাম নিয়ে ছুটে আসে না আর
সকালের রক্তিম সূর্য!
পথিক বলো,এখন আর কার প্রতীক্ষায় বাঁচবো?
আর কতকাল রক্তাক্ত হবে আমাদের স্মৃতিগুলো?
কিছু স্মৃতিকে বিস্মৃতি করে ফেলে দিয়েছিলাম শহরে ডাস্টবিনে,
নেড়ি কুকুরের দল ওগুলো খুবলে খুবলে খেয়েছে।
রক্তের গন্ধ নাকি নারীর দেহের মত,
কামুক করে দেয় রক্ত চোষার ঠোট!
পথিক এই নষ্ট নগরীতে সবাই ভয়াবহ রকম একা,
বড় বড় মিছিলগুলোতেও পাশে পাশে লংমার্চ করে একাকীত্ব!
পথিক জানো সব আছে এখানে!
আছে বড় বড় উপঢৌকন,আছে লাস্যময়ীর হাস্যজ্জ্বল ঠোট,
হাজারো সম্পর্কও আছে জড়িয়ে আমাদের মাকড়সার জালের মত!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
শুভবিকেল।
২|
০৬ ই মে, ২০১৫ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: হাজারো সম্পর্কও আছে জড়িয়ে আমাদের মাকড়সার জালের মত!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
সুন্দর +
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভবিকেল।
৩|
০৬ ই মে, ২০১৫ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
তবু ভালো থাকবেন এই বিধ্বস্ত নগরীতে
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪
টুম্পা মনি বলেছেন: এই বিধ্বস্ত নগরী অনেক পুড়ে আজকে প্রশান্তির বৃষ্টিতে ভিজেছে। সুতরাং ভালো আছি।
ধন্যবাদ শুভকামনার জন্য।
৪|
০৭ ই মে, ২০১৫ রাত ১:৩৮
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেনি পাঠের জন্য।
৫|
০৭ ই মে, ২০১৫ সকাল ৭:১৯
সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল। পোস্টে ++++
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল সুফিয়া।
৬|
০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় ভালো লাগা।
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আমার ব্লগে এলেন। আপনারা তো আজকাল কেউ নিয়মিত ব্লগে আসেন না। আপনাদের দেখি না দেখে আমিও আসি না।
৭|
০৭ ই মে, ২০১৫ দুপুর ১:২২
অর্ণব প্রধান বলেছেন: অসাধারন !!!
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৮
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ অর্ণব পাঠ এবং আন্তরিক মন্তব্যের জন্য।
৮|
০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ একটি কবিতা -----চমৎকার ------ অতি চমৎকার
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ লায়লা আপু আন্তরিক মন্তব্যের জন্য।
৯|
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে টুম্পামনি।
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:১৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রোফেসর,
সুন্দর থাকুন।
১০|
০৭ ই মে, ২০১৫ রাত ৮:০০
এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:১৯
টুম্পা মনি বলেছেন: নিশ্চয়ই। আপনি সম্ভবত আলো ব্লগেও ছিলেন। এই ব্লগে স্বাগতম।
১১|
০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাজারো সম্পর্কও আছে জড়িয়ে আমাদের মাকড়সার জালের মত!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি! ++++
অসাধারণ!
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠ করে অনুভূতি ব্যক্ত করবার জন্য।
১২|
০৮ ই মে, ২০১৫ রাত ১২:৩৪
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন ভালো লাগলো পড়ে........।
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৩
টুম্পা মনি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এফ কে আশিক। ভালো থাকুন।
১৩|
০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৩০
ফ্লাইং সসার বলেছেন: পথিক এই নষ্ট নগরীতে সবাই ভয়াবহ রকম একা,
বড় বড় মিছিলগুলোতেও পাশে পাশে লংমার্চ করে একাকীত্ব
........................।
হাজারো সম্পর্কও আছে জড়িয়ে আমাদের মাকড়সার জালের মত!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
ভালো লাগল বেশ!
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২৬
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ ফ্লাইং সসার আমার পোষ্টে উড়ে আসার জন্য।
১৪|
০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৭
পার্থ তালুকদার বলেছেন: শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
----- সুন্দর ।
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২৭
টুম্পা মনি বলেছেন: হুম
ধন্যবাদ।
১৫|
০৯ ই মে, ২০১৫ রাত ১১:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লিখেছেন ++++
পথিক এই নষ্ট নগরীতে সবাই ভয়াবহ রকম একা,
বড় বড় মিছিলগুলোতেও পাশে পাশে লংমার্চ করে একাকীত্ব! সুন্দর।
ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:২৯
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ বোকা ভাই,
১৬|
১০ ই মে, ২০১৫ সকাল ১০:২৫
আমিনুর রহমান বলেছেন:
আমি আছি নিয়মিতই। আসলে ব্যস্ত ছিলাম তাই শুধু পড়েছি কমেন্ট করা হয়ে উঠেনি। এখন আবার ইনশাআল্লাহ্ নিয়মিত হবো।
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৩১
টুম্পা মনি বলেছেন: গুড
এভাবেই নিয়মিত হোন। এবং নিয়মিত আমার ব্লগে এসে জানান দিন আপনি নিয়মিত।
১৭|
১০ ই মে, ২০১৫ রাত ১০:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন: রক্তজবার বুকের সব রক্ত চুষে মাতাল ভোমরার দল--- এই লাইনে ''বুকের'' শব্দটা অপ্রয়োজনীয় মনে হয়েছে।
লাস্ট প্যারাটা দারুণ ![]()
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫
টুম্পা মনি বলেছেন: থেংকু,
ঐ ওয়ার্ডটা বাদ দিয়ে দেব ভাবছি।
১৮|
১১ ই মে, ২০১৫ রাত ১:৩৬
একলা ফড়িং বলেছেন: পথিক এই নষ্ট নগরীতে সবাই ভয়াবহ রকম একা,
বড় বড় মিছিলগুলোতেও পাশে পাশে লংমার্চ করে একাকীত্ব!
অনেক ভালো লাগল, বিশেষ করে শেষ প্যারাটা!
+++
১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ ফড়িং,
আপনাকে আজকাল কম দেখা যায়। একলা ফড়িং থেকে বোধয় দোকলা ফড়িং হয়ে গেছেন। তাই আগের মত উড়ে যখন তখন চলে আসতে পারেন না।
১৯|
১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার! লাস্ট প্যারাটা খুব ভাল লাগল।
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৪৭
টুম্পা মনি বলেছেন: অনুভুতি জানাবার জন্য ধন্যবাদ ইলিউশনিস্ট।
সুন্দর থাকুন।
২০|
১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৭
আরজু পনি বলেছেন:
অর্কিড,ডেফোডিলের লালসায় লাল সব মৌমাছির চোখ!
এই ফুলগুলো দিয়ে যেনো শহুরে মেকাপ চর্চিত নারীদের কৃতিম সৌন্দর্যের কথা মনে হলো ।
পুরো কবিতা পড়তে পড়তে শেষ লাইনে মন খারাপ হয়ে গেল !
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫০
টুম্পা মনি বলেছেন: মন তো আকাশের মত। কখনো মেঘ,কখনো বৃষ্টি, কখনো হাস্যজ্জ্বল রোদ( হোক না সে কাঠ ফাটা অথবা বুক ভাঙ্গা)। পুনি আপুর মন সব সময় ভালো থাকুক এই প্রার্থনা।
২১|
২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৪
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: চ্যামপিয়ন না হইলে আর ব্যাক করমু না।
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫১
টুম্পা মনি বলেছেন: কিতা কন!
২২|
২৭ শে মে, ২০১৫ রাত ১:৪৩
তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো।
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫৪
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ অনুভুতি জানাবার জন্য।
২৩|
১০ ই জুন, ২০১৫ রাত ৯:৫৩
এহসান সাবির বলেছেন: পথিক জানো সব আছে এখানে!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
ভালো লাগা রইল।
২৪|
১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:৩৮
(একজন নিশাদ) বলেছেন: ভাললাগা জানুন
২৫|
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯
দেলোয়ার হোসাইন060 বলেছেন: অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।
২৬|
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
রুদ্র জাহেদ বলেছেন: হাজারো সম্পর্কও আছে জড়িয়ে আমাদের মাকড়সার
জালের মত!
শুধু ভালোবাসা নেই,নেই একখণ্ড নিখাদ অনুভুতি!
দারুণ কবিতা
২৭|
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বিজন রয় বলেছেন: অসাধারণ!!
নতুন পোস্ট দিন।
২৮|
২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২
খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে মনে হয়, কবিতার শেষ লাইনে বলা কথাটা এক মর্মান্তিক সত্য!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৫ রাত ১০:১২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার, টুম্পা।