| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মানুষকে বোকা বানিয়েছে মনে করে আওয়ামীগের অট্টহাসি।
বর্তমান সরকার কোন হিসেবেই ক্ষমতায় আসতে পারত না। কারন স্বাধীনতার পর কোন সরকারই পর পর দুইবার ক্ষমতায় আসেনি।
বর্তমান সরকার এসিড টেষ্ট হিসেবে দেখল পর পর ৫টি সিটি ইলেকশনে তাদের পরাজয়। এই পরাজয় কোন ভাবেই ঠেকানো যেতো না। এই যখন অবস্থা তখন শুরু হল অন্য ভাবে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আর সেই পদ্বতি হল ইলেকশন করা যাবে না। বিএনপিকে ইলেকশনে আসতে দেওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় খাইরুল হক(বেহক) কে দিয়ে নির্বাচনকে কঠিন করা হয়। তারানকো মাত্র ১০ টা দিন ইলেকশন পিছানোর কথা বলেছিল। কিন্তু সেটা করলে তো ইলেকশন হয়ে যাবে আর নির্বাচনে বিএনপি আসলে তো তাদের কি অবস্থা হবে তা তো সবার জানা। এই ক্যালকুলেশর সবাই বুঝে। একবার বলছে বিএনপি ভ’ল করেছে ,একবার বলছে বিএনপির জনসমর্থন নাই । এসব যদি সত্য হয় তাহলে ইলেকশন দিয়ে দেখুন কার জনপ্রিয়তা কতছুটু? এখন তাইতো বলতে শুনা যায়, কিসের ইলেকশন। এঁটা এজন্যই বলা হচ্ছে যে, ইলেকশন হলে তাদের কি অবস্থা কেমন হবে তা সবার জানা।
এখন জনগনকে আজেবাজে কথা শুনানো হচ্ছে। জনগন এই সামান্য হিসেবে কি বুঝে না?
২|
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
অ িনর্বাি চত বলেছেন: জনপ্রত্যাখানের নজির বিহীন নজির রেখেছে বাংলার আমজনতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইলেকশন হলে তাদের কি অবস্থা কেমন হবে তা সবার জানা।
এখন জনগনকে আজেবাজে কথা শুনানো হচ্ছে। জনগন এই সামান্য হিসেবে কি বুঝে না?
জনগন ঠিকই বোঝে।
বোঝে বলেই ৫ জানুয়ারী নিরব বিপ্লব ঘটিয়েছে কেন্দ্রে না গিয়ে। জনপ্রত্যাখানের নজির বিহীন নজির রেখেছে বাংলার আমজনতা।