নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

মৃত পিয়াস করিমের শ্রদ্ধা নিবেদনে বাঁধা দেওয়া কোন চেতনা হতে পারে না।

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

মৃত পিয়াস করিমের শ্রদ্ধা নিবেদনে বাঁধা দেওয়া কোন চেতনা হতে পারে না। মৃত পিয়াস করিম এই দেশের সন্তান। মতামত প্রদান করা কোন অপরাধ হতে পারে না। এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের নাম করে বরং মহান মুক্তিযুদ্ধকে ছোট করা হচ্ছে। ড. পিয়াস করিম একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব। সুতারং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেখে ওনাকে শ্রদ্ধা জানানো খুবই স্বাভাবিক বিষয।
চেতনার ফেরিওয়ালা শাহবাগ কেন্দ্রিক তথাকথিত গনজাগরনের হিম্মত এই জাতি ইতিমধ্যে লক্ষ করেছে। কি চেতনা তারা ধারন করে এই জাতি ইতিমধ্যে লক্ষ করেছে। পুলিশের সামান্য টিয়ার গ্যাস সার্চে ইমরান এইচ সরকার চিৎপটাং হয়ে গেল,আর পেছন থেকে পালিয়ে গেল লক্ষ লক্ষ ছাত্রজনতা (!)। ইমরান আহত হল অথচ গনজাগরনকে খুজে পাওয়া গেল না। এই হল আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের অবস্থা। বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। অথচ এরা কোন ধরনের মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক? ইমরান সরকারকে ইতিমধ্যে গনজাগরন নেতা বাপ্পা দিত্য বসু নেশাখোর,চাঁদাবাজ বলে আখ্যায়িত করেছেন। অথচ এই নেশাখোরের নেতৃত্বে মাসের পর মাস রাস্তা বন্ধ করে শত শত রোগীকে কষ্ট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে তামাশা করা হয়েছে। সরকার দুধ কলা যতদিন দিয়েছে ততদিন এই মঞ্চ ছিল। সরকার দরকার ফুরিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ গুটিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার প্রয়োজন হলে আর্বিভাব হবে হয়তো। বিশ্বের যত গনজাগরন হয়েছে সবই সরকারের বিরুদ্ধে হয়েছে। অথচ শাহবাগের গনজাগরনের বিরুদ্ধে সরকার গিয়ে সামান্য টিয়ার শেল সার্চ দিতেই সবাই পালিয়ে গেল।কুখ্যাত সাঈদীর রায়ের বিরুদ্ধে কেন এই মঞ্চ আন্দোলন করতে পারল না ? সুতারং স্বার্থকেন্দ্রিক হয়ে,কোন পক্ষের বেনিফিশিয়ারী হয়ে, আবেগ তাড়িত হয়ে কিছুটা সময় লাফালাফি করাকে চেতনা বলা যায় না। তবে এটাঁকে বিনোদন বলা যায়।
ঠিক একই ভাবে ড.পিয়াস করিমকে নিয়ে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে নতুন নতুন কিছু সংগঠনকে লেলিয়ে দিয়ে, বিনোদনের উপাদান হিসেবে,কুৎসিৎ আনন্দ উল্লাসের ট্রপিক্য্র বানিয়ে,কোন না কোন পক্ষের রাজনীতিক স্বার্থচরিতার্থ করার জন্যই তার শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া হচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: ভাই শাহবাগের চেতনার কথা ভুলে যান। পিয়াস করিম উচ্চ শিক্ষিত! আচ্ছা বলেন তো দেশের প্রতি উনার কি কি অবদান ছিল? দুই-একটা বললেই বোঝা যাবে। উনি কি কোন সরকারী বিশ্ববিদ্যায়ের শিক্ষক ছিলেন? মনে হয় না। তারমানে দাঁড়াল উনার মত যে কোন "উচ্চ শিক্ষিত" মানুষকেই শহীদ মিনারে নেওয়া যাবে!

যেমন ধরেন গোলাম আযম। উনি বায়ান্নর ভাষা আন্দোলনের সৈনিক ছিলেন (যদিও পরে তওবা পড়ে এবং কর্মের মাধ্যমে তার বিরোধীতা করেছেন)। উনি অধ্যাপক। উনি পাকিস্তানের সংবিধানে কোন লঙ্ঘন করেন নাই। উনি স্বেচ্ছায় বাংলাদেশের জন্মের বিরোধীতা করেছিলেন। আজ উনার একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে। উনার মৃত্যুর পর উনার সমর্থকদের কেউ কেউ যদি উনার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য উনার মরদেহ শহীদ মিনারে নিয়ে রাখতে চায়, তাহলে তো দোষের কিছু নাই।

এই ব্যাপারটা যারা বোঝে না, তারা বাংলাদেশ নামক ভূখন্ডের বাসিন্দা হয় কি করে, সেটা গবেষণার বিষয় হতে পারে।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

অ িনর্বাি চত বলেছেন: কবি হূমায়ুন আজাদের,হূমায়ূন আহমদের লাশ যদি শহীদ মিনারে নিতে সমস্যা না হলে ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে সমস্যাটা কোথায়? ড. পিয়াস করিম বাংলাদেশের সংকটময় মূহূর্তের সাহসী সৈনিক ছিলেন। সরকারের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে, বলে গেছেন সত্যভাষন।এর চেয়ে কিছু বড় অবদান আর কি হতে পারে ? ড. পিয়াস করিম আওয়ামী লীগ করেন না এটাই তার অপরাধ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

এ কে এম রেজাউল করিম বলেছেন: "সমস্যাটা হচ্ছে চেতনাগত এবং দর্শনগত জায়গায়। নানা মতাদর্শের পথ মাড়িয়ে পিয়াস করিম শেষ পর্যন্ত যে দর্শন ফেরি করে গেছেন সেটা ওই শহীদ মিনারের মতাদর্শের পরিপন্থি। নানা ঘাটের জল খেলেও পিয়াস করিম তার বয়সের বিবেচনায় অপূর্ণ জীবনের শেষদিকে এসে তার প্রয়াত পিতার মতোই মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করে গেছেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত যে পাকিস্তানি মতাদর্শের ভিত্তিমূলে আঘাত করার কারণে পিয়াসের পিতা এম করিমদের শত্রু হিসেবে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয়েছেন, সেই পাকিস্তানি আদর্শকেই বুকে ধারণ করেছেন পিয়াস করিম"

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:০০

মতিউর রহমান মিঠু বলেছেন: @নিষ্‌কর্মা ভাই, এই দেশের প্রতি আপনার একটা অবদানের কথা বলেন শুনি। পিয়াস করিম কমপক্ষে একজন ছাত্র/ছাত্রিকে পড়িয়েছেন এটাও অবদানের মধ্যে পরে জনাব।

চেতনার কথা বলেন!! এতো চেতনা ফেরি করেও যখন জাগরন মঞ্চ ৩ ভাগ হয়ে কামড়া কামড়ি করে তখন এমন চেতনার কথা বলা হাস্যকর বটে।

পতিত কমরেড (নাকি কম রেট) মি. বাপ্পাদিত্য এতো বড় কথা বলেন কি করে!! ওর নিজ দলেরইতো এখন আদর্শ নেই, সবাইতো হাড্ডি চুষতে ব্যস্ত! ইমরানের সাথে ভুনা খিচুরীতো বাপ্পাদিত্য কম খায়নি। অবাক হই ছাত্রনেতা নামধারী এসব কুলাঙ্গারের আস্ফালন দেখে। বাপ্পাদিত্যের বাপ দাদার কতটুকু অবদান এই দেশের প্রতি? বা মহান বাপ্পাদিত্য এই দেশের জন্য কি করেছেন যে বড় বড় বুলি ছাড়েন!! সারাক্ষনতো ভাগ ভাটোয়ারা নিয়েই ব্যস্ত থাকেন এই মাতাল হাড্ডি চাটা কমরেট......
@এ কে এম রেজাউ করিম , পিয়াস করিমকে নিয়ে সব পোষ্টে এই একই মন্তব্য দিয়ে যাচ্ছেন!! উনি কি কখনো জামাত সমর্থন করেছেন? সরকারের বিপক্ষে কিছু বললেই সে রাজাকার এমন ধারনা এখন পাল্টান। চেতনা ব্যবসার ভন্ডামী আর কতো করবেন ভাই!! এখন চেতনা ৩ টুকরো হয়েছে তাতেও কারো লজ্জা হলোনা!! হায়রৈ চেতনা....

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৪২

নীলব্যাধি বলেছেন: পিয়াস করিমের পরিবার প্রথম দিকে শহীদ মিনারে নেয়ার জন্য আবেদন করেনি। পরে একটা নোংরা গোষ্ঠির রাজনীতির ফাঁদে পা দেয় পিয়াস করিমের পরিবার।যার জন্য চেতনার বাজনা বাজানোর কিছু অতি উৎসাহী প্রজন্মের কবলে পড়ে এই মৃত মানুষটি।
প্রশ্ন হলো লাশ নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিলো বরাবরের মত তারা কেন আড়াল হলো আপনার লেখায়?

বিরোধি দলের বিকৃত বিরোধ মষ্তিষ্কের বিরুধিতা করতে সরকারের কিছু কট্টর দমন রাজনীতির সমর্থন আমি সব সময় করি।

লতিফ সিদ্দিকের মত একজন উম্মাদকে দেশে এনে বিচার দাবি নিয়ে ২৬ তারিখ হরতাল ডাকলো সম্মলিত ইসলামিক দল, পয়েন্ট বি নোটেড- সম্মলিত ইসলামিক দল। ইসলাম কয়টা?সেগুলো আবার নিজ নিজ অবস্থানে অনড় থেকে মিলিত হয়ে সম্মিলিত নাম করণ করে, এসব কুলাঙ্গারদের কে যদি জাগরণ মঞ্চের কথিত চেতনা ধারীরা যদি শহীদ মিনারের খুটি তুলে এনে পাছায় মারে তবুও আমি মাইন্ড করবোনা।
দুষ্ট ধমন করতে দুষ্টামি করা উচিৎ।

এমন দুষ্টদের উসকানি দাতা পিয়াসের এটাই প্রাপ্য ছিলো , যিনি সর্ব প্রথম মিডিয়ার সামনে দাড়িয়ে বলেছিলো হেফাজতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে।এইভাবে তার বুদ্ধির খেলা তার জিবদ্দসায় হাজার হাজার দেখেছি শুনেছি ।যদি তিনি এই দেশে একটা ছাত্রকে শিক্ষা দিয়ে থাকেন তো তিনি আরেকজন বিতর্কিত পিয়াস জন্ম দিয়ে গেছেন। যার মুখো মুখি আমরা না হলেও আমাদের প্রজন্মরাই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.