নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

মাহবুব উদ্দিন খোকনের চ্যালেঞ্জ ও অনির্বাচিতদের নিয়ে কিছু কথা ।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬

জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির বর্তমান সাধারন সম্পাদক বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন সাবেক সাধারন সম্পাদক আওয়ামী লীগ নেতা স ম রেজাউল করিমের মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন- “ মিছিল সমাবেশে পুলিশ,র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা না দিলে বিএনপির তরফ থেকে কোন গন্ডগোল হবে না। কোন ককটেল ফুটবে না,ঢাকায় একটি বার শান্তিপূর্ন মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হোক, পুরো ঢাকা শহড় লক্ষ কোটি মানুষে মানুষে ভরপুর হয়ে যাবে। জনসমর্থন কার পক্ষে তখন দেখা যাবে। তিনি আরো বলেন -সরকার হাত পা বেঁধে বিরোধী দলকে সাঁতার কাটার জন্য বলছে। গ্রেফতার করে,নির্যাতন করে সমাবেশ পন্ড করে সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিএনপির পক্ষে কোন জনসমর্থন নাই। তিনি জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলেন- “পুলিশ,র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা না দিলে কোন গন্ডগোল হবে না,সব গন্ডগোলের হোতা এই সরকার।” মাহবুব উদ্দিন খোকনের এই কথার প্রতি উত্তরে সরকারদলীয় নেতা স ম রেজাউল করিমের কোন জবাব আমরা পাইনি। আমরা সাধারন মানুষ মাহবুব উদ্দিন খোকনের কথাটিকে সত্য বলেই ধরে নিচ্ছি।
বিনা ভোটে অর্থ্যাৎ অনির্বাচিত সরকারের পক্ষে বর্তমানে যারা যারা সাফাই গাচ্ছেন তারা একটি বারও কি ভাবেন না যে, দেশের মানুষ সব বুঝে। দেশের মানুষ কি দেখেনি কিসের ভোট হয়েছে। বিদেশে দ্বারে দ্বারে ঘুরে কি এটাকে জায়েজ কারা যাবে ? অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় থাকা এই সরকারে পক্ষে সাফাই গেয়ে তথাকথিত শিক্ষিত শ্রেনীর কিছু লোক তাদের শিক্ষাগত যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছেন। প্রশ্ন বিদ্ধ করছেন তাদের নীতি নৈতিকতাকে। পাকিস্থানের শোষনমুক্ত হওয়ার জন্য অর্থ্যাৎ গনতন্ত্রের জন্যই মুক্তযুদ্ধ হয়েছিল ,সেই গনতন্ত্র কেন বিষর্জন দেওয়া হল? অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা ভন্ডামি ছাড়া কিছু নয়। পুরো জাতি এই ভান্ডামির নাটক দেখছে। এই ক্ষমতা যতই দীর্ঘায়িত হবে ততই মানুষের স্মৃতিতে থাকবে। নতুন প্রজন্মও দেখছে শুধু মাত্র হালুয়া রুটির জন্য কতটা ভন্ড ও প্রতারক হতে পারে আমাদের রাজনীতিকরা। কতটা অসৎ তারা হতে পারে।জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির বর্তমান সাধারন সম্পাদক বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন সাবেক সাধারন সম্পাদক আওয়ামী লীগ নেতা স ম রেজাউল করিমের মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন- “ মিছিল সমাবেশে পুলিশ,র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা না দিলে বিএনপির তরফ থেকে কোন গন্ডগোল হবে না। কোন ককটেল ফুটবে না,ঢাকায় একটি বার শান্তিপূর্ন মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হোক, পুরো ঢাকা শহড় লক্ষ কোটি মানুষে মানুষে ভরপুর হয়ে যাবে। জনসমর্থন কার পক্ষে তখন দেখা যাবে। তিনি আরো বলেন -সরকার হাত পা বেঁধে বিরোধী দলকে সাঁতার কাটার জন্য বলছে। গ্রেফতার করে,নির্যাতন করে সমাবেশ পন্ড করে সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিএনপির পক্ষে কোন জনসমর্থন নাই। তিনি জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলেন- “পুলিশ,র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা না দিলে কোন গন্ডগোল হবে না,সব গন্ডগোলের হোতা এই সরকার।” মাহবুব উদ্দিন খোকনের এই কথার প্রতি উত্তরে সরকারদলীয় নেতা স ম রেজাউল করিমের কোন জবাব আমরা পাইনি। আমরা সাধারন মানুষ মাহবুব উদ্দিন খোকনের কথাটিকে সত্য বলেই ধরে নিচ্ছি।
বিনা ভোটে অর্থ্যাৎ অনির্বাচিত সরকারের পক্ষে বর্তমানে যারা যারা সাফাই গাচ্ছেন তারা একটি বারও কি ভাবেন না যে, দেশের মানুষ সব বুঝে। দেশের মানুষ কি দেখেনি কিসের ভোট হয়েছে। বিদেশে দ্বারে দ্বারে ঘুরে কি এটাকে জায়েজ কারা যাবে ? অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় থাকা এই সরকারে পক্ষে সাফাই গেয়ে তথাকথিত শিক্ষিত শ্রেনীর কিছু লোক তাদের শিক্ষাগত যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছেন। প্রশ্ন বিদ্ধ করছেন তাদের নীতি নৈতিকতাকে। পাকিস্থানের শোষনমুক্ত হওয়ার জন্য অর্থ্যাৎ গনতন্ত্রের জন্যই মুক্তযুদ্ধ হয়েছিল ,সেই গনতন্ত্র কেন বিষর্জন দেওয়া হল? অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা ভন্ডামি ছাড়া কিছু নয়। পুরো জাতি এই ভান্ডামির নাটক দেখছে। এই ক্ষমতা যতই দীর্ঘায়িত হবে ততই মানুষের স্মৃতিতে থাকবে। নতুন প্রজন্মও দেখছে শুধু মাত্র হালুয়া রুটির জন্য কতটা ভন্ড ও প্রতারক হতে পারে আমাদের রাজনীতিকরা। কতটা অসৎ তারা হতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: জোর যার মুল্লুক তার। আওয়ামী লীগ জোর দেখিয়ে যা চায় তাই আদায় করে নিতে পারে। তাই তারা যা বলবে - আমাদেরকে তাই মেনে নিতে হবে। যা করবে, তাই সহ্য করতে হবে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৮

অ িনর্বাি চত বলেছেন: জোর যার মুল্লুক তার। আওয়ামী লীগ জোর দেখিয়ে যা চায় তাই আদায় করে নিতে পারে। তাই তারা যা বলবে - আমাদেরকে তাই মেনে নিতে হবে। যা করবে, তাই সহ্য করতে হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা?

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

অ িনর্বাি চত বলেছেন: বাকশাল বাকশাল (!)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

অেসন বলেছেন: খোকন সাহেবের কথায় একটা স্বীকারোক্তি আছে, তা হলো বোমাবাজি উনারাই করেন।
কারন উনি বলেছেন পুলিশ বাধা না দিলে কোন বোমাবাজি হবে না। আন্দোলন করার
পরিবেশ সরকার কখনোই দিবে না যতক্ষন পর্যন্ত খোকন সাহেবরা তা আদায় করে নিতে
না পারবেন।

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৪

অ িনর্বাি চত বলেছেন: বোমাবাজি সরকারই করেন কারন গ্রেফতার করতে হবে তথাকথিত নাশকতা নাটক সাজানোর জন্য। খোকন সাহেব সেটাই বুঝাতে চেয়েছেন । এই বক্তব্যের আগে পরের কিছু কথা এমনই ছিল। এটা কোন স্বীকারোকতি নয়। পুলিশ হামলা করে আর সরকার সেই সুযোগে সরকারের অন্য এজেন্ট অর্থ্যাৎ ছিদ্র লীগকে দিয়ে বোমা ফাঁটায়। এমন উদাহরন অনেক দেওয়া যাবে।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯

জেরিফ বলেছেন: ভাই আসেন আমরা আমরা নিজেদের নির্বাচিত ঘোষনা করি । তা না হলে তো কোন উপায় দেখছি না । মাহবুব সাহেব রাতো আর রাস্তায় নামবেন না । আমরাই নামবো সো তাদের নির্বাচিত করার কোন মানে আছে ।

ওনারা শুধু টক শো তে কথা বলায় পটু রাস্তায় তো কাউকে দেখিনা ! ! টক শো করে যদি ক্ষমতায় যাওয়া যেত তাহলে সবাই টক শো ই করতো রাজনীতি করতো না ।

টক শো তে বসে বসে জুজু দেখাইয়া কলা খাওয়ার দিন নাই ভাই ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

অ িনর্বাি চত বলেছেন: B:-) B:-)

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত সরকারের পক্ষে বর্তমানে যারা যারা সাফাই গাচ্ছেন তারা একটি বারও কি ভাবেন না যে, দেশের মানুষ সব বুঝে। দেশের মানুষ কি দেখেনি কিসের ভোট হয়েছে। বিদেশে দ্বারে দ্বারে ঘুরে কি এটাকে জায়েজ কারা যাবে ? অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় থাকা এই সরকারে পক্ষে সাফাই গেয়ে তথাকথিত শিক্ষিত শ্রেনীর কিছু লোক তাদের শিক্ষাগত যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছেন। প্রশ্ন বিদ্ধ করছেন তাদের নীতি নৈতিকতাকে। পাকিস্থানের শোষনমুক্ত হওয়ার জন্য অর্থ্যাৎ গনতন্ত্রের জন্যই মুক্তযুদ্ধ হয়েছিল ,সেই গনতন্ত্র কেন বিষর্জন দেওয়া হল? অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা ভন্ডামি ছাড়া কিছু নয়। পুরো জাতি এই ভান্ডামির নাটক দেখছে। এই ক্ষমতা যতই দীর্ঘায়িত হবে ততই মানুষের স্মৃতিতে থাকবে।

এর বাইরে আর কোন সত্য আছে কি? অত্যাচারী জালীমরা চলমান সময়কে মনে করে থামিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাসে শুধূ তাদের কলংকটুকুই থেকে যায়!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.