নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংশুকের ভার্চুয়াল জগৎ

কিংশুক কিংশুক

আমি কেউ না। শুধু কিংশুক।

কিংশুক কিংশুক › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা –কিংশুক

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬

শিক্ষাকিংশুক



আমাদের স্কুলের পাশে

রক্তিম কৃষ্ণচূড়া গাছ হাসে,

স্কুলে যাই রিক্সায় বসে

যাই তো স্যারের ত্রাসে।



স্কুলের সামনে, আছে

বালুময় মাঠ

মাঠখানি, কেবলি শুন্য ভুমি, তারই সামনে

শিক্ষকদের হাট

দিন যায়, ঘটে বিচিত্র কত নাট।



শুধু স্যারের ত্রাসে,

স্কুলে যাই রিক্সায় বসে।



ক্লাসে পুস্তক পত্র উল্টায় বাতাসে

রুম গরম হয় ছাত্র শিক্ষাকের শ্বাসে

আর শিক্ষা ? কেবলই পড়ে থাকে

তাহাদের পাশে ।





শুধাইলো ছাত্রেরে অজ্ঞাত জ্ঞানি জনে—

হে ছাত্র, জ্ঞান লেবে?

না

তবে কি? বিদ্যে?

না

তাহলে ?

সার্টিফিকেট।



জ্ঞানির বিস্মিত মুখের দিকে চাহিয়া

উন্নত শীর নত করিয়া,

ছাত্র কহিল—

এটাই ছাত্র জীবন, আজিকে

এইই লক্ষ, এই আমাদের স্কুল

আমাদের শিক্ষা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.