নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়-রাণীর রাজা আমি

আহমদ মেহেদী

আমি দুরে চলে গেলেও আসব ফিরে প্রভাতের আলো এবং রাতের নিকষ কালো আঁধার হয়ে ।

আহমদ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

ধোঁকা

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৫





পত্রিকার এসব বিজ্ঞাপন সবই ভুয়া, বানোয়াট, সবই বাটপারি ! নাজমুলের এসব কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করেই পত্রিকার জন্য উপজেলার সামনের দোকানটিতে এলাম। রাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে নজরে এল বিজ্ঞাপন টি “UK তে সেলসম্যান নিয়োগ, বিস্তারিত 01852…..। জাতীয় দৈনিকের এমন একটি বিজ্ঞাপন সেদিন আমার মগজে UK ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। পরদিনই সকালে ঐ নাম্বারে কল করতেই অসম্ভব ভদ্র এবং মার্জিত ভাষায় একজন বলে উঠল – স্লামালাইকুম। – অলাইকুম … ভাইয়া আজ পেপারে একটি বিজ্ঞাপন দেখলাম এজন্য ফোন করলাম। – জি, আপনি কোথা থেকে বলছেন? – চাঁদপুর থেকে। – আপনার নাম, পাসপোর্ট করা আছে আপনার? – হ্যাঁ করা আছে। – আমরা ‘ আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সিলেক্ট করব। সো আপনি মানসিকভাবে প্রস্তুত হউন। আপনার সিভি টা এই ইমেইলে uk…[email protected] পাঠিয়ে দেন।
আমি একটু বেশি প্রস্তুত হয়ে গেলাম যখন স্বপ্নে দেখলাম UK তে সেলসম্যান হিসেবে কাজ করা শুরু করে দিয়েছি। সেই আনন্দে কয়েকজন কে বলেও দিলাম শীঘ্রই বিদেশে চলে যাচ্ছি ! কাছের মানুষ বেলাল শুনে আমাকে কিছুটা সতর্ক করে দিল। বিনা পয়সায় লন্ডনে যাবি বিষয় টা ক্লিয়ার না, তবে দেখে শুনে পা বাড়া। তার কথায় বিরক্ত হলাম। সত্যিকার অর্থে এদেশের লাখ লাখ বেকার মানুষ মনে প্রাণে একটি বিশ্বাস নিয়ে দৌড়াতে গিয়ে পত্রিকার এসব বিজ্ঞাপন কে যথেষ্ট মুল্যায়ন করে থাকে যা সেদিন নিজেকে দিয়ে বুঝেছিলাম। দিনটি ছিল বুধবার। দুপুরের দিকে ঐ নাম্বার থেকে একটি এসএমএস – UK তে সেলসম্যান নিয়োগের বাছাই কাজ প্রায় শেষ। দশজন সিলেক্ট করা হয়েছে, আপনার অবস্থান UK. 01. ( এটাই আপনার কোড নাম্বার)। প্লিজ কোড নাম্বার টি ভুলবেন না। আগামী 26 নভেম্বর ক্যান্টনমেন্ট অফিসে ভাইভা হবে, পাসপোর্ট নিয়ে চলে যাবেন আর বিকাশ করে মেডিকেল ফি বাবত 8800 টাকা পাঠিয়ে দিবেন তিনদিনের মধ্যে। না পারলেও জানাবেন, আমরা অন্য আরেকজনকে খুঁজে নেব।

আমি তো খুশিতে আত্মহারা। কদিন বাদেই চলে যাচ্ছি তাই এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে টাকা টা ঐ নাম্বারে পাঠিয়ে দিলাম। ফিরতি এসএমএস – Thanks a lot of. Good luck.

স্বপ্ন বুঝি সত্যি হতে চলছে। কত দায়িত্ব নির্ভর চিন্তা করা শুরু করে দিলাম। এত টাকা বেতন পাব ! প্রথমেই বাড়ির কবরস্থান আর রাস্তা টা ঠিক করব। অতি আনন্দে আমি ঘুম হারালাম। তখন আরও কিছু কাছের মানুষ কে খবর টি জানালাম। তারা প্রাণভরে দোয়া করলেন। অনেকে টাকা দিতে ও রাজি ছিল যে যার মত করে। আমার মাকে সারপ্রাইজ দেব ভাবছি।প্রথমবারে মা আমার বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছিল !

বাবা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। মনে মনে বাবাকে বলেই ফেললাম -” দেখবে বাবা আমাদের আর অভাব থাকবে না, একঘরে সবাই থাকতে হবে না। মুশফিকাকে মেডিকেলে পড়াব। সামিয়াকে ধুমধাম করে বিয়ে দেব। বিয়েতে আমার বন্ধুদের দাওয়াত করব। বাবা তোমাকে বলে রাখি আমার কিন্তু একজন স্পেশাল গেস্ট আছে, মেহেরিন তাঁর নাম ! ”

কিছু অপেক্ষা আনন্দের হয়। একদিন ঐ নাম্বারে কল দিয়ে দেখি সুইচড অফ।আমি চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। দুই মাস ধরে চেষ্টা করছি এখনও নাম্বারটা বন্ধ ! নাজমুলের কথাই সত্য হল। বিশ্বাস করে আবার ও ধোঁকা খেলাম। এমনিতেই সংসারে অনেক ঝামেলা। সুমনের টাকা কোথা থেকে দেব? সেদিন আমার এই পৃথিবীর প্রতি ঘৃণা জন্মেছিল খুব যে ঘৃণার আগুনে একটি রাজ্য পুড়ে যেতে পারত। বিজ্ঞাপন মালিক আমাকে ঠকিয়েছে আমার সেদিন সমস্তু মানবজাতিকেই ঠকাতে ইচ্ছে করেছিল। আমার বিশ্বাসের ভিত্তিটাও নড়েচড়ে উঠল। কেন এমন করে মানুষ? আমার মাতৃভূমির মানুষ? সেই মানুষটি আমাকে ধোঁকা দিয়েছে ঠিকই কিন্তু এই কয়দিনে আমাকে যে স্বপ্নের মাঝে বিভোর রেখেছিল এটাই বা কম কীসের ! কিছু স্বপ্নের কাছে অর্থ তুচ্ছ বিষয় এমনটাই মনে হয়েছিল সেদিন, যেদিন আকাশটাও আমার ছিল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.