| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
ভোট এসেছে ভোট এসেছে
ভোটের বাক্স কই,
দিনে ডাকাতি, রাতে চুরি
ভোট ছিল হই চই ।
বিরুদ্ধমত ভিড়তোনা'তো
ভোটের আশে পাশে,
ভোট ব্যালটে সীল মেরেছে
বিশ বছরের লাশে।
ভোটার লিস্টে নাম উঠেছে
দশবছরের বেশী,
ভোট কি জিনিষ খায় না পরে
বিদেশী না দেশী!
জানার ভাগ্য হয়নি তখন
বিশ-তিরিশের যুবার,
ভোটের ভাগ পুরোটা ছিল
স্বৈরাচারের থাবার।
ভোটাধিকার হরণে
ফ্যাসিস্টে খায় কট,
চারকোটিরও অধিক তরুণ
লাগিয়েছে ভোট- জট।
--------------------
ফটো কার্টেসী: অন্তর্জাল।

২৩ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩২
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাদার ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ভালো।