নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এতোদিন কোথায় ছিলাম

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

এখনো সেই আগের মতই আছি , কম্পিউটারের সামনেই বসে থাকি । ব্লগ টার কথা প্রায় ই মনে পড়ে । কিন্তু লগ ইন করা হয়ে উঠতো না । মাঝে মাঝেও আসা হতো না । কি লিখবো ভেবে পাচ্ছি না । আল্লাহ্‌ তায়ালা ভালই রেখেছেন । বর্তমানে আমি বেকার । সবে মাত্র বিবিএস কোর্স শেষ করলাম । ফাইনল এক্সামের জন্য জব ছেড়েছি ফেব্রুয়ারী তে । পরীক্ষা তো মার্চে শুরু হওয়ার কথা ছিল । কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আমার জীবন খানা বিষিয়ে তুলেছে । পরীক্ষা ৫ মাস পিছিয়েছে । কোন এক রেজিস্টারের দুর্নীতির কারণে নাকি এমন হয়েছে । তারপর বন্যায় পরীক্ষা দু দফায় আরও ২ মাস পিছিয়েছে । এই পরীক্ষার কারণে কোনো জবেও এপ্লাই করতে পারিনি । কোনো রকমে সাদা ভাত খেয়ে জীবন যাপন করতে হচ্ছে । এই জীবন কম ভাল লাগতে শুরু হচ্ছে । কিছু দিন আগে সাধের মোবাইল খানা ৮০০০ টাকায় বিক্রি করলাম হাত খরচার জন্য । সেই টাকাও শেষ, ক দিন হলো । মার্কেটিং এর জব গত ৩ বছর অনেক করেছি । কিন্তু এখন আর হাটা হাটি ভাল লাগেনা । একটা ১০ হাজার টাকা মাইনের অফিস জব পেলেও হতো । অফিস জবে টাকা খরচ কম । মার্কেটিং এর জবে বেতনের ৫০-৬০ ভাগ ফিল্ডেই খরচ হয়ে যায় । তাই অফিস জব হন্যে হয়ে খুজছি পাচ্ছি না । আল্লাহ্‌ আর কত পরীক্ষা নেবেন কে জানে !

এদিকে বাবার একার মাইনে তে ঘর চলেনা , মায়ের এলার্জির ওষুধ কেনা হয় না । আমিও হার মানতে বসেছি , আমি হয়তো আবার মার্কেটিং এর জব ধরবো । বেতনের ৫০% মাঠেই খরচ হবে , ১০% আমি রেখে ৪০% ঘরে দেবো । মনে হয় না ৩ সাড়ে ৩ এর ওপরে কিছু দিতে পারবো ফ্যামিলি কে । ছোটো বোন টা চিটাগং ইউনিভার্সিটি তে পড়ে মাইক্রো বায়োলজি তে , ওর গাড়ি ভাড়া টা তো দিতে পারবো অন্তত !

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আবারো স্বাগতম।

আশাকরি একটি ভালো চাকুরী পাবেন; চাকুরী পেলে ফোন কিনতে পারবেন, মন খারাপ করবেন না।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মনে কনফিডেন্স রাখুন | ভালো দিন সামনেই আছে

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ব্লগে আবারো স্বাগতম।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার হতাশা বুঝতে পারছি। তবে খুজতে থাকুন। আপনি একটা ভাল চাকরিই পাবেন। খুজা বন্ধ করবেন না।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

ধ্রুবক আলো বলেছেন: আল্লাহর প্রতি ভরসা রাখুন, দেখবেন হঠাৎ একদিন এক মুহূর্তে সব ঠিক হয়ে গেছে। সব ঝামেলা সব সংকট দূর হয়ে যাবে।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

করুণাধারা বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল। যেন শিগগির একটা ভাল চাকরি পান, যেন সুখী হতে পারেন।

আমাদের দেশে অনেক কাজ করাকে অসম্মানজনক মনে করা হয়। তাই শিক্ষিত ছেলে দেশের কোন চাকরিকে ছোট গন্য করে তা করে না বরং ধারদেনা করে কয়েক লক্ষ টাকা খরচ করেও বিদেশে গিয়ে ক্লিনারের চাকরি করে। এটা ভুল। ডুবন্ত মানুষের যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করা উচিত তেমনি আমার মনে হয় ভাল চাকরির জন্য বেকার না বসে থেকে আপনি যা পান একটা চাকরি শুরু করতে পারেন। হতে পারে দোকানের সেলসম্যান, সুপারমার্কেট এর ক্যাশিয়ার ইত্যাদি।কোচিং সেন্টারগুলোতেও অনেক রকম চাকরি থাকে। আপনি খুঁজুন, কিছু পাবেন ইনশাল্লাহ। বেতন যদি আটহাজার হয় তবু আপনি দুয়েক মাস করলে নতুন লোকজনের সাথে পরিচয় হবে, কোন নতুন পথ নিশ্চয় পাবেন। এছাড়া টিউশানি খুঁজুন, এটাও হেল্প করবে।

শুভকামনা আবারো।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্টটা পড়ে খুব কষ্ট লাগলো! সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কারণ, আমি নিজেও একই পথের পথিক!

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: জীবনযুদ্ধের একজন সৈনিকের কথা পড়লাম।। ভাই আমিও অনেকটা পথ পেরিয়েই আজো চলছি।। কামনা করি, আপনার আগামীদিনগুলি সুন্দর হয়েই আসুক।।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: চেষ্টা করতে থাকুন।
ভালো কিছু নিশ্চয় হবে।
হতাশ হবেন না।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

সুমন কর বলেছেন: খারাপ সময় দূর হয়ে ভালো সময় ফিরে আসুক।

ব্লগে ফিরে আসায় স্বাগতম..... !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.