নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

ছোট পোস্ট!

২৯ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৯


জুলাই সনদে স্বাক্ষরের দিন ড. ইউনুস বলেছেন, “এই সনদে স্বাক্ষর করলে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উন্নীত হবো।”
আর গতকাল উনি বলতেছেন বাঙালি হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে জালিয়াত জাতি! তো জুলাই সনদে স্বাক্ষর করে কি লাভ হলো!
এখন বলতেছে গণভোটে হ্যাঁ দিলে এই হবে ঐ হবে। তো সবাই হ্যাঁ দিলে কয়েক মাস পর উনি আবার এক সেমিনারে এসে বলবেন বাঙ্গালী হলো বিশ্বের মধ্যে সবচেয়ে ভোদাই জাতি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৩

নিমো বলেছেন: এই হ্যা্ ভোট নিয়ে জা-শি সমর্থক ছাড়া আর কারও মাথা ব্যাথা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আলী রিয়াজের অনুরোধের জাহাজ গিলে, এখন গিলতে পারছে না

২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪

নূর আলম হিরণ বলেছেন: ডক্টর ইউনুস কথার জাদুকর ছাড়া আর কিছু নয়, উনি কাজের চেয়ে কথায় পারদর্শী।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১১

সৈয়দ কুতুব বলেছেন: একটা মুভির হালকা কাহিনী শেয়ার করি : মুভির প্রধান নায়ক একজন সাইবার ফ্রীক ! গ্রামের মানুষের সকল পরকিয়া এবং আকাম কুকামের তার কাছে ভিডিও আছে। জনগণ মিলে চিন্তা করেছে একে যেভাবে হউক এলাকা থেকে তাড়াতে হবে। সবাই মিলে টাকা জমিয়ে তাকে চেক রিপাবলিক পাঠিয়ে দিতে চায়।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪

নূর আলম হিরণ বলেছেন: তারপর কি হলো?

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৭

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: অদ্ভূত এক গণভোট। আমি এখনো জানিনা এটাতে কী আছে। আমার আগ্রহও নাই। কিন্তু এটা জানি যে, এটায় কোন দলেরই পূর্ণ সম্মতি ছিলনা, এনসিপি সাইনই করে নাই। আলী রিয়াজ নিজের মত কিছু একটা করে দিয়েছে। এখন আবার এনসিপি-জামায়াত আর ক্ষেত্রবিশেষে বিএনপিও হা এর পক্ষে। পুরোই সার্কাস।
আবার হা টিকে গেলে বাস্তবায়ন নিয়ে আরও সার্কাস হবে। আমি তাই মজা দেখছি আরকি!

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: আলী রিয়াজ অলরেডি বলে দিয়েছে নির্বাচনের পর যারা জয়ী হবে তারা ১৮০ দিন গণপরিষদের মত করে কাজ করবে। তার মানে নির্বাচনে জিতলে সরকার গঠন হচ্ছে না, এগুলির বানরের রুটি ভাগের মত প্ল্যান প্রোগ্রাম বানাচ্ছে।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জালিয়াতে দেশ ভরে গিয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: ড. ইউনুস সব টাউটদের নিয়ে দেশে চালাচ্ছেন!

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩৬

এইচ এন নার্গিস বলেছেন: টাউট দের লিডার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.