| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসানের ব্লগ
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমরা হচ্ছি প্রজা,
আমলারা হচ্ছেন রাজা,
কিছু বললে মধ্যরাতে,
পেতে হবে সাজা !
এসি ল্যান্ডের ফাপড়ে দেখো
জমি হাতছাড়া,
কিছু বললেই কলার ধরে
ক্যাডার হতচ্ছাড়া ।
জমি দখল কিংবা ইজারা
সব ওনার ইশারা ,
বলতে যাবেন তবেই পাবেন
জরিমানা জেল সাজা ।
গরীব মানুষ এইযে মোরা
নেই যে কোনো খুঁটি ।
ইউর অনার আপনি বলুন
কি দরকার এসব ঘুটি ?
আজকে মোরা দিশেহারা
কোথাও পাইনা আশা।
ইউর অনার আপনি বলুন
কোথায় খুঁজি বাসা !
২|
২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২০ রাত ১:০৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । বেশ ভালো লাগল