| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসানের ব্লগ
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,
সবকিছু মিলয়ে মানুষের নৈতিকতা,
সম্পর্ক, রক্ত, মন
বন্ধু - বুলিং শক্ত সময়।
ঘৃন্য মানস্তাত্বিক মনোভাব৷
স্বার্থপরতা - অন্যদের মনোযোগ পেয়েও অবহেলা করা।
যাদের থেকে পাওয়া যাবেনা তাদের নিয়ে ভাবধারা৷
সব মিলিয়ে একটা সুতো সব সময়,
দোদুল্য মান থাকে৷
মানুষের জীবন আর মানুষের ভালোবাসা,
একটা সুতো। ভালোবাসা আবেগ মায়া মমতা,
কিসের ওপর ভিত্তি করে কেই জানেনা৷
পৃথিবীতে গোলাপের পাপড়িতে কেউ মায়া খুজে পায়,
কিন্তু যেদিন শেষ পাপড়ি টা শুকিয়ে যাবে!
শেষ হয়ে যাবে ভালোবাসা! আর প্রেম?
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা।