নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

শহীদ জিয়া এবং তার পরিবার

১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:২০

শহীদ জিয়া ছিলেন মহান আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং বন্ধু । শহীদ জিয়া মহান আল্লাহকে গভীরভাবে ভালবাসতেন এবং মহান আল্লাহও শহীদ জিয়াকে ভালবাসতেন । শহীদ জিয়ার আদর্শ ছিলো কোরান হাদিসের পক্ষে এবং যুগ অনুযায়ী । কিন্তু পরিতাপের বিষয় শহীদ জিয়া চলে যাওয়ার পর বিএনপি দুর্নীতিযুক্ত হয়ে গিয়েছিল । এখন বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ । আশা রাখি জিয়া পরিবার পুনরায় শহীদ জিয়ার আদর্শে দুর্নীতিমুক্ত দেশ গড়বেন ইনশাআল্লাহ ।



বিএনপির এই সংকটকালে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ , মহান আল্লাহ তাকে সুস্থ করুন এবং দেশের কাজে তিনি অবদান রাখুন এই প্রার্থনা আমাদের সবার । তবে বিএনপির সামনে অনেক বড়ো চ্যালেঞ্জ , সেটা হলো বিএনপি দুর্নীতিমুক্ত দল না , এজন্য বিএনপির একটা বড়ো অংশ দল ত্যাগ করে , অন্য দলকে ভোট দিতে চাচ্ছে । যেটা বর্তমান বাংলাদেশের জন্য অস্তিত্ব সংকট। বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ , অথচ একটি জোট বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গনতন্ত্রকে মুছে দিতে চাচ্ছে , যা প্রিয় মাতৃভূমির জন্য চরম অস্তিত্ব সংকট । মহান আল্লাহর ক্ষমতাধর অলীগন রাষ্ট্র এবং শরিয়ত একত্র করেন নাই । অথচ এখনকার মূর্খ মোল্লারা রাষ্ট্র এবং শরিয়ত একত্র করার জন্য উঠেপড়ে লেগেছে । যা কখনোই রাষ্ট্রের জন্য ভালো হবে না ।



এখন বিএনপির করণীয় হচ্ছে , দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার গ্রহণ করা এবং সব মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। দেশের ৩৫ - ৪০ ভাগ মানুষ ভোটদানে বিরত থাকলে , সেটা তো সুন্দর নির্বাচন হলো না । এজন্য বিএনপির দায়িত্ব হলো দেশ বাঁচানোর জন্য ৪০ ভাগ মানুষকে বুঝানো যে , দেশকে বাঁচাতে হলে সব হিংসা বিদ্বেষ ভুলে বিএনপিকে ভোট দিতে হবে , তা না হলে দেশ মারা যাবে ( নাউজুবিল্লাহ) এবং দেশ হাজার বছর পিছিয়ে যাবে । এজন্য সব ঝগড়াঝাটি বাদ দিয়ে বিএনপির পক্ষে কাজ করা এবং ভোট দেওয়া সবার প্রধান দায়িত্ব । তা না হলে দেশকে বাঁচানো যাবে না ( নাউজুবিল্লাহ )।



তবে গত ১৬ বছর যারা বড়ো বড়ো অপরাধ করেছে , তাদেরকেও বিচারের আওতায় আনা বিএনপির অন্যতম দায়িত্ব । কিন্তু এখন সবচাইতে বড়ো দায়িত্ব হলো দেশকে বাঁচানো ইনশাআল্লাহ । এখনতো ধর্মের নামে অধর্ম চলছে । ইসলাম কি এবং দেখতে কেমন তা বুঝার মতো আধ্যাত্মিক লোক প্রকাশ্যে নেই । তাই বিএনপিকে সতর্ক থাকতে হবে , সবার নিকট থেকে ধর্মীয় ব্যাখ্যা নেওয়া যাবে না । বরং বিএনপির দায়িত্ব হলো , শহীদ জিয়াকে আদর্শ মেনে চলা । তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন , সেভাবে দেশ পরিচালনা করা ।



শহীদ জিয়া নামাজ রোজা করতেন , অথচ এখনকার বিএনপির নেতাকর্মীরা নামাজ রোজা করে না । জিয়াউর রহমান দুর্নীতি সহ্য করতে পারতেন না । অথচ বর্তমান বিএনপির নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্থ । সামনের জাতীয় নির্বাচনে বিএনপিকে প্রধান অঙ্গীকার করতে হবে যে , আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো এবং কোরান হাদিস বিরোধী আইন করবো না । বিএনপির জন্য গুরুত্বপূর্ণ উপদেশ হলো, শহীদ জিয়া যেভাবে নামাজ রোজা করেছেন , দলীয়ভাবে বিএনপি যদি এমন চর্চা না করে , তবে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে । তবে কোনোভাবেই ধর্ম এবং রাষ্ট্র একত্র করা যাবে না ।



বিএনপির আজকের এই অবস্থার জন্য বিএনপির হাইকমান্ড দায়ী । আমরা বিএনপির অনেক মহাসচিবকে দেখেছি - যারা গভীরভাবে আল্লাহকেই বিশ্বাস করতেন না , আর নামাজ রোজা সেটা কখনোই চর্চা করতেন না । এভাবে হলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে । এজন্য বিএনপির দায়িত্ব হলো - একজন ভালো মুসলিমকে মহাসচিব নিয়োগ দেওয়া এবং দলীয়ভাবে নামাজ রোজার চর্চা করা । তবে বিএনপির যারা অমুসলিম , তারা যেনো তাদের ধর্মকে স্বাধীনভাবে চর্চা করতে পারে সেটাও নিশ্চিত করা বিএনপির দায়িত্ব । আর বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে এবং সবাই যেনো যার যার ধর্ম চর্চা স্বাধীনভাবে করতে পারে , সেটা নিশ্চিত করতে হবে । এটাই গনতন্ত্রের সৌন্দর্য। মহান আল্লাহ বিএনপি এবং তারেক জিয়াকে সফল করুন । আমীন ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গত ১৬ বছর যারা বড়ো বড়ো অপরাধ করেছে , তাদেরকেও বিচারের আওতায় আনা
.........................................................................................................................
তাহলে কি বিএনপির আমলে যেসব হত্যাক্ন্ড ঘটেছে
তা সব মাফ হয়ে যাবে ?
আপনি কি মৃতদের জীবন ফেরায়ে দিতে পারবেন ?

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:১০

আলামিন১০৪ বলেছেন: মুনাফিক!

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৬

ক্লোন রাফা বলেছেন: লাহাওলাতে ইল্লা বিল্লাহিল ইল্লা ক‍্যুয়াতে আলিউল আজিম । জিয়া আল্লাহ্‌র বন্ধু ছিলো? ইহা কোন কিতাবে লেখা আছে⁉️

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৫

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন, “ধর্ম আর রাষ্ট্রকে এক করা যাবে না..”

নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো, এর মাধ্যমে ইয়াহূদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রববানী ও ধর্মবিদগণ। কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় কর এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। ৫:৪৪

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মিস্টার রাফা, আপনি আল্লাহর শত্রু।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: চাটুকারিতা আর দালালি আমার পছন্দ নয়।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

কিরকুট বলেছেন: নতুন পীরের সন্ধান পাওয়া গেলো নাকি ? তো এর জলশা কোণ চরে হয় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.