নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
নিম্মে প্রদত্ত ওয়েব লিংক টি কপি করে আপনার ব্রাউজারে নিয়ে প্লে করুন ।
http://www.buzzhearts.com/en/blog/this-abstract-image-test-will-determine-your-dominant-personality-trait/190/
ব্রাউজ করলে ভেসে আসবে
This Abstract Image Test Will Determine Your Dominant Personality Trait
ভেসে উঠা ইমেজ সম্পর্কে করা প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর নির্বাচণ করুন। আপনার নির্বাচনটিই বলে দিবে আপনার বলিষ্ট ব্যক্তিত্ব গুন ( strongest personality trait) কোনটি । সাথে দেখতে পাবেন গুনটির সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা ।
নির্বাচন অনুয়ায়ী আপনার বলিষ্ট ব্যাক্তিত্ব গুন নিম্মের যে কোন টি হতে পারে :
Wisdom ( প্রজ্ঞাময়ী), passion ( আবেগময়ী/অনুরাগী), courage ( সাহসী), honesty ( সততাময়ী), intuition (সুচতুর অনুমানী) or kindness( দয়াময়ী)।
( অনলাইনে প্রাপ্য ব্যক্তিত্বের অভিক্ষাটি আহামরি কিছু নয়, যদি কেহ ইতিপুর্বে করে থাকেন তাহলেও দেখে নিতে পারেন ইতিমধ্যে কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিনা)।
অভিক্ষাটিকে ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার ও করে নিতে পারেন ইচ্ছে করলে ।
নববর্ষের শুভেচ্ছা থাকল সকলের তরে : প্রাণে প্রাণে সঞ্চারিত হোক আনন্দ উৎসাস।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮
ডঃ এম এ আলী বলেছেন: ভোট অবশ্যই পাবেন ।
তবে সবিনয় নিবেদন,
যার পোষ্টে আগমন
তার লিখাকেও তো
একটু করেন সম্বোধন
নিদেন পক্ষে
লাইক বা ডিজলাইক ।
বুঝতে পারি ব্যস্ত আছেন
সেভাবেই নিলাম ।
কামনা করি হয়ে জয়ী
সামুকে করেন মহাময়ী
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
কালনী নদী বলেছেন: i got it - (Your answers reveal that wisdom is your most dominant personality trait. You approach situations and challenges with a level head and use logic when making decisions. Your many experiences in life have made you an intelligent and practical individual.)
ধন্যবাদ ও শোভ নববর্ষ! ভাইয়া
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । ঠিক যেমনটি হওয়ার কথা ঠিক তেমনটিই হয়েছে । আপনার জন্য ও নববর্ষের শুভেচ্ছা থাকল ।
৪| ০২ রা মে, ২০১৬ রাত ১২:০৭
মনিরা সুলতানা বলেছেন: Your answers reveal that passion is your most dominant personality trait. You commit 100% of yourself to everything that you do. People admire the good energy you bring into their lives. You listen to your heart when making a big decision, and while some may accuse you of being too emotional, you never apologize for it।
নদী র রেজাল্ট বেশি পছন্দ হইছে ।
০২ রা মে, ২০১৬ রাত ১:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: I am fully convinced that it reflects your true personality as it appears in all of your writings .
অনেক ধন্যবাদ পোষ্টটি ফলো করার জন্য নদীর প্রতি শুভেচ্ছা থাকল , নামটি যখন এসেই গেল জানাতে কি আপত্তি আছে সে কে । অনেক ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৫| ০২ রা মে, ২০১৬ রাত ১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: উপরে কালনী নদী র রেজাল্ট এর কথা বলেছি
১০ ই মে, ২০১৬ রাত ১০:২৭
ডঃ এম এ আলী বলেছেন: সরি বুঝতে পারিনাই । ছোট থেকেই আমি একটা বোধাই কিছিমের । ছোট বেলায় কল তলায় কলসি রাখার গর্ত দেখিয়ে মা বলেছিল দেখ কলসির ঘষা খেয়ে খেয়ে পাকার উপরে কলসি বসানোর কি সুন্দর গর্ত হয়েছে । তুই ও একটু ঘষামাজা করলে পারবি । সেই যে ঘষামাজা করে শিখছি তো শিখছিই এখনো চলছে । এই মন্তব্যের প্রতি উত্তর দিতেও দেরী হয়ে গেল ।
যাহোক ভাল থাকুন এ কামনা থাকল ।
৬| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭
খায়রুল আহসান বলেছেন: লিঙ্কটা মন্তব্যের ঘরে দিলে কপি-পেস্ট করতে সুবিধে হতো।
আপনার মমতাময়ী মায়ের "তুই ও একটু ঘষামাজা করলে পারবি" - দারুণ প্রেরণাদায়ক। সেখান থেকে আমিও কিছুটা প্রেরণা নিয়ে গেলাম, যদিও এখন আর ঘষামাজা করার বয়স নেই।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি পোষ্ট এসে দেখার জন্য ধন্যবাদ ।
হ্যাঁ সকলের মায়েরা সবসময়ই প্রেরনাদায়ী হয় ।
নিশ্চয়ই আপনার আপনার মমতাময়ী মাতাও
অনেক প্রেরণাদায়ী ছিলেন । তাইতো
আপনার মত একজন গুণী মানুষকে
আমরা পেয়েছি আমাদের মাঝে।
লেখাটি পোষ্ট করার সময় পোষ্টের লেখা কপি করা যেতো ।
পরে বিলিয়র রহমান নামে এজকন ব্লগার এসে
দিন কয়েক ব্লগে মহা সোরগোল তুলেন
যে ব্লগ থেকে নাকি দেদারসে লেখা
কপি করে চুরী হয়ে যাচ্ছে ।
যার ফলশ্রুতিতে ব্লগ কতুপক্ষ
মুল পোষ্ট হতে কপি অপসন
বন্ধ করে দেন । কাজটি
ভাল হয়েছে তাতে সন্দেহ
নেই । তবে মুল পোষ্ট
থেকে লেখকের লেখার
দু এক লাইন কপি করে
মন্তব্য লেখা মোটামুটি
সহজ ছিল । এখন
লেখা চোরের ভয়ে
লেখার দরজা জানালা
বন্ধ করে দিয়ে আমাদেরই
বেশী ভুগতে হচ্ছে । লেখা
যারা কপি করে তারা বিবিধ
ভাবে তাদের কাজ চালিয়েই যাচ্ছে ।
যাহোক পোষ্টের মুল কথাগুলি নীচে মন্তব্যের ঘরে তুলে দিলাম ।
নিম্মে প্রদত্ত ওয়েব লিংক টি কপি করে আপনার ব্রাউজারে নিয়ে প্লে করুন ।
http://www.buzzhearts.com/en/blog/this-abstract-image-test-will-determine-your-dominant-personality-trait/190/
ব্রাউজ করলে ভেসে আসবে
This Abstract Image Test Will Determine Your Dominant Personality Trait
ভেসে উঠা ইমেজ সম্পর্কে করা প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর নির্বাচন করুন। আপনার নির্বাচনটিই বলে দিবে আপনার বলিষ্ট ব্যক্তিত্ব গুণ ( strongest personality trait) কোনটি । সাথে দেখতে পাবেন গুণটির সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা ।
নির্বাচন অনুয়ায়ী আপনার বলিষ্ট ব্যাক্তিত্ব গুণ নিম্মের যে কোন টি হতে পারে :
Wisdom ( প্রজ্ঞাময়ী), passion ( আবেগময়ী/অনুরাগী), courage ( সাহসী), honesty ( সততাময়ী), intuition (সুচতুর অনুমানী) or kindness( দয়াময়ী)।
( অনলাইনে প্রাপ্য ব্যক্তিত্বের অভিক্ষাটি আহামরি কিছু নয়, যদি কেহ ইতিপুর্বে করে থাকেন তাহলেও দেখে নিতে পারেন ইতিমধ্যে কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিনা)।
অনেক অনেক শুভেচ্ছা রইল
৭| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর প্রতিমন্তব্যের জন্য, এবং লিঙ্কটি কপি করার সুযোগ দেয়ার জন্য। সেখানেও যাব ইন শা আল্লাহ!
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
এসে দেখে যাওয়ার জন্য ধন্যবাদ
৮| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩
রিফাত হোসেন বলেছেন: বাস্তব জীবনের সাথে পাথর্ক্য বহুদূর।
Your answers reveal that courage is your most dominant personality trait. You never waver in the face of a challenge. People often look to you for your leadership ability. You may feel fear, but you never show it!
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
অভিক্ষাটি পরিচালনার সময় সঠিক ইমেজ নির্বাচনের উপরে
নির্ভর করে সঠিক অভিক্ষা ফলাফল ।
ইমেজগুলি মুলত ভেল্যু জাজমেন্ট ।
শুভেচ্ছা রইল
৯| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: দেখলাম; বাহ, বেশ মজার তো!
আমার ফলাফলঃ
Passion
Your answers reveal that passion is your most dominant personality trait. You commit 100% of yourself to everything that you do. People admire the good energy you bring into their lives. You listen to your heart when making a big decision, and while some may accuse you of being too emotional, you never apologize for it.
আমার তো মনে হয়, আমার ব্যাপারে ফলাফলটা ঠিকই আছে। জানিনা, প্রত্যেকের বেলায়ই হয়তো ফলাফলটা তাদের মনঃপুত হবেই। মনঃপুত না হবার মত কোন ফলাফল হয়তো ওরা রাখেই নি!
বেশ ফান হলো। সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
০২ রা মে, ২০২১ রাত ১:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
ব্যক্তিত্ব নির্ধারনী অভিক্ষাটি করার জন্য ধন্যবাদ ।
আপনি এমনিতেই অনেক সুন্দর ও আকর্ষনীয় ব্যক্তিত্বের অধিকারী
আমার ধারনা সঠিকভাবে ইমেজ সিলেক্ট করতে পারলে এই অভিক্ষা
হতে প্রত্যেকেই তাঁদের ব্যক্তিত্বের সঠিক
পরিচয় জানতে পারবেন । যাহোক এটা
ডিজাইন করার জন্য মুল ডিজাইনারগন
যথেষ্ট কুশিলবতার স্বাক্ষর রেখেছেন ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন
জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২
আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।
মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।
নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।