নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
কে দিবে মন ভরিয়ে ভাল লাগায়
তোমার মনতো এখন কাছে নাই
জানলে কেমন করে কার কাছে
বুঝলাম তোমারটও পুরা গেছে।
ধ্যুত এ জন্যেই মন তোমার ভরেনা
কোন ঔষধই কাজে লাগেনা
মিছেই হাসপাশ আর করনা
অজানারে কাছে টাননা ।
একটা মানুষ একটা মানুষকে
কতটা ভুল বুঝতে পারে
কি ভাবছ নাকি ভাবছই না
বলে কি লাভ ভালবাসনা ।
কাল থেকে আর থাকছিনা
আশ্রয়ের দরকার নেই
বুঝনা যে কিছুই
কথাতেও না।
আর সময় দেয়া ঠিক হবেনা
সারাক্ষন চোখে চোখে রাখা যায়না
এটা আমার কর্মও না
লক্ষ্য একটাই শুধু পিছন টানা ।
তুমি একজন মানুষ শুধুই অচেনা
চলে গিয়ে সাহায্য করতে চাই
বল দিবে কিনা তাই
না দিলেও ক্ষতি নাই ।
তুমি যা পার আমি কি তা পারিনা
আমের আটি দিয়ে চি চি বাশী বাজিয়ে
কলজেটা তোমার ফুটা করে দিয়ে
করব লীলা গিয়ে দুর বৃন্ধাবনে।
ছবিসুত্র : নেট
১০ ই মে, ২০১৬ রাত ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । কি করব রে ভাই অভাগা যে দিকে তাকায় সাগর শুকায় । বিরহই তার নিয়তি । আছে যারা সুখে তারাই আকাশ পাতাল খুঁজে সুন্দর মুন্দর কথা দিয়ে চোখ বুজে লিখুক দারুন দারুন কবিতা তাতে হৃদয়ের কথার সাথে থাকুক ভাষার বাহারী ছটা্।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
২| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ
১০ ই মে, ২০১৬ রাত ৯:২৮
ডঃ এম এ আলী বলেছেন: ভা্ইয়া অনেক ধন্যবাদ । খুব ভাল লাগল আপনার অসীম ব্যস্ততার মাঝেও এখানে আসার জন্য । অনেক ভাল থাকুন ।শুভ কামনা থাকল ।
৩| ১০ ই মে, ২০১৬ রাত ৯:০৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন।
১০ ই মে, ২০১৬ রাত ৯:৪০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভা্ইয়া । আপনার কাছে সুন্দর হওয়ায় খুবই ভাল লাগছে । ভাল থাকুন এ শুভকামনা রইল
৪| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৪০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভা্ইয়া । আপনার কাছে সুন্দর হওয়ায় খুবই ভাল লাগছে । ভাল থাকুন এ শুভকামনা রইল
৫| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৪৫
রিপি বলেছেন: তুমি যা পার আমি কি তা পারিনা
আমের আটি দিয়ে চি চি বাশী বাজিয়ে
কলজেটা তোমার ফুটা করে দিয়ে
মিশে যাব দুর অজানায় ।
আরি বাপরে সাংঘাতিক ভালোবাসা।
কবিতায় একটা প্লাস একটা মাইনাস দিলাম।
১১ ই মে, ২০১৬ রাত ২:০২
ডঃ এম এ আলী বলেছেন: বড় বাচা বাচছেন । প্লাস মাইনাসে শুন্য হইব । মাথার উপর আস্তা দুনিয়া দেখা যায়, বুঝাটা একটু হালক হইব । বুঝেন নাইরে বুজেন নাই, কলিজার এ ফুটা তো সে ফুটা নয় এ যে শ্যামের বাশীর মোহন ফুটা যা দিয়া সে রাধার জন্য বৃন্ধাবনে বসে বাজাত প্রেমের বাসী আর কত লীলাখেলা যে হত । ভাল কথা মনে হইছে শেষের লাইনট একটু এডিট করে লিখব " মিশব গিয়ে দুর অজানায় ( মানে বৃন্ধাবনে গিয়ে মিশবে ) ।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।
৬| ১১ ই মে, ২০১৬ রাত ১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: বড় বাচা বাচছেন । প্লাস মাইনাসে শুন্য হইব । মাথার উপর আস্তা দুনিয়া দেখা যায়, বুঝাটা একটু হালক হইব । বুঝেন নাইরে বুজেন নাই, কলিজার এ ফুটা তো সে ফুটা নয় এ যে শ্যামের বাশীর মোহন ফুটা যা দিয়া সে রাধার জন্য বৃন্ধাবনে বসে বাজাত প্রেমের বাসী আর কত লীলাখেলা যে হত । ভাল কথা মনে হইছে শেষের লাইনট একটু এডিট করে লিখব " মিশব গিয়ে দুর অজানায় ( মানে বৃন্ধাবনে গিয়ে মিশবে ) ।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।
৭| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
মার্কোপলো বলেছেন:
ঢাকা আজ বৃণ্দাবন, ঢাকায় থাকেন রাধা
১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা পেয়ে কাছে রাধা । আছে নিকট বৃন্ধাবনে শুনে খুশী হলাম মনে ।
মন্তব্যটুকু খুব ভাল লাগল । ভাল থাকুন এ কামনা থাকল ।
৮| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৩১
সোজোন বাদিয়া বলেছেন: ভাল লাগল। তবে, অভিমান করে দূরে যাবেন না যেন ।
১১ ই মে, ২০১৬ রাত ১০:২৯
ডঃ এম এ আলী বলেছেন: আর নেই কোন অভিমান যাবনা দুরে এখনই যাচ্ছি সোজন বাদিয়ার ঘাটে মিলন হবো সেখানে । ভাল থাকুন ।
৯| ১১ ই মে, ২০১৬ রাত ৯:১৮
খন্দকার আমিন বলেছেন: প্রচণ্ড অভিমানী লিখা ......
অনেক সুন্দর সাবলীল লিখেছেন ।
১২ ই মে, ২০১৬ রাত ১২:২৬
ডঃ এম এ আলী বলেছেন: অভিমানটা বেশীক্ষন মনে হয় আর ধরে রাখা যানেনা মানুষের মন বড়ই দুর্বল । ভাল লাগল আপনার কথা গুলি । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১০| ১১ ই মে, ২০১৬ রাত ১০:৪১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আমের আঁটি দিয়ে চিচি বাঁশি বাজিয়ে আমিও লীলা করতে চাই দূর বৃন্দাবনে!
দীর্ঘজীবী হোন লেখক ভাই!
১২ ই মে, ২০১৬ রাত ১২:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ভারতের কাবেরী নদীর তীরে জলবিদ্যুত বাধের পরে বৃন্ধাবন ঘুরে দেখে আসুন কি অপুর্ব সুন্দর । সন্ধা নামার সাথে সাথে হাজার মানুষের ঢল নামে সেখানে ।সন্ধার পর বিজলী বাতির আলোয় দেখায় যেন স্বর্গপুরী ।
খুব ভাল লাগল আপনার কথা শুনে । ভাল থাকুন এ কামনা থাকল ।
কাবেরী নদীর উপর বাধের ছবিটি দেখতে পারেন । এখানেই তারা গড়ে তুলেছে অপরুপ বৃন্ধাবন গার্ডেন ।
১১| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৯
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
১২ ই মে, ২০১৬ সকাল ৯:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল অশ্রুহীন দুটো ডানায় ভর করে এখানে উড়ে আসার জন্য । শুভ কামনা থাকল ভাল থাকুন ।
১২| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ঘটক কাজী সাহেব বলেছেন: কলকাতা যাবো সাতাশে গন্ধ.........।। কাবেরী নদী তীরে খেলেছিল সে বালিকার সনে, কার যেন লেখা কবিতা, ভালো থাকুন, গুড বাই
২৪ শে মে, ২০১৬ রাত ৮:০৫
ডঃ এম এ আলী বলেছেন: কার লিখা কবিতার দুটো লাইন দেয়া হল হেতা :
কলিকাতা হাওরার নীচে গংগা জল এখন খুবই ঘোলা
সেখানে গেলে ভাইয়া এখন দাড়ি মুছ সব যাবে খোলা।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:২২
ঘটক কাজী সাহেব বলেছেন: ভালো লাগেনা আর কিছু;
২৫ শে মে, ২০১৬ ভোর ৪:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: আমার দুইটা পাগলা পাগলী আছে এরা ঝগড়া ঝাটি করেও ভাল থাকে, একটা চলে যেতে যায় আর একট কয় যাছনে । এদের কাছে ভালা থাকার অনেক ঔষধ আছে । একটু খুজঁলেই পাগলা পাগলীর দেখা পাইবেন আমার আশেপাশেই।
১৪| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
ঘটক কাজী সাহেব বলেছেন: আপনি কি পাগলা পাগলী পালেন নাকি ভাই আপনার আশে পাশে পাগলা পাগলী কই নাম না কইলে চিনুম কেমতে হুমম ও বুঝছি আননের শ তাইনা
১৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:৩৪
লক্ষ্মীছেলে বলেছেন: এর কোন মানে হয়না......!!! এত পরীক্ষা উফঃ
০২ রা জুন, ২০১৬ ভোর ৬:০২
ডঃ এম এ আলী বলেছেন: জীবনটাইতো পরীক্ষা তবে লক্ষ্মীছেলেরা সব সময় পাশ করে । তাই লক্ষ্মীছেলেদের কোন চিন্তা নেই ।
ভাল থাকুন এ কামনা থাকল ।
১৬| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: জীবনটাইতো পরীক্ষা তবে লক্ষ্মীছেলেরা সব সময় পাশ করে । তাই লক্ষ্মীছেলেদের কোন চিন্তা নেই ।
ভাল থাকুন এ কামনা থাকল ।
১৭| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: "তুমি যা পার আমি কি তা পারিনা
আমের আটি দিয়ে চি চি বাশী বাজিয়ে
কলজেটা তোমার ফুটা করে দিয়ে
মিশে যাব দুর অজানায়" - বাহ, চমৎকার!
"চলে গিয়ে সাহায্য করতে চাই" - বোধকরি, অনেক ব্যথা লুকিয়ে আছে এ পংক্তিটির অন্তরালে!
২৬ শে নভেম্বর, ২০২১ রাত ২:০০
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা চমৎকার হয়েছে শুনে ভাল লাগল ।
কোন ব্যথা নেই লুকিয়ে তবে বলা যায়
দিবস রজনি কাটে নিশ্বাসে,কত কথা আছে আজো বাকি,
প্রেম যার ছারখার, ব্যাথা হজম করে করে নীলকন্ঠ যার
সে করে লেখালেখি আর কবিতায় অসার ডাকাডাকি
চলে গিয়ে সাহায্য করাটাই জীবনে তার আছে বাকি!
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কি ব্যাপার কবি বিরহ কেনো কবিতায়
সুন্দর হয়েছে লেখা শুভেচ্ছা রইল