| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও আশাবাদী
★*★*★*★*★
একদিন রাস্তার মোড়ে জটলা দেখে
ভীড় ঠেলে গিয়ে দেখি
বৃত্তের ভেতরে সাপ আর সাঁপুড়ের খেলা।
সব ফাঁকিবাজি জেনেও অলস সময় পার করি
পাবলিক কঠিন রোগের মহৌষধ কিনছে চেয়ে চেয়ে দেখি!
ফেরার সময় সাঁপুড়েকে ডেকে বলি-
'সাপের বিষ নামাতে পারো জানি
হৃদয়ের বিষ নামাতে শিখেছ কি?'
.
সুর করে বেদেনীরা রাস্তার এক পাশ দিয়ে
কি যেন বলতে বলতে যায়।
বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ওদেরকে দেখার আগেই
নজরে আসে ওদের লোভনীয় শরীর!
আমাকে দেখে চলা থামিয়ে একজন বলে-
'বাবু! দাঁতের পোকা থাকলে মারতে পারি।'
ওর হাসিতে নিজেও হেসে বুকে হাত রেখে দেখাই
'ভীষণ কয়েকটা পোকার বাস এখানে
মারতে পারবে যদি তবে এসো।'
আমার কথা শুনে সে পাশের জনের ওপর
হেসে গড়িয়ে পড়ে
ভাবখানা এমন যেন বিরাট মজার কিছু বলে ফেলেছি।
.
আর একদিন সভামঞ্চের ডায়াসে দাঁড়ানো এক নেতার
দেশকে বদলে দেবার অনলবর্ষী বক্তৃতা শুনে শুনে
চমকিত-মুগ্ধ- শিহরিত হয়ে কাছে যাই।
জিজ্ঞেস করি, 'দেশকে বদলে দিতে চান
নিজেকে কতটুকু বদলাতে পেরেছেন শুনি?'
মুখের হাসি অমলিন রেখে দেবার প্র্যাকটিশটা ভালোই তার!
কিন্তু দৃষ্টির হিংস্রতায় তিনি আমায় জানান দিলেন-
'মুর্খ! নেতারা কখনো বদলায় না
বদল করে শুধু ওপরের পোশাক আর দল।'
.
নিজের হৃদয়ের বিষে লালিত কয়েকটি
ভীষণ পোকাদের সাথে করে খুঁজে ফিরি
একজন ওঝা... যে হৃদয়ের বিষ নামাতে জানে।
কিংবা বেদেনীদের ঐ দলটিকে যারা
মনের পোকাদের মারতে পারে।
অথবা আজন্ম একই পোশাকে থাকা সেই নেতাকে
যে আগে নিজেকে বদলে দেবার কথা বলে!
.
কিছু ভয়ানক যন্ত্রণাকে ধারণ করে
আশাবাদী আমি পৌনঃপুনিক হেঁটে চলি
আশাহীন জটিল পথটি ধরে।।
২৮ শে মে, ২০১৬ রাত ১০:১৬
আল মামুন খান বলেছেন: ধন্যবাদ বন্ধু।
আপনার প্রেরণা অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যাবে।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি। হ্যাপি ব্লগিং