| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ভূটানের দুর্গম এক ছোট শহরের সরকারি কর্মকর্তা দন্দুপ। তার একমাত্র স্বপ্ন আমেরিকা যাওয়া। সেজন্য তাকে যেতে হবে রাজধানীতে। আর ছোট সেই শহর থেকে রাজধানীতে যাওয়া আমেরিকা যাওয়ার মতই কষ্টসাধ্য। তার যাত্রাপথের সঙ্গী এক আপেল বিক্রেতা, এক সন্ন্যাসী আর এক কন্যা ও তার পিতা। একটি গাড়ীর আশায় শূন্য রাস্তার পাশে দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষা আরো দীর্ঘায়িত হয় সন্ন্যাসীর দীর্ঘায়িত গল্পে । স্বপ্নপূরনের এই যাত্রাই Travelers and Magicians (2003) এর মূল ঘটনা। বাস্তবতা, স্বপ্নপূরন আর পিছুটানের গল্প, আর ভূটানের অসাধারন নৈসর্গিক সৌন্দর্য সব মিলিয়ে চমৎকার এক সিনেমা....
https://www.youtube.com/watch?v=dMgBTJUGCtk
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ রাত ৩:৪১
অশ্রুকারিগর বলেছেন: আপনি লিখছেন খুব অল্প কথায় কিন্তু সিনেমা দেখার ইচ্ছাটা জাগিয়ে তুলতে পেরেছেন। বিশেষ করে যখন ভুটানের কোন সিনেমা দেখা হয়নি এর আগে। তবে ভালো না লাগলে আপনার খবর আছে কিন্তু।