নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

একটি হাদিস- জ্ঞানার্যনের জন্য প্রয়োজনে সুদুর চীন দেশেও যাও -

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

হাদিসে আছে জ্ঞানার্যনের জন্য প্রয়োজনে সুদুর চীন দেশেও যাওয়া যেতে পারে।



দুনিয়াতে এত দেশ থাকতে চীন দেশের কথা কেন আসলো সেটি গবেষণার বিষয় হতে পারে। তবে সাধারন ভাবে যা দেখা যায় চীনারা অনেক পরিশ্রমী জাতি। তাদের চীনের প্রাচীর, লামার রেল পথ ইত্যাদি তার পরিচয় বহন করে। সম্প্রতি তারা নাকি একটি নদীর গতিপথকে কয়েকভাগ করে পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে।



আমার বক্তব্য সেটি নয়। অনেকেরই চীনে যাবার সামর্থ নেই। তারা কি করবেন। আমি একটি বিকল্প প্রস্তাব করছি । যাদের চীনে যাবার সামর্থ নেই তারা কষ্ট করে ধানমন্ডি যেতে পারেন। কারন সেখানেঃ



৪৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,

৩৬ টি কলেজ,

৯৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও

২৮ টি কোচিং সেন্টার রয়েছে।



জ্ঞানার্যনের জন্য এত বিশাল আয়োজন আর কোথায় আছে। শুনেছিলাম পাট উৎপাদনের জন্য নারায়নগন্জকে বাংলাদেশের ডান্ডি বলা হত। এখন ধানমন্ডিকে নিশ্চয়ই বাংলাদেশের চীন বলা যেতে পারে।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-১

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০

শয়তান হন্তারক বলেছেন: কি জঘন্য শিক্ষা ব্যবসা হচ্ছে বাংলাদেশে! আর তার শিকার হচ্ছে সীমিত আয়ের মধ্যবিত্তরা। সত্যি হতভাগা এই দেশের মানুষগুলো। ভালমানের কোনকিছুই তাদের জুটে না। খাদ্য থেকে আরম্ভ করে শিক্ষা পর্যন্ত সবকিছুই তৃতীয় শ্রেণীর।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৯

রাজীব বলেছেন: একবার NIIIT, Aptechএর ফাদে পরে কত মানুষ যে নিঃস্ব হয়েছে।

২| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৪

রাজীব বলেছেন: ৪৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,
৩৬ টি কলেজ,
৯৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও
২৮ টি কোচিং সেন্টার রয়েছে

পরিসংখানটি জুল ভার্ন -এর ব্লগ থেকে সংগৃহীত (ভুলে উপরে সুত্র লেখা হয় নি)

৩| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭

আবু আব্দুল্লাহ মামুন বলেছেন: প্রথমত আপনার প্রবন্ধের শিরোনাম ‍
'হাদিসে আছে জ্ঞানার্যনের জন্য প্রয়োজনে সুদুর চীন দেশেও যাওয়া যেতে পারে।"
এটা কোন হাদীস নয় , সুতরাং সুদূর চীন দেশে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিস্তারিত জানার জন্য দেখুন;

Click This Link

اطلبوا العلم ولو في الصين ليس حديثاً، يقول السائل : إنه سمع خطيب الجمعة يقول : صح الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال :( اطلبوا العلم ولو في الصين ) فهل هذا الحديث صحيح كما زعم ذلك الخطيب ؟
الجواب : إن هذا الحديث باطل بل قد ذكره ابن الجوزي في الموضوعات أي الأحاديث المكذوبة على الرسول صلى الله عليه وسلم . وقال الشوكاني :( رواه العقيلي وابن عدي عن أنس مرفوعاً . قال ابن حبان : وهو باطل لا أصل له وفي إسناده أبو عاتكة وهومنكر الحديث …) الفوائد المجموعة ص 272 وانظر المقاصد الحسنة ص 93 وكشف الخفاء 1/138 . وقال الشيخ الألباني عن الحديث بأنه باطل ثم ذكر من رواه ثم قال :[ وخلاصة القول أن هذا الحديث بشطره الأول - أي اطلبوا العلم ولو بالصين - الحق فيه ما قاله ابن حبان وابن الجوزي - أي باطل ومكذوب - إذ ليس له طريق يصلح للاعتضاد به ] السلسلة الضعيفة 1/415-416 . وأخيراً فإن من الواجب على خطباء المساجد أن يتأكدوا من درجة الأحاديث التي يذكرونها في خطبهم حتى لا يسهموا في الكذب على رسول الله صلى الله عليه وسلم وإن في الأحاديث الصحيحة والحسنة ما يغني ويكفي عن الأحاديث الباطلة والمكذوبة . *****

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৮

রাজীব বলেছেন: দুঃখিত। আমি এটিকে হাদিস বলেই জানতাম।

আরবী লিখাগুলোর বাংলা অর্থ দিলে ভালো হতো।

৪| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৯

মো. লুৎফর রহমান বলেছেন: @ আবু আব্দুল্লা মামুন @

আপনি হয়তো তালেবে ইলম, নয়তো এত আরবী কিংবা উর্দু এখানে পোস্ট করতেন না। একটু আগে দেখলাম ত্রিভূজ ও কিছু আরবী বাক্য পোস্ট করেছে। ব্যাপার হচ্ছে, আপনারা কি সামুকে আরবী ভাষায় রূপান্তর করার প্রস্তাব রাখবেন কি না? ব্লগের অধিকাংশই এই আরবীর পাঠোদ্ধার করতে পারবে না। যদিও অনেকেই আরবী ভাষার সাথে পরিচিত।

মূলকথা হলো,
যতদূর জানি, মহানবী (সাঃ) এর মুখনিঃসৃত বাণীকে হাদীস বলা হয়। যুগে যুগে জেনে আসছি, বাংলাদেশের প্রায় প্রত্যেক মুসলমান (অন্যদেশের কথা জানি না) তাদের শিক্ষা জীবনের শুরুতে একটি বাক্য পড়ে আর তা হলো- 'ইসলামে বিদ্যা শিক্ষা ফরজ। আর বিদ্যাশিক্ষার (জ্ঞানার্জনের) জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও।'

এখন কথা হলো- মহানবীর মুখনিঃসৃত বাণী যদি হাদিস হয় তাহলে উপরোক্ত বাক্যটিও হাদিস। আর যদি তা না হয় তাহলে আপনার উচিত যারা যুগে যুগে এই বাক্যটি বিভিন্ন বইয়ে প্রকাশ করে আসছে তাদের সবাইকে এই ভূল ধরিয়ে দেওয়া।

আর লেখককে বলব, এত কিছু থাকতে আপনি চীনের পিছনে লাগলেন কেন? ইদানীং সামু চীনময় হয়ে গেছে। সবাই চীন নিয়া কমেন্ট করে, পোস্ট দেয়, ব্যাপারটা কি?

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৫

রাজীব বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ। আপনি সুন্দর লিখেছেন।





আর লেখককে বলব, এত কিছু থাকতে আপনি চীনের পিছনে লাগলেন কেন?

আরও যা যা লিখতে পারতেন
এত কিছু থাকতে আপনি ধানমন্ডির পিছনে লাগলেন কেন?
এত কিছু থাকতে আপনি প্রইভেট বিশ্ববিদ্যালয়ের পিছনে লাগলেন কেন?
এত কিছু থাকতে আপনি কলেজের পিছনে লাগলেন কেন?
এত কিছু থাকতে আপনি কোচিং সেন্টারের পিছনে লাগলেন কেন?

(আমার কথায় রাগ হবেননা, আপনার চিন্তিত মতামত আরো আশা করছি।) ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩

মো. লুৎফর রহমান বলেছেন: @ লেখক.
ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। শিক্ষাকেও বাণিজ্যের একটা উপাদান হিসেবে আমি ধরে নিয়েছি, মানে বাধ্য হয়েছি। কি করবেন আপনি? আপনার ভাই-বোন কিংবা ছেলে-মেয়ে স্কুল/কলেজে শিক্ষকদের যত্ন পাচ্ছে না। শিক্ষকরা সময় দিচ্ছে কোচিং সেন্টারে। আমাদের কি করার আছে?

আমি প্রাইমারী এবং হাইস্কুলে থাকাকালীন শিক্ষকদের যেভাবে দেখেছি, কলেজে গিয়ে শিক্ষক জাতটাকে আলাদা করে মূল্যায়ন করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়েও তা ই। বিশ্ববিদ্যালয়ে অবশ্য কোন কোন স্টুডেন্টের (?) জন্য সুযোগ থাকে, সেটা বললাম না। বাক্য হয়তো অনেকেই অশ্লীলতার পর্যায়ে ফেলে দেবেন।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

রাজীব বলেছেন: আমার ভাই কিংবা বোনকে কোথায় পড়াব ভাবতে হিমসিম খাই।

৬| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৭

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: যাদের চীনে যাবার সামর্থ নেই তারা কষ্ট করে ধানমন্ডি যেতে পারেন। কারন সেখানেঃ

৪৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,
৩৬ টি কলেজ,
৯৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও
২৮ টি কোচিং সেন্টার রয়েছে।


দারুণ.............

৭| ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

সুফিয়ান ডট কম বলেছেন: চীনে যাইতে কইছে কমুনিজম শেখার লাইগ্যা..... ধানমন্ডিতেও কমুনিজম শেখার সিস্টেম নাই।

৮| ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৯

অলস ছেলে বলেছেন: লেখা দারুণ। আর এটা সত্যই হাদিস না, জাল হাদিস, পরবর্তী যুগে অনেক কথা হাদিস নামে প্রচলিত হয়েছিল, আরবীতে বলে মাওদু', বাংলা অর্থ জাল।

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৩

রাজীব বলেছেন: আগে জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ।
আসলে আলোচনা করলে অনেক কিছু জানা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.