| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেরটি বছর পর।। এম এস আরেফীন ভুঁইয়া।।
আমিও ছিলাম তেরটি বছর আগে
তোমাদের মতো ছোট্ট এই ঘরে কোন এক সময়
আমার যৌবন কালে
ছিল মনে বাসনা বাধবো সুখে ঘর
ছোট্ট এই পরিসরে
কোন ঝঞ্জাট বিহীন শুধু মধুর সময়
কাটাবো বলে
কিন্তু সব ঠিক মতো হলোনা সময়ের চাহিদায়।
আজো আমি ভাবি সেই ছোট্ট সেই কুঠির কথা
যেখানে ছিলাম যৌবনের
পাচটি নির্মল বসন্ত
পাচটি কঠিন ভালোবাসার শীতকাল
পাচটি জ্বালাতনকারী গ্রীষ্ম কাল।
তেরটি বসন্তের পর দেখলাম!
ঠিক আমাদের মতো কেউ গডেছে সংসার
সেই কুঠিরে ভবিয্যৎ ভাল কিছু করবে বলে
হবে কি আসলে কিছু ? অনেক সময় পর!
মানুষ বাচে আশায় জানি
শুধু সময়ের গ্লানি টানি
সময় কি যাবে সুখে না আমারেই মতো দুখে
দেখবে কি কখনো হিসেব কষে
তেরটি বছর পর।
সর্বস্বত্ব সংরক্ষিত।
২|
১৬ ই মে, ২০১৬ রাত ৮:১৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: শ্রদ্ধাভাজন প্রিয় কবি কল্লোল পথিক ভাই ,অনুপ্রাণিত হলাম
অশেষ ধন্যবাদ ,,,,,
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১
কল্লোল পথিক বলেছেন: আসাধারন হয়েছে।
কবিতায়++++++