নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলিগের আবদার :D

১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১২



আওয়ামিলিগের আমলে ঠিক যে যে জিনিস আওয়ামিলিগ করেছে এখন আওয়ামিলিগ সেই সেই জিনিস চায়।
কি এক আইরনি।

বিএনপির নেতাকর্মীদের নামে আওয়ামীলিগ ৬২ লাখ মামলা দিয়েছে।
তিন তিনটা নির্বাচনের গোয়া মেরে দিয়ে এখন তারা গনতন্ত্র আর অংশগ্রহনমূলক নির্বাচন চায়!
আর আওমিলিগের আমলে বাক স্বাধীনতার যে নির্দশন ছিল মাইরি! আগস্ট মানে সামান্য একটা ফেসবুক স্টাটাস দেওয়ার কারণে মানুষকে সাত বছরের জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের একটা বাচ্চা মেয়েকে এক বছর জেলে আটকে রাখা হয়েছে কোন প্রকার জামিন না দিয়ে।
আর আইনের শাসন যা ছিল। যে কাউকে যখন তখন কারণ ছাড়াই ধরে নেওয়া হত, গুম করা হত, আটকে রাখা হত।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২০

কিরকুট বলেছেন: যে যায় মক্কায় সে হয় হাজী এইটাই নিয়ম

২| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ খারাপ বুঝলাম। ইউনুস সরকার কি ভালো?

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ কারো মামার বাড়ি নয় ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৪

মেহেদী আনোয়ার বলেছেন: আওয়ামী লীগের মোদ্দা কথা " আমরা যা দোষ করার করসি কিন্তু সেসবের শাস্তি দেয়া যাবে না, আমরা ক্ষমাও চাইবো না। এই শর্তে রাজি থাকলে আমরা দেশে আসবো" :D :D :D :D মায়ের বাপ মায়ের কাছেও তো এমন আবদার করার সাহস পাইবো না কোন সন্তান। মামা তো দূরের কথা

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৫

এম ডি মুসা বলেছেন: এই দেশের স্বাধীনতা পরে কারো অবদান নেই। দেশের টেক্স টাকা জনগণকে কতটা বুঝিয়ে দিয়েছেন, তার হিসাব কেবলমাত্র।
যা আরাম করে খাইছে এবং জালিয়াতি করছে, যা স্বাধীনতার অবমাননার শামিল।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৬

এম ডি মুসা বলেছেন: এই দেশ একটি দুর্নীতি ঐ স্বাধীনতার রক্তের উপর পড়ে। স্বাধীনতা এসেছে স্বচ্ছতার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.