| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. যে গান নিয়ে বাংলাদেশের সবাই এখন মাতোয়ারা হয়ে আছে, সেই গান একটা শিরকি (আল্লাহর সাথে শিরক করা) গান। প্রথম আলোতে গানটার যে অর্থ দেয়া হয়েছে তা হলো -
২. ‘ও লাল মেরি, পাট রাখিওবালা, ঝুলেলালান/ সিন্দরি দা, সেহওয়ান দা, সাখি শাহবাজ কালান্দার। দামা দাম মাস্ত কালান্দার/ আলী দা পেহলা নাম্বার’। এর অর্থ হলো ‘হে আমার লাল, আমাকে সর্বদা রক্ষা করো, ঝুলেলাল। সিন্ধ ও সেহওয়ানের বন্ধু, প্রিয়জন শাহবাজ কালান্দার। প্রতি শ্বাসে, প্রতি মুহূর্তে—কালান্দার মহান। সবার আগে আলী (রা.)।’ এ ছাড়া গানে আছে ‘হার দম পীড়া তেরে খের হোভে/ নাম-এ-আলী বেদা পার লাগা ঝুলে লালান’, যার অর্থ ‘হে পীর, তোমার নাম সর্বদা কল্যাণে ভরা থাকুক। আলী (রা.)-এর নামে, আমার নৌকাকে তীরে পৌঁছে দাও, প্রিয় ঝুলেলাল।’
৩. এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, পীরের কাছে সর্বদা রক্ষা করার জন্য চাওয়া হচ্ছে। অথচ পীর নিজেই নিজের আমল নিয়ে কতটুকু হিসেব দিতে পারবে সেটা কেউ জানি না। আবার হযরত আলী (রাঃ)-কে শ্রদ্ধা জানানো হয়েছে যা মূলত শিয়া সম্প্রদায়রা করে থাকে। অথচ আমরা জানি, মহানবী (সাঃ) এর কাছেও কিছু চাওয়া যাবে না, সেখানে আলী (রাঃ) তো আরো পরে...
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মভীরুদের জন্য সচেতনতা। মন্তব্যর জন্য ধন্যবাদ...
২|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের এসব শিরক হতে রক্ষা করুন।
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০
পদ্মপুকুর বলেছেন: এই গানটা অন্য অনেকের মত আমারও খুবই ভালো লাগতো। মাঝে মধ্যে গুনগুন করে গেয়েছিও। গানটা প্রথম ভালো লাগে সম্ভবত ২০১৬ সালের ফোক ফেস্টে নুরান সিস্টার্সের পারফর্মেন্সে। তারপর আবিদা সুলতানার গলায় শুনেছি, রুনা লায়লাসহ আরও অনেকের গলায় শুনেছি। রিসেন্ট কোক স্টুডিওতে রুনা লায়লার গাওয়া গানটাও দেখেছি। একবার ভারতীয় একটা চ্যানেলের রিয়েলিটি শোতে রুনা লায়লা, লতা মুঙ্গেশকর, আবিদা সুলতানা এবং আতিফ আসলামের একসাথে গাওয়া এই গানটা অসাধারণ একটা ভাইব তৈরি করেছিল।
কিন্তু এটার অর্থ যে এ রকমের হতে পারে, সেটা মনে আসেনি। প্রথম আলোর ওই প্রতিবেদনটা দেখে খানিকটা তব্ধা খেয়ে আছি! এখন আর গুনগুন করে গানটা গাইতে পারছি না। আমার কাছেও মনে হয়েছে যে এই গানটা শির্ক এর পর্যায়ে পড়ে।
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মতই হুবুহু আমার অনুভূতি। ভারতীয় একটা চ্যানেলের রিয়েলিটি শোতে রুনা লায়লা, লতা মুঙ্গেশকর, আবিদা সুলতানা এবং আতিফ আসলামের একসাথে গাওয়া এই গানটা তখনও ভাল লেগেছিল। কিন্তু প্রথম আলোতে এই গানের মর্মার্থ পড়ার পর মনে হল, সবাইকে জানানো দরকার...
৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আইনস্টাইন বলেছেন, গানকে শুলে চড়ানো হোক!
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতান্ত্রিক দেশ, সমস্যা নেই...
৫|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫
কলাবাগান১ বলেছেন: রুনা লায়লার তিনবার ফাসী চাই....শিরক প্রচার এর জন্য... - রাজাকারদের দাবী
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রুনা লায়লাতো ৫০ বছর ধরেই গাইছে এই গান। তবে কোক স্টুডিও'র ফাঁসি চাওয়া যেতে পারে এই গান নতুন করে প্রচারের জন্য!!!
৬|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪
শ্রাবণধারা বলেছেন: এই লাল, ঝুলেলাল জিনিসটা কী? এখানে কি পীরের কথা বলা হচ্ছে নাকি আল্লাহর কথা?
এটা কি গান নাকি প্রার্থনা সংগীত?
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ পীরকে সবাই লাল নামে ডাকত। সুফিরা বা পীর মাজার ভক্তরা এভাবেই পীরের কাছে প্রার্থনা করে থাকে। প্রথম আলোর পুরো লেখাটা পড়তে পারেন এখানে...
view this link
৭|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: "আলী" (عَلِيّ) = উচ্চ, মহান, সর্বোচ্চ, উন্নত : এটি আল্লাহর ৯৯টি নামের (আসমাউল হুসনা) একটি: "আল-আলী" (الْعَلِيُّ) = সর্বোচ্চ, মহান । এটি যিকির/জিকির এর একটি রূপ । সুফিরা বলেন "দাম দাম আলী" মানে আল্লাহর স্মরণ । ওয়াসিলা" (মাধ্যম) এর ধারণা: সুফিরা বিশ্বাস করেন আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা আল্লাহকেই ভালোবাসা। যেমন: নবী (সা.) কে ভালোবাসা = আল্লাহকে ভালোবাসা । সুফিদের অবশ্যই জানার কথা "আলী" শব্দের দ্বৈত অর্থ আছে: ১. আল্লাহর নাম "আল-আলী" (সর্বোচ্চ)
২. হযরত আলী (রা.) এর নাম । সুফি সাধকেরা ইচ্ছাকৃতভাবে এই দ্বৈত অর্থ ব্যবহার করে থাকতে পারেন । "আলী" বলে তারা একই সাথে দুটোই বোঝাচ্ছেন: ১-হযরত আলী (রা.) এর নাম "আলী" হওয়াটাই তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা মনে করেন: হযরত আলী (রা.) "আলী" (উচ্চ) নামের গুণে গুণান্বিত ছিলেন । যখন "আলী আলী" বলছেন, তখন একই সাথে আল্লাহর গুণ এবং সেই গুণের প্রকাশ হিসেবে হযরত আলী (রা.) উভয়কেই স্মরণ করছেন । এটা সুফি দর্শনের একটি কনসেপ্ট: ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদের ধারণা । আল্লাহর গুণ তাঁর প্রিয় বান্দাদের মধ্যে প্রতিফলিত হয় । তাই ওলীদের স্মরণ = আল্লাহরই স্মরণ (তাদের দৃষ্টিতে) ।
এবার আসি সাধারণ মুসলিমদের কথায় : "দামাদাম মাস্ত কালান্দার" গানটি সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের প্রশংসায় রচিত একটি কাওয়ালি। দরগাহ সংস্কৃতি ও সাধকদের কাছে সাহায্য চাওয়ার ধারণা থাকতে পারে, যা শির্ক হিসেবে দেখতে পারেন । লাল শাহবাজ কালান্দার নিজেকে হযরত আলী (রা.) এর ভক্ত/অনুসারী হিসেবে পরিচয় দিচ্ছেন । হযরত আলী (রা.) কে প্রথম নম্বরের মর্যাদা দেওয়া, এভাবে উচ্চ মর্যাদায় স্থাপন করে বাড়াবাড়ি করা হয়েছে বলে মনে করা যেতে পারে । ![]()
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার বলেছেন...
৮|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গান শোনা হারাম।
আপনি গান শুনেন!!
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি...
৯|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জনাব সৈয়দ কুতুব সাহেবের চমৎকার বিশ্লেষনটা ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১০|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০
নতুন বলেছেন: এই সব জিনিস নিয়ে ক্যাচাল করেই তো দেশে গান বন্ধ করার আন্দোলন শুরু হবে। ![]()
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐদিকে যাবে না। চিন্তা কইরেন না...
১১|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা গান।
ব্যস আর কিছু জানতে চাই না। বুঝতে চাই না।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি তো আপনিই...
১২|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: সুন্দর একটা গান।
ব্যস আর কিছু জানতে চাই না। বুঝতে চাই না।
সহমত
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওকে...
১৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
নতুন নকিব বলেছেন:
বিচার মানি তালগাছ আমার। ইসলাম মানি কিন্তু শিরক হোক আর যাই হোক, গান শোনা ছাড়তে পারতাম না। কিছু লোকের দৃষ্টিভঙ্গি এমনই।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৬
রাসেল বলেছেন: ধন্যবাদ, জনপ্রিয় এই গানের অনুবাদ তুলে ধরার জন্য। সচেতনতার বিষয় ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি, ঠিকই বলেছেন...
১৫|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: #বাকপ্রবাস আপনি এমন ভাবতেও পারিনি।
আপনি শিরক করবেন - তাও গান ঠিক আছে বাহ
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সচেতন না হলে পরকালে জবাব দিতে হবে...
১৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২০
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: প্রেমপিয়াসী ভণ্ড আফায় আবার আইছে তালিম দিতে।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যক্তিগত আক্রমণ না করি...
১৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮
অপু তানভীর বলেছেন: গান যেখানে হারাম সেখানেই আপনি আবার শিরকির আলাপ দিচ্ছেন! কেউ যদি গিয়ে মদ খাইতে যায়, আপনি কি তার পোশাকের পর্দা নিয়ে চিন্তা করবেন? শুকর খাওয়ার সময় কি চিন্তা করবেন এটা ধর্ম মতে জবাই করা হয়েছে কিনা?
আমার গান শোনার সময় কোন দিন ধর্মের কথা মনে আসে নি। যাদের গান শোনার সময় ধর্মের কথা মনে আসবে তাদের গানই শোনা উচিৎ না। গানের কী কথা নিয়ে তাদের মাথা ব্যাথা থাকার কথা না।
ও লাল মেরি এই গানটা আমার পছন্দের একটা গান। নুশরাত ফাতেহ আলীর ভার্শনটা আমার বেশি পছন্দ।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সৈয়দ কুতুবের ব্যাখ্যা মোটামুটি যথাযথ। আবার অপু তানভীর যা বলছেন সেটাও ঠিকই মনে হয়। এত বাছ-বিচার করতে গেলে তো চলাই যাবে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
কলাবাগান১ বলেছেন: গানকে শুলে চড়ানো হোক