| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকরাম উল হক
আসে পাশে থাকবো / লিখে অনু কাব্য।

এই বৃষ্টি ভেজা রাতটা যেন
জনম জনম রয়,
আর কোনদিন এই পারাতে
ভোর যেন না হয়।
তোমার হাতে হাতটা রেখে
বৃষ্টি হওয়ায় দৃষ্টি রেখে
করবো তোমায় জয়।
কানায় কানায় না পাওয়াকে
অপুর্নতা কয়।
গন্ধরাজের গন্ধ এসে,
তন্দ্রা ছাড়া মুচকি হেসে
যদি কর ক্ষণটা মধুময়।
এই বৃষ্টি ভেজা রাতটা যেন
জনম জনম রয়।
২|
১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তোমার হাতে হাতটা রেখে
বৃষ্টি হওয়ায় দৃষ্টি রেখে
করবো তোমায় জয়
কানায় কানায় না পাওয়াকে
অপুর্নতা কয় ,,
সুন্দর লিখেছেন।।
৩|
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সুন্দর অনুভূতি
ভাল লাগল
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫২
কালনী নদী বলেছেন: তোমার হাতে হাতটা রেখে
বৃষ্টি হওয়ায় দৃষ্টি রেখে
করবো তোমায় জয়
কানায় কানায় না পাওয়াকে
অপুর্নতা কয়
বাড়ি মিষ্ঠি কবিতা ভা্ই।