| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝি
--------ইমন চৌধুরী
দূর পল্লীর মাঝখানে আমি দাড়িয়ে ছিলাম বটে,
বন্ধু তোমার নাও টা লইয়া ভিরাও নদীর তটে।
জোরে আরো জোরে বৈঠা ফেলো
কিছুকি দেখিতে পাও,
বাপ ভাই মোর উতলা হইচে দেখিব তোমার নাও।
ও মাঝি হাসিতাছ তুমি নাকি,
তোমার এ হাত ধরিয়া আইছি দিয় না গো মরে ফাকিঁ।
চাও দেহি মাঝি ঐ পান দিয়া কিছু কি দেখিতে পাও,
সুন্দর করি এক্কান দেহি ভাটিয়ালি গান গাও।
কি বল মাঝি গাইবা তুমি কেন গো একটু পরে,
বললাম তো মিনচে মাঝি ভালবাসি বড় তরে।undefined
©somewhere in net ltd.