| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাহাকার
---------------ইমন চৌধুরী
তুমি জানো কাদের জন্য এ বাংলা এলো,
যেখানে ছিলো সুধু হাহাকার
শাসকের হাতে ছিল শোষিত জনতা।
ছিল না তাদের কোনো পথ প্রদর্শক,
রক্তিম সূর্য সুধু এক দিকে উন্নেচিত হত আর অস্ত যেত দিগন্ত ব্যাপী।
হায় সে ভাবুক ছিল,
ভাবত কেনো এদের এ দূর-দশা
নীপিড়িত জনতা কি কখনো মুখ তুলে তাকাবে না।
৭ই মার্চ,
সূর্য যেন ঢেকে গেছে কালো ছায়ায়।
কার মায়া-মন্ত হল এ দিগন্ত উন্নেচিত।
সে ভাবে,
আর ভাবতে ভাবতে এক সময়
বিরাট রক্তাক্ত তালার ন্যায় অস্ত যেতে হয় তাকে।
©somewhere in net ltd.