| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাম
--------ইমন চৌধুরী
আমাদের শ্রীময়ী প্রকৃতি ভরা,
মাঠে ঘাটে কাশফুল রমনীয় ধরা।
কুকিলের কুহু কুহু ডাকিতাছে দেখ,
বসন্তের পয়গাম মনে তুমি রেখ।
দুই ধারে নদী আর এক ধারে মাঠ,
বাজারের কোলাহল গ্রাম্যর হাট।
চারিদিকে হই হই এই কিযে হয়,
শ্রেয়ময়ী গ্রাম-খানি উহারিত জয়।
©somewhere in net ltd.