| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে বন্ধুত্ব হয় মাফিশার সাথে।সারাদিন সক্রিয় থাকে কেনো মেয়েটা জানিনা।মজা করে ওকে হুতুম ডাকতাম।হয়ত ওর নাক ফুলে উঠত কিন্তু সুধুই হাসত।বড্ড ভালো লাগত ওর সাথে চার্ট করে।আমার ওর ডাগর চোখ জোরা এত্ত ভালো লাগত যে ওকে তা বলেই ফেলতাম।ও বলতো আমি কিন্তু ভালো ঘুষি দিতে জানি প্রয়োগ করিনি কাউকে,নিশ্চয় তোমার উপর করব।
একদিন ও আমার নাম্বার চায়।আমি প্রথমে দেই নি তবে যখন বলে আমার নাক ফুলে উঠছে তখন ঘুষি খাওয়ার ভয়ে দিতেই হয়।সেইদিন থেকে ও যেন কোথায় হারিয়ে গেলো,ফেসবুকে তো সক্রিয় দেখা যায় না।আমি স্বাভাবিক ভাবলাম,হয়ত পড়ায় ব্যাস্ত। সামনে ওর এস এ সি পরিক্ষা।কিন্তু যখন একাধারে চৌদ্দ দিন ওকে সক্রিয় দেখলাম না আমার ভাবনার উদয় ঘটলো।
আমি ওর পুরনো মেসেজ গুলা খুজতে থাকলাম কারন ও আমাকে তার নাম্বার দিয়েছে।তবে আমি কখন তাকে কল করিনি।নাম্বার ডায়েল করে ওকে অপশনে ক্লিক করলাম।আমার মনে ভয় আর লজ্জা দুটই কাজ করছিল,,,
--হ্যাল
ওপাশ থেকে এক বয়স্কা মহিলার কন্ঠ ভেসে উঠল।
--আন্টি মাফিশা আছে?
ভরাট কন্ঠ হটাৎ গমগম করে উঠল।
--না বাবা ও আমাদের ছেরে,,,,,
এইটুকু বলেই মহিলা কান্না ভেঙ্গে পরলেন।তার পরে যা জানলাম তা আমায় এতটা আগাত করে যার জন্য আমি প্রস্তুত ছিলাম না।মাফিশা রোড এক্সিডেন্টে মারা গেছে।আচমকা এই তিব্র আগাতে আমি একন বাকরুদ্ধ।
©somewhere in net ltd.