নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বোঝের কথা

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:১৭

খেয়াল করে শোনো তবে
সেই কথাটা বোঝাই
সেই কথাটা কঠিন না খুব
পানির মতো সোজাই

সেই কথাটা বুঝবে তুমি
বোঝের মানুষ হলে
বোঝের মানুষ সবখানেই
বোঝের কথাই বলে

সেই কথা না বুঝলে তুমি
অন্যকে কী বোঝাবে?
বোঝাবুঝির ঝগড়া হলে
বোঝের কথায় খোঁচাবে

সেই কথাটা বুঝতে হবে
না বুঝলে তা বুঝবে না
বোঝার পরই বুঝবে কেন
বোঝের কথায় দুষবে না

সেই কথাটা বোঝার পরে
বুঝবে তুমি সবকিছু
বোঝের বিষয় বুঝতে মানুষ
ঘুরবে তোমার পিছ-পিছু

সেই কথাটা বুঝতে যে চাও
বোঝার মতো জ্ঞান কি আছে?
জ্ঞানের কথা না শিখেই
বুঝতে কী চাও আমার কাছে?

এই কথা নয় যেমন তেমন
সবাই এটা বোঝে না
এই কথাটার মূল্য কত
মূর্খরা তা খোঁজে না

বোঝের কথা বোঝেন যিনি
তিনিই বিরাট বোঝের লোক
অ-বোঝ মানব বোঝের কথায়
গেলেন খালি শুকনা ঢোক

সেই কথাটা বুঝবে কিনা
ব্যাপারটা ঠিক বুঝছি না
বুঝবে না যা, বোঝা তাহা
ঠিক না; বলো - ঠিক কিনা?

সত্যি যদি এই কথাটা
আমার কাছেই বুঝতে চাও
এই কথাটা হাটবাজারে
ঢোল পিটিয়ে ছড়িয়ে দাও

এতক্ষণে বুঝে গেছ
কোন কথাটা বোঝাতে চাই
যা বোঝো তা বলতে যেয়ে
কথার বোঝা আর না বাড়াই

বোঝের কথা বুঝতে গিয়ে
সবার কি ভাই ঘুরছে মাথা?
বোঝের মজা এটাই ছিল
কথার পিঠে কথা গাঁথা।

২০ নভেম্বর ২০২০

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:


বেশ লিখেছেন বুঝের কথা
বুঝদারেরা বুঝার লোক,
বুঝের কথায় ঘুরছে মাথা
আমি আবার অবুঝ লোক।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


বোঝের কথা বুঝতে হলে
আমরা যাব কার কাছে?
মরুভূমির জলদস্যু
ছাড়া কি কেউ আর আছে?

:) :)

২| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সেই কথা শোনানোর কথা বলে দুধের জায়গায় ঘোল খাওয়ালেন

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



এই যে দেখি আপনি ঠিকই
সেই কথাটা বুঝে গেলেন!
আপনি কি ভাই হকিস্টিকে
টি-টুয়েন্টি টেনিস খেলেন :)

৩| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১:৫৬

মুনাওয়ার সিফাত বলেছেন: বুঝতে গিয়ে বুঝার জিনিস অবুঝ হয়ে রয়,
বুঝবো যদি বুঝতে দিতে সহজ পথে, কঠিন করে নয়!

০২ রা অক্টোবর, ২০২২ রাত ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




বুঝতে গিয়ে বোঝার জিনিস
হয় যদি তা বিরাট বোঝা
সুতার ভেতর সুঁচ ঢুকিয়ে
দেখুন সে কাজ কত্ত সোজা

:) :)


৪| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: খুব ভালো হয়েছে। +

০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




বোঝের ছড়া পড়ে গেলেন
প্রিয় জুল ভার্ন ভাই
বোঝের ছড়া বোঝার জন্য
ধন্যবাদ জানাই

৫| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩

Subdeb ghosh বলেছেন: বেশ চমৎকার একটা লেখা।

০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


একটা বিষয় আমি কিন্তু
ঢের বুঝেছি ভাই -
বুঝতে হলে বোঝার চেয়ে
আর বিকল্প নাই

৬| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: মজার ছন্দে কথার জাদুতে মোহাচ্ছন্ন হলাম। তবে মিঠার মধ্যে তিতা বটে :)
ভীষণ সুন্দর হয়েছে প্রিয় সোনাবীজ ভাই++।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরি ভাই, কথার জাদুতে মোহাচ্ছন্ন হয়েছেন জেনে আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি পাঠ এবং মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

৭| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতাটি পড়তে ভালো লেগেছে। ভালো হয়েছে ছড়া কবিতা। ধন্যবাদ।



০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ঠাকুর মাহমুদ ভাই। শুভেচ্ছা রইল।

৮| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সেই কথাটা বুঝতে পারা
কঠিন একটা কাজ বটে।
বোঝার কাজটা কঠিন নয়
বুদ্ধি যদি থাকে ঘটে।

ঘটে আমার বুদ্ধি অনেক
তাতে কোন সন্দেহ নাই
তাই তো বুঝে গেছি আমি
বুঝিয়ে বলার দরকার নাই। :)

এই মজার ছড়াটা মনে হচ্ছে আগে পড়েছি। :)

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



বিষয়টা যে ঢের বুঝেছেন
সন্দেহ নেই একচুল
ছড়াটাও বেশ লিখেছেন
ছন্দে তালে নির্ভুল


:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.