নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মন তার আকাশের বলাকা

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৩

মন তার আকাশের বলাকা
দিগন্তে নিজ্‌ঝুম বনানি
বিকেল কী সন্ধ্যায়
রোজকার আড্ডায়
লিখে যায় কত শত কাহিনি

হাতে তার একগোছা বনফুল
চপলাচপল পায়ে হেঁটে যায়
সহসা সে মেলে দিয়ে পাখনা
মিশে যায় পাখিদের মিছিলে
এইভাবে প্রতিদিন ভোর হয়
তারপর কী হয়
আমি তার সন্ধান রাখি নি

চোখ তার পুকুরের কালো জল
নিটোল ঢেউয়ের মতো স্বপ্নীল
রাতের আঁধারে বোনা সুখ তার
তারাদের সাথে হয় মিতালি
এইভাবে রাতগুলো কেটে যায়
তারপর কী হয়
ঘুমহীন কেটে যায় যামিনী

লিরিক রচনা : ৯ নভেম্বর ২০১৩
সুর সৃষ্টি : ১১ অক্টোবর ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





গানটা লেখা হয়েছিল অনেক আগে, ০৯ নভেম্বর ২০১৩ তারিখে। বিভিন্ন সময়ে এটাতে সুর দিয়েছি, কিন্তু কোনো সুরই নাচের জন্য উপযুক্ত মনে হয় নি (বাচ্চাদের একটা নাচের অনুষ্ঠানে গাওয়ানোর জন্য প্ল্যান ছিল)। অবশেষে গত বছর বর্তমান সুরটা চূড়ান্ত করা হয় - ১১ অক্টোবর ২০২২ তারিখে। এ গানটা এর আগে এ পোস্টে শেয়ার করা হয়েছিল। ট্যালেন্টেড গিটারিস্ট, সিঙ্গার ও টগবগে কবি-ব্লগার নিবর্হণ নির্ঘোষ এ গানটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আমাকে ঋণী করেছেন। আমি খুবই আপ্লুত বোধ করেছি, তিনি তার একটা ক্লাসিক গল্পে আমার এ গানটাকে শিরোনামের অংশ করেছেন এবং সে গল্পের একটা উল্লেখযোগ্য অংশে এ গানটার উপস্থিতি রয়েছে। পাঠকরা এ গল্পটা পড়লে তার লেখার শৈলি ও সাবলীলতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। সোনাবীজের গান এবং একটি অকেজো ম্যান্ডোলিন!!

আগের গানগুলোর মিউজিক এডিট/রিমাস্টারিং করছি। এ গানটা নতুন করে গেয়েছি, মিউজিকটাও নতুন।

আজকের পোস্টটা উৎসর্গ করছি কোনো এক চিত্রাকে - যার ঔদাসীন্য এ দুরন্ত প্রেমিককে কেবলই ক্ষ্যাপাটে করে তোলে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতার কথাগুলি ভালো লেগেছে। গান হিসেবে খুব একটা ভালো লাগেনি। তবে সুরে ভিন্নতা রয়েছে।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু ভাই গানটি শোনার জন্য ও মূল্যবান মতামতের জন্য। আমি খুবই লজ্জিত ও দুঃখিত বিলম্বিত জবাবের জন্য।

৩| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো অসাধারণ।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাধু। খুবই দুঃখিত বিলম্বিত উত্তরের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.