নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বন্ধুস্মৃতি

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে হল্লা করে
দৌড়ে যেতাম ইশ্‌কুলে
দুপুর বেলায় গাছের তলায়
আড্ডা দিতাম সকলে
জুট্টি করে ফলের বাগে
কত না ফল পেড়েছি
বনে বনে গাছে গাছে
পাখির বাসা খুঁজেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে বনের ধারে
চড়ুইভাতি রেঁধেছি
আষাঢ় মাসে সারাবেলা
ডুবসাঁতারে মেতেছি
কলার ভেলায় চড়ে কত
এপার-ওপার করেছি
পুকুর ঘাটে বসে বসে
বড়শিতে মাছ ধরেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

কাবাডি আর দাঁইড়াবান্ধা
কত খেলা খেলেছি
গুনাই বিবির যাত্রা দেখে
আনন্দে গান করেছি

হিজল ফুলের মালা গেঁথে
গলায় পরে ঘুরেছি
বৈশাখ মাসের মেলায় গিয়ে
কতই মজা করেছি
খাওয়া দাওয়া ভুলে কত
পুতুলখেলা খেলেছি
দেখতে দেখতে কবে যেন
বড়ো হয়ে উঠেছি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় কিছু বলো নি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় তুমি জানাও নি
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই

১৫ জানুয়ারি ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে গেছো বন্ধু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



বাহ সুন্দর সুরেলা কন্ঠের গানটি শুনছি আর লিখছি ।
বন্ধু স্মৃতির টুকরো টুকরো স্মৃতিমাখা কথা মনকে ছুয়ে গেছে ।
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই

বন্ধু প্রসঙ্গে মনে পরে একটি স্বাসত সত্য কথা যথা -
বন্ধুত্বে উঠবার নামবার স্থান আছে। কারণ,
সে সমস্ত স্থান আটক করে থাকে না।
যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়ে
থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে
তার অধিকার হ্রাস হয়ে যাচ্ছে তখন সে
বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করে থাকতে চায় না
বড় পরিসরে নতুন করে ভালবাসা খুঁজে
কারণ বন্ধুত্ব ও ভালবাসা তো এক কথা নয় ।

শুভেচ্ছা রইল

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই, প্রথম লাইক ও প্রথম কমেন্টের জন্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি।

বন্ধুত্ব নিয়ে চমৎকার কিছু কথা বললেন। বন্ধু এমন একটি সম্পর্ক, যে-সম্পর্কটি আমরা সকল সম্পর্কের মধ্যেই খুঁজে বেড়াই, যেমন, বাবাকে পেতে চাই বন্ধু হিসাবে, মাকে পেতে চাই বন্ধু হিসাবে, ভাই, বোন, চাচা, মামা, স্ত্রীকে - সন্তানকে পেতে চাই বন্ধু হিসাবে। বন্ধুত্ব হলো সব সম্পর্কের উর্ধ্বে, সব সম্পর্কের গভীরে। বন্ধু ছাড়া জীবন চলে না।

আপনার সুন্দর কথাগুলোর সাথে আমিও কিছু কথা যোগ করলাম আলী ভাই। ভালো থাকবেন। ধন্যবাদ নিয়মিত সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য। শুভেচ্ছা।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

এম ডি মুসা বলেছেন: হিজল ফুলের মালা গেঁথে গলায় পরে ঘুরেছি বৈশাখ মাসের মেলায় গিয়ে কতই মজা করেছি
এই লাইনটা বেশ লাগচে গানের।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, একটা লাইন যে বেশ লেগেছে আপনার, এটা জেনে আমি আনন্দিত। অনেক ধন্যবাদ মুসা ভাই।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

মোঃপলিন বলেছেন: What is are all about
Things you carry..
Or singing in a burry।।
Peacock Dance is not that easy
Not like a chocolate juicy..
Rather gaining some awfully uni pussy
Be a entity to blusoom a juicy
The juicy the red rosy the universal beauty...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

Not like a chocolate juicy..
Rather gaining some awfully uni pussy
Be a entity to blusoom a juicy
The juicy the red rosy the universal beauty...


এসব কী লিখলেন? একটু বঙ্গানুবাদ করে দিবেন?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

নয়ন বড়ুয়া বলেছেন: ড্রামের সাউন্ড খুবই বিরক্ত লাগলো। "দুপুর বেলায় গাছের তলায়" পর থেকে ব্যাকগ্রাউন্ড কী বোর্ডের সাউন্ডটাও ভালো লাগেনি...
আপনার লিরিক্স সুন্দর, কন্ঠও অসাধারণ। এই দুইটা সাউন্ডের জন্য গানটার গভীরে ঢুকতে পারিনি। বিরক্ত লাগলো আমার....
ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই মন্তব্য...
কিভাবে নেবেন কথাগুলো ভাবতে ভাবতে মন্তব্য করে দিলাম...
একজন শ্রোতা হিসাবে কথাগুলো বললাম দাদা...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় নয়ন বড়ুয়া, it's absolutely okay। যেটা খারাপ সেটাকে অবশ্যই বলবেন। নইলে ইম্প্রুভ করার স্পেস পাব না তো।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

নিবারণ বলেছেন: আপনার গলা সুন্দর। একখান ভিনটেজ ভাব আছে। ভালা লাগছে। লিরিক্সের প্রথম ভাগটা পইড়া লাগতেছিল বন্ধু তোমার চোখের কোণে টাইপ লাগছিল, তয় গান শুইনা দ্বিধা কাইটা গ্যাছে গা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অহহো, ভালো লাগলো আপনার কমেন্ট। ইন্সপায়ার্ড হলাম।

বন্ধু তোমার চোখের কোণে
- এটা কি কোনো গানের লিরিক? ইউটিউবে খুঁজে খুঁজে টায়ার্ড হয়ে গেছি, পাই নাই :( যাই হোক, অন্য কিছু মিন করে থাকলে সেটা ধরতে পারি নাই :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০২

নিবারণ বলেছেন: দুঃখিত কৃষ্ণকলির বন্ধু আমার গানটা। লিরিক্স ভুল কইয়া ফেলছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বন্ধু তোমার চোখের কোণে লিখে সার্চ দেয়ার পর পেলাম বন্ধু তোমার চোখের মাঝে, কৃষ্ণকলির। ১ম ৪ লাইন শুনেই বুঝলাম ওটার সাবজেক্ট ভিন্ন এবং ওটা অনেক উঁচু মাপের গান। পুরোটা শুনবো অন্য কোনোদিন, সময় পেলে। আপনার জন্য লিংক দিলাম নীচে।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

মোঃপলিন বলেছেন: দ্রুততায় বলা মনের কথা
যেন একঘেয়ে বিরক্ত গাঁথা
ময়ূরীর অনুপম পেখম নৃত্য
বিরল দুর্লভ , নাই তাই যত্রতত্র
রসিক বসনা রসালো বাঁশি
তারই ধারক যা
সার্বজনীন সদা স্বর্গীয় অমৃত রাশি।।

Thanks for your song be well boss!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! এটা কি ঐ ইংলিশ ভার্স-এর বঙ্গানুবাদ?

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৪

নিউটনিয়ান বলেছেন: শৈশবকে মনে করিয়ে দিলেন। চমৎকার লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নিউটনিয়ান। শুভ নিশি।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শৈশব স্মৃতি যেন ফিরে এল। দারুণ হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাধু। শুভেচ্ছা রইল।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: স্মৃতিকাতর হয়ে গেলাম। আপনার কণ্ঠে মায়া আছে। তাছাড়া প্রতি গানে সুরে ভিন্নতা ভালো লাগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে আমার কণ্ঠ বা গানের গলা আমার ফোকাস না, আমার ফোকাস হলো লিরিক আর সুর। নিজস্ব কোনো শিল্পী না থাকায় নিজের সুরগুলো নিজের কণ্ঠেই ধরে থাকি। তবু কেউ যদি কণ্ঠের প্রশংসা করেন, সেটা অবশ্যই আমাকে আপ্লুত করে।

আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা আপনার জন্য।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো। নস্টালজিক হয়ে পড়লাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লেগেছে জেনে আমি সত্যিই অনেক আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ঢাবিয়ান। শুভেচ্ছা।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

মোঃপলিন বলেছেন: ইংরেজি টা ভালো পারিনা , বাংলা টাতেও অনেক ঘাটতি; বাংলা টাই ধরে চলুন এইখানটাতে, আমি কখনো সমালোচক নই,
আপনার লেখনী আপনার কাছে ভালো লাগাটাই সার কথা আপনি চাইলে আমি দুটো মন্তব্য ই মুছে দিব খন , আপনার ইচ্ছা টা জানাবেন দয়া করে...
ইংরেজিটা বঙ্গানুবাদের কিছু হয় ই নি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.